স্কুল ও কলেজের বিদায় অনুষ্ঠানের উক্তি, ছন্দ, কবিতা, ও কিছু কথা | স্কুলের বিদায় অনুষ্ঠানের স্ট্যাটাস

হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম । আশা করি আপনারা সবাই ভাল আছেন । আজকে আমি আমার পোস্টের মাধ্যমে স্কুল অথবা কলেজের বিদায় অনুষ্ঠানের উক্তি, স্ট্যাটাস, ছন্দ ও কবিতা তুলে ধরব । প্রতি বছর স্কুল থেকে বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয় । আমরা যখন ক্লাস ফাইভে উঠি তখন আমাদের সমাপনী পরীক্ষা নেওয়া হয় তারপর প্রাইমারি স্কুল থেকে আমরা হাই স্কুলে ভর্তি হয়ে থাকি । আবার ক্লাস টেনে উঠলে আমাদের এসএসসি পরীক্ষার আয়োজন করা হয় তখন আমরা সেই স্কুল থেকে বিদায় নিয়ে । স্কুল থেকে বিদায় নেওয়ার আগে আমাদের স্কুলে বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয় ।

এই অনুষ্ঠানগুলোতে ছোট ভাইবোনেরা অনেকেই নানান ধরনের বক্তব্য দিয়ে থাকেন আবার অনেকেই ছন্দ কবিতা আবৃতি করে থাকেন । কিন্তু অনেকেই কোন কবিতা আবৃত্তি করবেন বা কি ধরনের ছন্দ বলবেন সে বিষয়ে তাদের জানা থাকে না তাই তারা অনলাইনে সাহায্য নিয়ে থাকেন । তাই তাদের কথা চিন্তা করে আজকে আমি আমার পোষ্টের মাধ্যমে কিছু ছন্দ, কবিতা ও স্ট্যাটাস তুলে ধরব। আশা করছি আপনারা স্কুলে এ সুন্দর বক্তব্য গুলোর সাথে স্ট্যাটাস উক্তি এবং কবিতাগুলো তুলে ধরতে পারবেন। তাহলে আসুন জেনে নেয়া যাক স্কুল অথবা কলেজের বিদায় অনুষ্ঠানের কিছু ছন্দ কবিতা এবং উক্তি সম্পর্কে বিস্তারিত সকল তথ্য ।

বিদায় অনুষ্ঠান নিয়ে উক্তি

অনেকেই বিদায় অনুষ্ঠানের আগে বিদায় অনুষ্ঠান নিয়ে উক্তিগুলো তাদের সোশ্যাল মিডিয়া শেয়ার করার জন্য অনলাইনে সার্চ করে থাকেন । বা অনেকেই বিদায় অনুষ্ঠানের কষ্টগুলো তারা উক্তি মাধ্যমে তা বন্ধু-বান্ধবদের মাঝে পৌঁছে দেন । তাই তাদের সুবিধার্থে আজকে আমি আমার পোস্টের মাধ্যমে বিদায় অনুষ্ঠান নিয়ে কিছু উক্তি তুলে ধরব আশা করছি আপনারা আমাদের পোষ্টের মাধ্যমে খুব সহজেই বিদায় অনুষ্ঠান নিয়ে উক্তি গুলো পেয়ে যাবেন । তাহলে আসুন জেনে নেয়া যাক বিদায় অনুষ্ঠান নিয়ে উক্তি ।

যার শুরু আছে তার শেষও আছে, তাই যদি কোন কিছু পেয়ে থাকো
তাহলে তাকে বিদায় বলার জন্য প্রস্তুত থাকা দরকার ।
সংগৃহীত

বিদায় বলতে যদিও কষ্ট হয়,
তবুও বিদায় বলে দিতেই হয়।
সংগৃহীত

বিদায় কখনো সুখের হয় না, কিন্তু বিদায় জানাতেই হবে, এটাই বাস্তবতা ।
সংগৃহীত

যদি কখনো বিদায় বেলা এসে যায়, তাহলে তা যেন হয় অতি সুখের বিদায় ।
কারণ কষ্টের বিদায় কখনো ভালো হয় না ।
সংগৃহীত

মানুষের অনুভূতিগুলি সর্বদা শুদ্ধ ও আলোকিত থাকে দুটি সময়- মিলনের সময় এবং বিদায়ের সময় ।
সংগৃহীত

শুরুর শিল্পটি সুন্দর তবে শেষের শিল্পটি আরও দুর্দান্ত ।
সংগৃহীত

সম্পর্কের শুরু হয় স্বপ্ন দিয়ে, আর সম্পর্কের শেষ হয় দুঃস্বপ্ন দিয়ে ।
সংগৃহীত

ঢেঁকি যেমন স্বর্গেও ঢেঁকি তেমনি ইংরেজ সর্বত্রই খাড়া ইংরেজি
রবীন্দ্রনাথ ঠাকুর

সাহায্যে জনের কত মরুভূমি পারায় গত বালুচরে কত আখি ধরা ধরা এগো বর্ষের পরে আসিল ঈদ
কাজী নজরুল ইসলাম

বিদায় অনুষ্ঠানের কবিতা
বিদায় নিলাম বন্ধু এবার,
থেকো ভালো করে ,
পরীক্ষার পার্ট চুকিয়ে দিয়ে আসবো আবার ফিরে,
ভয়তো করে ফিরে এসে যদি অচেনা হয়ে পড়ি,
আবার নৌকা টলমল করে তীরে এসে যদি ভবের তরী ।

