বৃষ্টি নিয়ে রোমান্টিক কবিতা | বৃষ্টি নিয়ে কবিতা

হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম । আশা করি আপনারা সবাই ভাল আছেন । আজকে আমি আমার পোস্টের মাধ্যমে বৃষ্টি নিয়ে রোমান্টিক কিছু কবিতা তুলে ধরবো । বাংলাদেশ ষড়ঋতুর দেশ । মোট ছয়টি ঋতুতে ভাগ করা হয়েছে ।গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত এই ছয়টি হচ্ছে বাংলাদেশের । বর্ষাকাল আসলেই  বাংলাদেশ এ মুষলধারে বৃষ্টি হওয়া শুরু করে । বৃষ্টি ভালো লাগে না এমন মানুষ খুব কমই রয়েছে । বিশেষ করে যারা প্রেম করে বৃষ্টির দিন আসলেই তাদের অনুভূতি আরো বেশি জাগ্রত হয়ে যায় । তাদের প্রেমিকার কথা মনে পড়ে । মনে পড়ে বৃষ্টিতে ভিজে প্রেমিকার বাড়ির সামনে দাঁড়ানো । স্কুল থেকে পালিয়ে যাওয়ার সময় বৃষ্টিতে ভেজা । সেটা বৃষ্টির দিন আসলেই বেশি মনে পড়ে ।

বৃষ্টির দিনে অন্ধকার ঘরে লুকিয়ে লুকিয়ে প্রেমিকার সাথে ফোনে কথা বলে । কতইনা সুন্দরতম দিনগুলি । শুধুমাত্র বৃষ্টি আসলেই সেই অনুভূতিগুলো প্রকাশ পায় । তাইতো বৃষ্টি ভালো লাগে না এমন মানুষ খুঁজে পাওয়া দায় । অনেকেই আছে বৃষ্টি নিয়ে রোমান্টিক কিছু কবিতা জানার জন্য গুগলে সার্চ করে থাকেন । তাই তাদের কথা চিন্তা করে আজকে আমি আমার এই পোস্টটি সাজিয়েছি । আপনারা যেন খুব সহজেই বৃষ্টি নিয়ে এই রোমান্টিক কবিতা গুলো পেয়ে যান । তাই  আসুন জেনে নেয়া যাক বৃষ্টি নিয়ে  রোমান্টিক কিছু কবিতা ।

বৃষ্টি নিয়ে রোমান্টিক কবিতা

কে না চায় বৃষ্টির দিন আসলে তাদের প্রেমিকাকে রোমান্টিক কিছু কবিতা লিখতে । কিন্তু চাইলেই তো সবার মনে সে কবিতা গুলি  আসবে না । তাই বলে কি আপনার প্রেমিকাকে বৃষ্টির দিনের কবিতা গুলি দেওয়া বন্ধ করবেন । তাই আপনাদের কথা চিন্তা করে আজকে আমি আমার পড়তে মাধ্যমিক বৃষ্টির দিনের রোমান্টিক কিছু কবিতা আমি আমার পোষ্টের মাধ্যমে তুলে ধরব । অনেকেই আছেন যারা google বৃষ্টির দিনের রোমান্টিক কবিতাগুলো খুঁজে বেড়াচ্ছেন আশা করছি তারা খুব সহজেই আমাদের পোস্টের মাধ্যমে সে কবিতাগুলি পেয়ে যাবেন । আর আপনার মনের মানুষকে সুন্দর সুন্দর বৃষ্টির দিনের রোমান্টিক কবিতা গুলি উপহার দিতে পারবেন । তাহলে আসুন জেনে নেয়া যাক বৃষ্টির দিনের কিছু রোমান্টিক কবিতা সম্পর্কে ।

বৃষ্টি নিয়ে কবিতা

বৃষ্টি হলে খবর দিস
হাঁটবো দু’জন একটি ছাতায়,
খালি পায়ে শহর ঘুরে,
বৃষ্টি ভেজা প্রেমের গল্প,
লিখে রাখব ডায়রির পাতায়।

