প্রথম সন্তানকে নিয়ে ফেসবুক স্ট্যাটাস, উক্তি, ক্যাপশন ও কবিতা
হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম । আশা করি আপনারা সবাই ভাল আছেন । আজকে আমি আমার পোষ্টের মাধ্যমে প্রথম সন্তান নিয়ে উক্তি, স্ট্যাটাস, ক্যাপশনও কবিতা তুলে ধরবো । একজন পিতা মাতার জন্য সন্তান হচ্ছে একটি নিয়ামত । একজন মা হওয়া একটি মহিলার জন্য খুবই গর্বের বিষয় । কারণ মা হতে না পারা যে কতটা কষ্টকর যে সকল মহিলার বাচ্চা নেই তারাই বুঝে । যাদের বাচ্চা নেই তাদের পরিবারের কাছে সর্বদাই ছোট হতে হয় কিন্তু এখানে তাদের কোন হাত নেই । মহান রাব্বুল আলামিন যাকে খুশি বাচ্চাদের যাকে খুশি দেন না কিন্তু প্রত্যেক ক্ষেত্রেই আপনাকে তার শুকরিয়া আদায় করতে হবে ।
কারণ এ বিষয়ে মানুষের কোন হাত থাকে না । আরেকজন মা যখন প্রথম সন্তান জন্ম দেয় তখন তার অনুভূতি হয় অনেক সুন্দর । কারণ পৃথিবীর মধ্যে তখন তিনি সব চাইতে সুখী ব্যক্তি । দেখবেন যে সকল মহিলারা প্রথম মা হয় তখন তাদের গর্ভধারণের কথা শুনে পরিবারের সকল মানুষ তার সাথে ভালো ব্যবহার করে ভালোমতো চলার উপদেশ দেয় খাবার দাবারের প্রতি খেয়াল রাখে । মনে হয় এক টুকরো জান্নাতে সে রয়েছে ।
তার মত সুখী ব্যক্তি আর কেউ নেই । আর তা হবেই না বা কেন কারণ পৃথিবীর সবচাইতে বড় নেয়ামতটুকুই যে তার পেটে । তাই আজকে আমি আমার পোষ্টের মাধ্যমে প্রথম সন্তানকে নিয়ে স্ট্যাটাস, উক্তি, ক্যাপশন ও কবিতা তুলে ধরবো । আশা করছি আপনারা আমাদের আজকের এই পোস্টের মাধ্যমে এ বিষয়গুলো সম্পর্কে জানতে পারবেন ।
প্রথম সন্তান নিয়ে ফেসবুক স্ট্যাটাস
প্রথম সন্তান সেটা ছেলে বা মেয়ে যাই হোক না কেন তা একজন মেয়ের জন্য গর্বের বিষয় । কারণ একজন সন্তান ছাড়া একজন মায়ের কোন মূল্য নেই । সমাজে অনেক মহিলা আছেন যাদের বাচ্চা নেই তাদেরকে সমাজে মানুষের কাছ থেকে নানা ধরনের কথা শুনতে হয় । কিন্তু এতে করে সেই মহিলার কোন কিছুই করার নেই এই সমস্যা একজন পুরুষেরও থাকতে পারে । তাই আপনারা এ ধরনের সমস্যা দেখা দিলে ডাক্তারের পরামর্শ নিবেন এবং আল্লাহ তায়ালার শুকরিয়া আদায় করবেন । কারণ আল্লাহ তায়ালা না চাইলে কোন কিছুই সম্ভব নয় ।
আর মহান আল্লাহতালা আপনাকে যে নেয়ামতি দান করবেন না কেন তাতেই আপনাকে খুশি থাকতে হবে । ছেলে অথবা মেয়ে সন্তান হোক না কেন তাতেই মহান রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করবেন । অনেকেই আছে অনেক সময় নারাজ হয়ে থাকে কিন্তু এটা করা ঠিক না । মহান রাব্বুল আলামিন আপনার জন্য যেটা মঙ্গল সেটাই আপনাকে দান করেছেন । তাইতো অনেকেই আছেন যারা ফেসবুকে অথবা টুইটারে প্রথম সন্তানকে নিয়ে স্ট্যাটাস তুলে ধরতে চায় । আশা করছি তারা আমাদের আজকের এই পোস্টটির মাধ্যমে উপকৃত হতে পারবেন ।
- আপনার সন্তান আপনাদের শিক্ষার্থী বেশি আপনাকে দেখে শিখি, তাই আপনাকে সর্বদা ভালো কাজ করার চেষ্টা করতে হবে
- প্রথম সন্তানকে সবার কাছে আদরের হয়
- প্রথম সন্তানকে সর্বদা ভালো করার চেষ্টা করবেন দেখবেন বাকি সন্তানেরাও অনেক ভালো হয়ে গেছে
- মা বাবার কাছে প্রত্যেক সন্তান নই সমান
- মা বাবার মতো আরা আপন পৃথিবীতে কেউ হয়না
- প্রথম সন্তানকে নিয়ে প্রত্যেক মা বাবা অনেক স্বপ্ন দেখে থাকে
- প্রথম সন্তানকে লক্ষ করে বাকি সন্তানেরা বড় হয়ে ওঠে
- মানুষের মতো মানুষ হতে পারে একটি সন্তানই যথেষ্ট
- প্রথম সন্তান মা-বাবার কাছে শ্রেষ্ঠতম নিয়ামত
- ছেলে মেয়ে যতই বড় হোক না কেন বাবা-মার কাছে সারাজীবনের ছোট থেকেই যায়
- প্রথম সন্তান ছেলে বা মেয়ে যাই হোক না কেন সবাই খুশি থাকে
- নারীর কাছে সন্তান প্রসব এক তৃপ্তিদায়ক শান্তি
প্রথম সন্তান নিয়ে উক্তি
আপনি কি প্রথম সন্তান নিয়ে উক্তি সম্পর্কে জানার জন্য এসেছেন । তাহলে আমাদের আজকের এই পোস্টে আপনাকে স্বাগতম । বিবাহিত জীবনে সবচেয়ে সুখের মুহূর্ত হচ্ছে প্রথম সন্তান হওয়া । যখন আপনার একটি সন্তান হবে তখন দেখবেন পৃথিবী সবচেয়ে বেশি সার্থকতা আপনার জীবনে চলে এসেছে । কারণ একদিন আপনি পৃথিবীতে থাকবেন না কিন্তু আপনার সন্তান সন্তানাদি আপনার জন্য দোয়া করব । তাই পৃথিবীতে নেয়ামত হিসেবে মহান আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দান করে থাকেন । এই সন্তান নিয়ে অনেকে নানান ধরনের উক্তি করে গেছেন । তাদের করা উক্তিগুলো আজকে আমি আমার পোষ্টের মাধ্যমে তুলে ধরবো । আসুন জেনে নেয়া যাক প্রথম সন্তান নিয়ে উক্তি সম্পর্কে ।
আমাদের সন্তানের সুন্দর আগামীর জন্য, আমাদের বর্তমানকে ত্যাগ করতে হবে।
এ পি জে আবুল কালাম আজাদ
সন্তানদের শেখানো উচিত কীভাবে চিন্তা করতে হয়, কি চিন্তা করবে সেটা নয়।
মার্গারেট মেড।
বাবা হওয়াটা গর্বের বিষয় সকল বাবা হওয়াটা আরো বেশি গর্বের বিষয়
সংগৃহীত
একশত মূর্খ সন্তানের চেয়ে একজন গুণী সন্তান বরং ভালো। একটি চন্দ্র যতটা অন্ধকার দূর করে, সকল তারা মিলেও তা পারে না।
চাণক্য
সন্তান হলো প্রভুর দেওয়া উপহারস্বরুপ।
বাইবেল
প্রথম সন্তান জন্মদানের গল্প
আজকে আমি আমার জীবনের প্রথম সন্তানের জনদানের গল্প তুলে ধরলাম । জীবনে মা না হলে কখনোই মা-বাবার কষ্ট বোঝা যায় না । আর পৃথিবীতে সবচেয়ে সুখের মুহূর্ত হলো প্রথম সন্তান পৃথিবীতে আসা । কারণ একজন মহিলা যদি মা হতে না পারে তাহলে সমাজে কারো কাছে ঠিকমতো দাম পায় না । পৃথিবীতে তখন আপনি একা হয়ে পড়বেন কেউ আপনাকে তেমন মূল্যায়ন করবে না । যখন আমার পেটে প্রথম সন্তান আসে তখন পরিবারের সফল মানুষেই আমার সাথে খুব ভালো ব্যবহার করা শুরু করে । কেউ তখন আমাকে কোন ধরনের কাজকর্ম করতে দেয় না । খাবার-দাবারের প্রতি খুব সচেতন হয়ে যায় । সকল কাজে সবাই হেল্প করে । কোন ধরনের ভারী কাজও করতে দেয় না । একটু পরপরই সকলেই খেয়াল রাখে । সেই সময়টা আমি কখনোই ভুলতে পারবো না । কারণ ওই সময় আমার পৃথিবী সর্ব শ্রেষ্ঠ একটি সময়ে গেছে । যা আমার মনে সারা জীবন থাকবে ।
সর্বশেষ কথা,
আমি আমার পোষ্টের মাধ্যমে প্রথম সন্তান নিয়ে স্ট্যাটাস উক্তি ও ক্যাপশন তুলে ধরেছি । আপনারা যারা প্রথম সন্তান নিয়ে এ বিষয়গুলো সম্পর্কে জানতে চান তারা আমাদের সম্পূর্ণ পোস্টটি পড়ুন । আশা করছি তাহলে আপনারা আমাদের পোস্টের মাধ্যমে উপকৃত হতে পারবেন । এ ধরনের আরো পোস্ট পেতে আমাদের ওয়েবসাইটের সাথেই থাকুন । আমাদের ওয়েবসাইটে পরিদর্শন করার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ ।