রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ছোট কবিতা

হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম । আশা করি আপনারা সবাই ভাল আছেন । আজকে আমি আমার পোষ্টের মাধ্যমে রবীন্দ্রনাথ ঠাকুরের সেরা কয়েকটি ছোট কবিতা তুলে ধরব । রবীন্দ্রনাথ ঠাকুরকে বিশ্বকবি বলে উপাধি দেওয়া হয়েছে।কারণ তিনি বাংলা ইংলিশ প্রায় অনেক ভাষাতেই কবিতা লিখেছেন । আর রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা গুলো ছিল অনেক জনপ্রিয় । সকলের মন জয় করে নিয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের সেই কবিতা গুলি । কবিতার পাশাপাশি তিনি অনেকগুলো উপন্যাস লিখেছেন । রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতাটি একটি বিখ্যাত কবিতা । বাঙালিদের মধ্যে সর্বপ্রথম নোবেল বিজয়ী হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর । তিনি তার কবিতা এবং উপন্যাসের মাধ্যমে সারা পৃথিবীর মানুষের মন জয় করে নিয়েছেন ।

তাইতো রবীন্দ্রনাথ ঠাকুরকে বিশ্বকবি বলা হয় । রবীন্দ্রনাথ ঠাকুরের সকল কবিতা আমাদের কাছে খুবই প্রিয় । তিনি লিখেছেন বাংলাদেশের জাতীয় কবিতা আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি । তিনি বাংলা  কে এত সুন্দর ভাবে তুলে ধরেছেন যা ভাষায় বলে প্রকাশ করা যাবে না । আজকে আমি আমার  পোষ্টের মাধ্যমে  রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট ছোট কিছু কবিতা তুলে ধরব। আশা করছি আমাদের দেয়া কবিতা গুলো আপনাদের পছন্দ হবে । তাহলে আসুন জেনে নেয়া যাক রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট ছোট কিছু কবিতা ।

রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট কবিতা

আপনি কি রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট কবিতা সম্পর্কে জানার জন্য এসেছেন । তাহলে আমাদের আজকের এই পোস্টটি শুধু আপনার জন্যই । কারণ আজকে আমি আমার  পোষ্টের মাধ্যমে  রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট ছোট বাছাইকৃত কয়েকটি কবিতা তুলে ধরব । আপনারা যারা রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট কবিতা গুলো সম্পর্কে জানার জন্য গুগলে অনুসন্ধান করতেছেন আশা করছি তারা খুব সহজে আমাদের পোস্টের মাধ্যমে রবীন্দ্রনাথ ঠাকুরের সেই ছোট কবিতা গুলো পেয়ে যাবেন । তাহলে আসুন জেনে নেয়া যাক রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট কবিতা সম্পর্কে ।

আজি বসন্ত জাগ্রত দ্বারে
——————রবীন্দ্রনাথ ঠাকুর

আজি বসন্ত জাগ্রত দ্বারে।
তব অবগুন্ঠিত কুন্ঠিত জীবনে
কোরো না বিড়ম্বিত তারে।
আজি খুলিয়ো হৃদয়দল খুলিয়ো,
আজি ভুলিয়ো আপনপর ভুলিয়ো,
এই সংগীতমুখরিত গগনে
তব গন্ধ করঙ্গিয়া তুলিয়ো।
এই বাহিরভূবনে দিশা হারায়ে
দিয়ো ছড়ায়ে মাধুরী ভারে ভারে।

অতি নিবিড় বেদনা বনমাঝে রে
আজি পল্লবে পল্লবে বাজে রে –
দূরে গগনে কাহার পথ চাহিয়া
আজি ব্যকুল বসুন্ধরা সাজে রে।
মোর পরানে দখিন বায়ু লাগিছে,
কারে দ্বারে দ্বারে কর হানি মাগিছে,
এই সৌরভবিহবল রজনী
কার চরণে ধরণীতলে জাগিছে।
ওগো সুন্দর, বল্লভ, কান্ত,
তব গম্ভীর আহবান কারে।

————রবীন্দ্রনাথ ঠাকুর

আম্র, তোর কী হইতে ইচ্ছা যায় বল্‌।
সে কহে, হইতে ইক্ষু সুমিষ্ট সরল।
ইক্ষু, তোর কী হইতে মনে আছে সাধ?
সে কহে, হইতে আম্র সুগন্ধ সুস্বাদ।

আজি শ্রাবণ-ঘন-গহন-মোহে
——————–রবীন্দ্রনাথ ঠাকুর
আজি শ্রাবণ-ঘন-গহন-মোহে
গোপন তব চরণ ফেলে
নিশার মতো নীরব ওহে
সবার দিঠি এড়ায়ে এলে।
প্রভাত আজি মুদেছে আঁখি
বাতাস বৃথা যেতেছে ডাকি
নিলাজ নীল আকাশ ঢাকি
নিবিড় মেঘ কে দিল মেলে।

কূজনহীন কাননভূমি
দুয়ার দেওয়া সকল ঘরে
একেলা কোন্‌ পথিক তুমি
পথিকহীন পথের ‘পরে।
হে একা সখা, হে প্রিয়তম
রয়েছে খোলা এ ঘর মম
সমুখ দিয়ে স্বপনসম
যেয়ো না মোরে হেলায় ঠেলে।

রবীন্দ্রনাথ ঠাকুর

আকাশে ছড়ায়ে বাণী
অজানার বাঁশি বাজে বুঝি।
শুনিতে না পায় জন্তু,
মানুষ চলেছে সুর খুঁজি।

আজ বারি ঝরে ঝর ঝর
—————–রবীন্দ্রনাথ ঠাকুর

আজ বারি ঝরে ঝর ঝর
ভরা বাদরে।
আকাশ-ভাঙা আকুল ধারা
কোথাও না ধরে।
শালের বনে থেকে থেকে
ঝড় দোলা দেয় হেঁকে হেঁকে,
জল ছুটে যায় এঁকেবেঁকে
মাঠের পরে।
আজ মেঘের জটা উড়িয়ে দিয়ে
নৃত্য কে করে।

ওরে বৃষ্টিতে মোর ছুটেছে মন,
লুটেছে ওই ঝড়ে,
বুক ছাপিয়ে তরঙ্গ মোর
কাহার পায়ে পড়ে।
অন্তরে আজ কী কলরোল
দ্বারে দ্বারে ভাঙল আগল
হৃদয়-মাঝে জাগল পাগল
আজি ভাদরে।
আজ এমন করে কে মেতেছে
বাহিরে ঘরে।

সর্বশেষ কথা ,

আমি আমার  কষ্টের মাধ্যমে রবীন্দ্রনাথ ঠাকুরের কয়েকটি ছোট ছোট কবিতা তুলে ধরেছি । আপনারা যারা রবীন্দ্রনাথ ঠাকুরের এই ছোট কবিতাগুলো পেতে চান তারা আমাদের সম্পূর্ণ পোস্টটি পড়ুন । আশা করছি তাহলে আপনারা আমাদের পোস্টের মাধ্যমে রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট ছোট কবিতা গুলো পেয়ে যাবেন । এ ধরনের আরো পোস্ট পেতে আমাদের ওয়েবসাইটের সাথেই থাকুন। আমাদের ওয়েবসাইটে পরিদর্শন করার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।