কান্না পুড়িয়ে যদি একাকিত্বের আগুনে,
নেভানো বড় দায় ,
যদি ভেসে আসে ভালোবাসা হারানোর সুর ,
বলে দিও তাকে বিদায়

হারিয়ে যাবে নাকি কোনদিন তোমাদের এই ভালোবাসা ।
মনের মাঝে রয়ে যাবে কত স্মৃতি কথা ।
এই স্মৃতি আগলে রেখে রয়েছে কত ভালোবাসা ।
মনের ভুলেও ভুলবো নাকো তোমাদেরও কথা।
আজকে যদিও বিদায় নিব । ভুলবো নাকো কভু ,
স্মৃতিগুলো সব রেখে গেলাম দূর হতে বহুদূর ।

বিদায় অনুষ্ঠানের স্ট্যাটাস

এখন আমি আমার পোস্টের মাধ্যমে বিদায় অনুষ্ঠানের স্ট্যাটাস তুলে ধরব। অনেকেই আছেন বিদায় অনুষ্ঠানের স্ট্যাটাস গুলো পাওয়ার জন্য গুগলে সার্চ করে থাকেন । আশা করছি আপনারা আমাদের পোষ্টের মাধ্যমে খুব সহজেই বিদায় অনুষ্ঠানের সকল স্ট্যাটাস পেয়ে যাবেন । আর সকল বন্ধুকে এই স্ট্যাটাস গুলো শেয়ার করতে পারবেন । তাহলে আসুন জেনে নেয়া যাক বিদায় অনুষ্ঠানের স্ট্যাটাস সম্পর্কে বিস্তারিত সকল তথ্য ।

মনের পশুরে কর জবাই পশুরাও বাঁচে বাঁচে সবাই কসাইয়ের আবার কোরবানি আমাদের নয় তোদের ঈদ বীর সুত যারা হল শহীদ আমর যাদের বীরবানী
কাজী নজরুল ইসলাম

এল এ দুনিয়ার নরমাল হেলালের ইঙ্গিত করে সব চঞ্চল
কাজী আকরাম হোসেন

জীবনের দুটি কঠিন সময় হলোঃ প্রথমবারের জন্য হ্যালো এবং শেষবারের জন্য বিদায় ।
সংগৃহীত

কেঁদো না, কারণ এটা শেষ হয়ে গেছে, হাসো কারণ এতা ঘটে গেছে ।
সংগৃহীত

আপনি যদি বিদায় জানাতে যথেষ্ট সাহসী হন তবে জীবন আপনাকে নতুন কিছু দিয়ে পুরস্কৃত করবে
সংগৃহীত

বিদায় যদিও কষ্টের, তারপরও সবকিছুকেই একদিন বিদায় দিতে হয় ।
সংগৃহীত

আবেগ নয় ভালোবাসা দিয়েই জয় করতে হবে প্রতিটি বন্ধুর মনকে
সংগৃহীত

স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় যতগুলো বন্ধু হবে
সকলের কাছ থেকে তোমাকে বিদায় নিতে হবে।
সংগৃহীত

তুমি যেখানেই থাকো না কেন তোমার এই কলেজ জীবনের ভালোবাসা কেউ মনে রাখবে।
সংগৃহীত

ধর্মীয় জ্ঞানের স্বাধীনতা জীবনের বড় উত্থাপনা।
সংগৃহীত

বিদায় অনুষ্ঠানের ছন্দ
বিদাই আজকে নিতেই হবে যতই কষ্ট হোক ।
বিদায়ের এই দিনে সুখের আনন্দ বউক ।
পড়ে আছে কত স্মৃতি এই স্কুল/ কলেজের মাঝে সব স্মৃতি রেখে গেলাম সকলের তরে ।
এই স্মৃতি ভোলার নয় গো কভু জীবনের তরে ।
তত জ্বালার মাঝে যারা ভালবেসেছে মোদের সম্মান জানাই তাদের প্রতি সকল ছাত্রদের পক্ষে ।
বেঁচে থাকুক এই ভালোবাসা সকল শিক্ষকদের মাঝে ।

সম্মানের সহিত জানাই আমরা সালাম ও আদাব ।
মোদের মাঝে জ্বালিয়ে দিলেন শিক্ষার আলো প্রদীপ ।
গুছিয়ে দিলেন মোদের জীবনের নিরক্ষতার কালো ।
এবার মোরা বিদায় নেব রাখিবেন মোদের মানে ।
কভু মোরা ফিরে এলে ঠাই দিবেন চরণে ।
আমরা এবার চলে গেলে করবে না কেউ জ্বালাতন ।
চোখের জলে বিদায় নিব আমরা ছাত্রগণ ।

সর্বশেষ কথা,

আমি আমার পোষ্টের মাধ্যমে বিদায় অনুষ্ঠানের স্ট্যাটাস, উক্তি, ছন্দ ও কবিতা তুলে ধরেছি।আপনারা যারা বিদায় অনুষ্ঠানের স্ট্যাটাস, উক্তি ছন্দ ও কবিতা পেতে চান তারা আমাদের সম্পূর্ণ পোস্টটি পরুন । আশা করছি তাহলে আপনারা আমাদের আজকের এই পোস্টটি থেকে উপকৃত হতে পারবেন । এ ধরনের আরো পোস্ট পেতে আমাদের ওয়েবসাইটের সাথেই থাকুন ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।