বাইরে বৃষ্টি ভেতরে বৃষ্টি
ভেজা ভেজা মন।
মনের দুয়ারে চোখের কিনারে
তুই সারাক্ষন।”

আবার যদি বৃষ্টি নামে,
আমিই তোমার প্রথম হবো।
লেপ্টে যাওয়া শাড়ির মতো
অঙ্গে তোমার জড়িয়ে রবো।

শহর জুড়ে বৃষ্টি নামুক,
তুমি খুঁজে নিও ঠাঁই।
প্রতিটি বৃষ্টির কণায় লেখা থাকুক,
আমি তোমাকে চাই।

বৃষ্টি মানে জলের দেশে ভেলায় করে ভাসা,
দূর আকাশের রামধনুটা ছুয়ে দেখার আশা।
মাটির চুলোয় ডাব-খিচুড়ি, বেগুন ভাজার সাথে,
কাঁদার ভিতর গড়াগড়ি, ফুটবলে তে মাতে।

বৃষ্টি মানে বইপ্রেমিরা বইয়ে ডোবে; কফির মগ হাতে,
সোডিয়াম বাতি অনর্থক শহুরে এমন রাতে।
শতরঞ্জির খেলায় মাতে ছেলেবুড়োর দল,
বৃষ্টিভেজা হওয়ার জন্যে হাজার রকম ছল।

ঝমঝমিয়ে বৃষ্টি আসে,
দাঁড়িয়ে আছি তোমার পাশে,
তোমার সাথে ভিজছি বেশ
এ যেন এক নতুন আবেশ।

নীল আকাশ মেঘলা হলো,
নামবে হয়ত বৃষ্টি
আমার কথা পড়লে মনে,
জানালায় রেখো দৃষ্টি।

মেঘ তোর সঙ্গে যাবো,
হাওয়ায় ভেসে শীল কুরাবো।
মেঘ তোর সঙ্গে যাবো,
ঠান্ডা হাওয়ায় প্রাণ জুরাবো।

বৃষ্টিতে যখন তোমার সোশ্যাল স্ট্যাটাস এর ভীড়ে বারে।
ফুটপাতবাসী তখন বৃষ্টি থামার প্রার্থনা করে।

বৃষ্টি পড়ছে টুপটাপ
বারান্দায় বসে চুপচাপ
ভেজা কাকটা ডানা
ঝাপটায় ঝুপঝাপ
অতীতের স্মৃতিগুলো
মাথায় খায় ঘুরাপক।

টিপ টিপ বৃষ্টি পরে।
একা বসে আছি ঘরে।
তুমি আছো কেমন করে।
জানাও আমায় SMS করে।
তোমার কথা মনে করে।
মেসেজ দিলাম সেন্ড করে।

এই বৃষ্টির নেশা তে,
চাই মন হারা তে।
সব সীমা ছাড়িয়ে,
মন চাই শুধু তোমাকে।

সর্বশেষ কথা,

 আমি আমার পোষ্টের মাধ্যমে বৃষ্টি নিয়ে রোমান্টিক কিছু কবিতা তুলে ধরেছি । বিভিন্ন  জন কবি বিভিন্ন ধরনের   বৃষ্টির দিন নিয়ে রোমান্টিক কবিতা লিখে গেছেন । তাদের লেখা কবিতা গুলি আমি আমার পোস্টের মাধ্যমে তুলে ধরেছি । আপনারা যারা আপনাদের প্রেমিকাকে বৃষ্টির দিনের রোমান্টিক কবিতা গুলি দিতে চান আশা করছি তারা আমাদের আজকের এই  পোস্টটির মাধ্যমে উপকৃত হতে পারবেন । তাহলে আসুন জেনে নেয়া যাক বৃষ্টির দিন নিয়ে রোমান্টিক কবিতা গুলি সম্পর্কে বিস্তারিত সকল তথ্য । এধরনের আরো পোস্ট পেতে আমাদের ওয়েবসাইটের সাথেই থাকুন । আমাদের ওয়েবসাইটে পরিদর্শন করার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।