বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে শিক্ষকের বক্তব্য | বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য
হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম । আশা করি আপনারা সবাই ভাল আছেন । আজকে আমি আমার পোষ্টের মাধ্যমে শিক্ষার্থীদের উদ্দেশ্যে শিক্ষকের বক্তব্য তুলে ধরব । যখন কোন শিক্ষার্থী স্কুল থেকে বিদায় নেন সেই বিদায় অনুষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীদের উদ্দেশ্যে কিছু বক্তব্য পেশ করেন । একজন শিক্ষক যখন তার শিক্ষার্থীকে বিদায় দেন তখন সে শিক্ষকের উচিত শেষ জ্ঞানটুকু তাদের বিতরণ করা তাদের মনে সাহস যোগানো । শিক্ষকের শেষ সাহস টুকু শিক্ষার্থীদের মধ্যে জাগিয়ে তোলা উচিত যেন তারা তাদের ভবিষ্যতে আরো ভালোভাবে এগিয়ে যেতে পারে সকলে যেন তাদের পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারে ।
সাধারণত শিক্ষার্থীরা যখন এ ধরনের সাহস শিক্ষকের কাছ থেকে পায় তখন তারা আরো বেশি সাহসী এবং তাদের এগিয়ে যাওয়ার প্রবণতা আরো বৃদ্ধি পায় । আর প্রত্যেক শিক্ষকেরই উচিত তাদের ছাত্র-ছাত্রীদের উৎসাহিত করা । একজন শিক্ষক তাদের শিক্ষার্থীদের উদ্দেশ্যে কিভাবে বক্তব্য দিবে সে বক্তব্য এখন আমি আমার পোস্টের মাধ্যমে তুলে ধরব। আশা করি এভাবে বক্তব্য দিলে একজন শিক্ষকের বক্তব্য আরো প্রাণবন্ত হবে । তাহলে আসুন জেনে নেয়া যাক শিক্ষার্থীদের উদ্দেশ্যে শিক্ষকের বিদায়ের বক্তব্য সম্পর্কে বিস্তারিত সকল তথ্য ।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে শিক্ষকের বক্তব্য
প্রিয় শিক্ষার্থীবৃন্দ,
আজ তোমাদের এই বিদায় অনুষ্টানে আপনাদের সবাইকে জানাই আমার অন্তরের অন্তরস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা , অভিনন্দন ও ভালবাসা । বিগত কয়েক বছর আগে তোমরা এই স্কুল প্রাঙ্গণে তোমরা নতুন শিক্ষার্থী হিসাবে যোগ দিয়েছিলে । তখন তোমাদের সেই রকম কোন জ্ঞান ছিল না ক্লাস 1 থেকে 5 পর্যন্ত হলে, তোমরা ছিলে শিশু । আজ তোমরা একটু হলেও বুঝো তোমরা আজ এই বিদ্যালয় থেকে বিদায় নিচ্ছ ।
তোমাদের এই স্কুল নতুন জিবনের এক সূচনা । এই স্কুলে তোমরা জ্ঞান অর্জন করেছ । এই বিদ্যালয়ে তমরা শিখেছ কিভাবে সঠিক চিন্তাভাবনা করতে হয়, কিভাবে সমাধান খুঁজে পেতে হয় , কিভাবে একজন সমাজে সৎ মানুষ হাওয়া যায় । কিভাবে মানুষের সাথে মানুষের সাথে ভাল ব্যবহার করে চলতে হয় এছাড়াও আপনি কিছু বাড়িয়ে বলতে পারেন
এই স্কুল তোমাদের অনেক কিছু দিয়েছে । এই স্কুল জীবন তোমাদের সুন্দর ভবিষ্যতের পথে এগিয়ে যেতে সাহায্য করবে ।
তোমাদের উপর আমাদের বিশ্বাস আছে , আমরা জানি তোমরা তোমাদের জিবনে অনেক কিছু অর্জন করবে , আমাদের সেই বিশ্বাসটা আছে । আমাদের সকল শিক্ষদের পক্ষ থেকে জানাই আবারও শুভকামনা ।
আজ থেকে তোমরা এই বিদ্যালয় থেকে বিদায় নিচ্ছ , এই বিদ্যালয়কে কখনও ভূল্বে না , কারন এই বিদ্যালয় তোমাদের জিবনে স্মৃতি হয়ে থাকবে সারা জীবন ।
তোমাদের সবার জন্য রইল আবারও আমাদের দোয়া ও অভিনন্দন ।
ধন্যবাদ ।
জীবনের সাধ এবং দয়ালু হওয়ার চেষ্টা করো ।
নিজের লক্ষ্য অর্জন করছি যতই পরিশ্রম করতে হোক না কেন কর । তবুও লক্ষ্যে পৌঁছাতে হবে ।
তোমাদের জীবনের নতুন কিছু শিখতে ভয় পেয়ো না । ভয় পেলে তুমি কোন কিছুই জয় করতে পারবে না । বুকে সাহস রাখো ।
জীবনে সব সময় ইতিবাচক মনোভাব রাখো ।
ছাত্রদের বিদায় অনুষ্ঠানে শিক্ষকের বক্তব্য
প্রিয় শিক্ষার্থীবৃন্দ,
এই প্রতিষ্ঠানে তোমাদের যেতে মধুর অনেকগুলো দিন কেটেছে। তোমাদের পদভারে এই প্রাঙ্গণ ছিল মুখরিত। কঠোর অধ্যবসায়, নিরলস শ্রম আন্তরিক আগ্রহের নিজেদের আলোকিত মানুষ হিসেবে গড়ার সাধনার তোমরা সর্বদাই সচেষ্ট ছিলে, আজ ভবিষ্যতের সিঁড়িতে তোমরা যখন প্রজ্ঞার ছায়া ফেলতে চাচ্ছো তখনই বলি
এই প্রতিষ্ঠানের স্মৃতিময় দিনগুলো আর প্রিয় শিক্ষক- শিক্ষিকাদের ঐকান্তিক অবদানের কথা যেন তোমরা ভুলে না যাও।এই বিদ্যানিকেতনের অভিজ্ঞতা ও ঐতিহ্য যেন হয় তোমাদের ভবিষ্যৎ গড়ে তোলার প্রেরণা। তোমাদের সাথে আমাদের প্রীত্রিময় বন্ধন যেন অটুক থাকে আজীবন।
হে আলোর পথের যাত্রীরা, তোমরা দেশের আগামী দিনের কর্ণধার। তোমাদের অভিজ্ঞতা, অধ্যবসায় ও কর্তব্য নিষ্ঠা, সংযত আচরণ ,বিনম্র মনেবৃত্তি,সুনির্দিষঠ লক্ষ্যাভিসার, গভীর পাঠানো রাগ তোমাদের দান করুক মহত্ত্বের চারিত্রিক সম্পদ। মনে রেখো, লাখো শহীদের রক্তের বিনিময়ে আমাদের এই দেশ স্বাধীনতা অর্জন। শহীদের রক্ত তোমরা বৃথা যেতে দিও না।
জাতি আজ প্রত্যাশা করে দুঃখ, দারিদ্র অন্ধকার ঘুছিয়ে তোমরা গড়ে তুলবে একটি সমৃদ্ধ বাংলাদেশ। হে বন্ধুরা, প্রত্যেক মানুষের অবশ্য কর্তব্য হলো শিক্ষা গ্রহণ করা। প্রত্যক্ষ মানুষের অবশ্য কর্তব্য হলো শিক্ষা গ্রহণ করা। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জ্ঞান অর্জন করতে হয়। অর্জিত জ্ঞানী সত্যি কারের জ্ঞান। পুস্তক সহায়ক শক্তিমাত্র। বিদ্যালয়ে আসে সবাই, আবার চলে যাবে সবাই। জীবনের এই নব দিগন্তরের উদ্দেশ্য তোমাদের এই অভিযাত্রা তোমাদের সামনে সোনালী দিন বয়ে আনুক।সকলের প্রতি রইল দোয়া ও শুভকামনা
সর্বশেষ কথা,
আমি যে বক্তব্যগুলো তুলে ধরেছি তাই একজন শিক্ষার্থীর জীবনকে আলোকিত করতে পারে । মনের মাঝে আরো যে সকল ভালো চিন্তাভাবনা রয়েছে তা সবকিছু শিক্ষার্থীদের মাঝে বিলিয়ে দিতে পারেন যেন তারা ভবিষ্যতে তাদের জীবনকে আরো আলোকিত করতে পারে ।একজন শিক্ষকএকজন শিক্ষার্থীর জন্য আদর্শ তাই আপনি আপনার সবটুকু দিয়ে তাদের জন্য শুভকামনা করবেন যেন তারা আগামীতে ভালভাবে নিজের জীবনকে সুন্দরভাবে গড়ে তুলতে পারে ।কারন আপনাদের দেওয়া উপদেশগুলো তারা সারা জীবন মেনে চলবে। এ ধরনের আরো পোস্ট পেতে আমাদের ওয়েবসাইটে সাথেই থাকুন ।আমাদের ওয়েবসাইটে পরিদর্শন করার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ ।