জনপ্রিয় বাংলা গজল রমজানের গজল রমজান 2024

 জনপ্রিয় বাংলা গজল রমজানের গজল রমজান 2024 ইসলামিক গান সংগীত আমরা বাংলাদেশের অধিবাসী আমাদের প্রধান ধর্ম হল ইসলাম  | আমাদের  ইসলাম ধর্মে মহান আল্লাহ তায়ালা গান-বাজনা কে করেছে হারাম, কিন্তু তিনি আমাদের মনের বিনোদনের জন্যও একটি সুব্যবস্থা করেছেন সেটা হল ইসলামিক গান, গজল, নাত ইত্যাদি জাতীয় | শুধু যে গান-বাজনা ঢোল ঢাক পিটিয়েই মনের বিনোদন আনা যায় তা কিন্তু নয় কিছু কিছু ক্ষেত্রে গজল কোরআন তেলোয়াত ইত্যাদির মাধ্যমেও আমরা আমাদের মনকে শীতল করতে পারি এবং বিনোদন দিতে পারি যার কারণে গজলের টি অন্যতম মাধ্যম এবং হালাল পন্থা তাই আমরা নিজেকে বিনোদন দেওয়ার জন্য হারাম গান-বাজনা কে পরিত্যাগ করে গজল গাওয়ার অভ্যাস গড়ে তুলবো আজকে আমি আপনাদের জন্য এরকম দশটি জনপ্রিয় গজল এর লিরিক্স এই আর্টিকেলে দেওয়ার চেষ্টা করব আশা করি আপনাদের সবার ভালো লাগবে এবং সবাই গান বাজনা কে পরিহার করে হালাল গজল ইসলামিক সংগীত কোরআন তেলাওয়াত এক কথা ইসলামের দিকে ফিরে আসবেন | 

 জনপ্রিয় কয়েকটি গজলের লিরিক্স ;

{1}

 দুনিয়া সুন্দর মানুষ সুন্দর

আসমান সুন্দর জমিন সুন্দর

সুন্দরে সুন্দরে পাল্লা…

জানিনা কত সুন্দর  তুমি আল্লাহ।

জানিনা কত সুন্দর তুমি আল্লাহ।

দুনিয়া সুন্দর মানুষ সুন্দর

আসমান সুন্দর জমিন সুন্দর

সুন্দরে সুন্দরে পাল্লা…

জানিনা কত সুন্দর তুমি আল্লাহ।

জানিনা কত সুন্দর তুমি আল্লাহ।

ঝর্ণা ছুটে চলে একেবেকে

পৃথিবীর পথে কত ছবি একে

ঝর্ণা ছুটে চলে একেবেকে

পৃথিবীর পথে কত ছবি একে

নদীরও কলতানে

সাগরের গর্জনে।

নদীরও কলতানে

সাগরের গর্জনে।

ঢেউয়ে ঢেউয়ে দেয় পাল্লা…

জানিনা কত সুন্দর তুমি আল্লাহ।

জানিনা কত সুন্দর তুমি আল্লাহ।

দুনিয়া সুন্দর মানুষ সুন্দর

আসমান সুন্দর জমিন সুন্দর

সুন্দরে সুন্দরে পাল্লা…

জানিনা কত সুন্দর তুমি আল্লাহ।

জানিনা কত সুন্দর তুমি আল্লাহ।

বাগানে ফুঠে ফুল রাশি রাশি

রাতেরই তাঁরা ভরা চাদের হাসি।

বাগানে ফুঠে ফুল রাশি রাশি

রাতেরই তাঁরা ভরা চাদের হাসি

গুন গুন গানে ঢেকে

মৌমাচি মধু চাকে।

গুন গুন গানে ঢেকে

মৌমাচি মধু চাকে।

ফুলে ফুলে করে হল্লা…

 

জানিনা কত সুন্দর তুমি আল্লাহ।

জানিনা কত সুন্দর তুমি আল্লাহ।

দুনিয়া সুন্দর মানুষ সুন্দর

আসমান সুন্দর জমিন সুন্দর

সুন্দরে সুন্দরে পাল্লা…

জানিনা কত সুন্দর তুমি আল্লাহ।

জানিনা কত সুন্দর তুমি আল্লাহ।

দক্ষিনা বাতাস গায়ে পরশ বুলিয়ে

তার টানে পাল তুলে নৌকা চলে

দক্ষিনা বাতাস গায়ে পরশ বুলিয়ে

তার টানে পাল তুলে নৌকা চলে

তোমারি নামে মনে

ভাটিয়ালি সুরের তানে

তোমারি নামে মনে

ভাটিয়ালি সুরের তানে

দাড় টেনে যায় মাঝি মাল্লা…

জানিনা কত সুন্দর তুমি আল্লাহ।

জানিনা কত সুন্দর তুমি আল্লাহ।

দুনিয়া সুন্দর মানুষ সুন্দর

আসমান সুন্দর জমিন সুন্দর

সুন্দরে সুন্দরে পাল্লা…

জানিনা কত সুন্দর তুমি আল্লাহ।

জানিনা কত সুন্দর তুমি আল্লাহ।

জানিনা কত সুন্দর তুমি আল্লাহ।

জানিনা কত সুন্দর তুমি আল্লাহ।

 

{2}

আহালান, সাহালান, এলো শারু রমাদান

তিমির জগত বুকে, আবার এলো যে ফিরে
মাগফিরাতের আওবান
রুপার চাঁদের ডোরে, রাতের প্রদীপ গুলো
গেয়ে যায় নাজাতের গান[ ২] 

এসো, হে পথ হারা, দাও ডাকে শারা
রহমের ছায়া নীড়ে।
নাজাতের বাণী নিয়ে, রমাদান এলো ফীরে
এলো ফীরে
রমাদান এলো ফীরে

ঈমানের রঙ দিয়ে রাঙবে আবার
আঁধার দিলের বাগান
ছেহেরী ও ইফতার আল্লাহ তালা
দিবেন অশেষ প্রতিদান

অবারিত রহমত, বেশুমার বারকাত – ২
রাখবে তোমায় ঘিরে
নাজাতের বাণী নিয়ে, রমাদান এলো ফীরে
এলো ফীরে
রমাদান এলো ফীরে

কুর-আনের পাক বাণী, ফুটবে মুখে
কানে তারাবির তেলোওয়াত
কদরের রাত ছুয়ে আসবে, ধরায়
নতুন এক সোনালী প্রভাত

রাখবে তোমায় ঘিরে, নাজাতের বানী নিয়ে – ২
রমদান এলো ফীরে
নাজাতের বাণী নিয়ে, রমাদান এলো ফীরে
এলো ফীরে
রমাদান এলো ফীরে

রমাদান এলো ফীরে

রমাদান এলো ফীরে

[3]রহমত নিয়ে এলো মাহে রমজান,
বরকত নিয়ে এলো মাহে রমজান-১
মাগফেরাত নিয়ে এলো মাহে রমজান ।
রমজান এলো তাই জাগলো এ প্রান- ৪

প্রভুর প্রেমে শিক্ত হবে এ হৃদয়
তার রহমের কোলে পাবে সবে আশ্রয়- ১
অতিতের সব ভুল হবে ক্ষমা,
প্রভুর ক্ষমার নেই উপমা-১
রোজায় পাবে মমিন জুট এহেছান।
রমজান এলো তাই জাগলো এ প্রান- ৪

রোজাদার সকলের দোওয়া পাবে,
প্রভুর ভালোবাসার ছুয়া পাবে -১
সেহেরী তারাবি ইফতারের পর,
শান্তি খুজে পাবে মনের ভিতর- ১
পাবে কদরের রাত্রী মহান
রমজান এলো তাই জাগলো এ প্রান- ৪

[4]মুবারাকবাদ,
মাহে রমজান,
মাহে রমজান,
মুবারাক রমজান।

আ আ আ আ… -১

বছর ঘুরে আসলো আবার
রহমতের উঠবে ফুল,
ক্বলবে ছড়াও নেকির নহর
সেই নহরে ফুটবে ফুল-১

তোর দিল করে নে নীল আসমান
উঠবে প্রেমের উঠবে চাঁদ।
“মোবারকবাদ, মোবারকবাদ
মাহে রমজান মোবারকবাদ-১

নাফার মানির অগ্নি শিখায়
পুড়বি কত পিছলে হায়,
মাগফিরাতের বৃষ্টি এলো
আয়রে মুমিন ভিজলে আয়-২

তোর চোখ ভেজালে ভিজবে হৃদয়
ভিজলে ক্ষমার সু-সংবাদ।

“মোবারকবাদ, মোবারকবাদ
মাহে রমজান মোবারকবাদ-১

আ আ আ আ আ আ আ ……..

কাঁন্নাকাটির জোয়ারে তুই
গভীর রাতে খোল দুয়ার,
সিয়াম হলো আল্লাহ তায়ালার
নিয়ামতের মূল দোয়া।

ডাক নাজাতে আসলে মূমিন
মুছবে আধার হাঁসবে মন,
বেহেস্তেরই হাওয়ায় দোলে
খোশবোতে তর ভাসবে মন-১

তুই কোরবানি দে মর্জি তোর
কোরআনই হেক দিল আবাদ।

“মোবারকবাদ, মোবারকবাদ
মাহে রমজান মোবারকবাদ-১

“মোবারকবাদ, মোবারকবাদ
মাহে রমজান মোবারকবাদ |

[4]অভিপ্রায়ে একটাই কামনা আমার

চাই শুধু এ জীবনে তোমারই দিদার

তুমি থাকো মনে প্রাণে আমাতে মিশে

আজীবন যাই তব খুব ভালোবেসে

তুমি আলোর জ্যোতি 

ঘোচাও আধার রাতি

সুরে সুরে নিত্য দিবস গাইছি তোমার না’ত 

কামলিওয়ালা দিও কাউসার পেয়ালা

সে আশায় মনের নেশায় গুনছি  প্রভাত

ক্বলবি ইয়া ক্বলবি ইয়া মুহাম্মাদ!!

 

আঁধারে ডুবে ছিল যবে এ পৃথিবী 

তুমি এসে সাজালে এই যে সবই

তুমি পথের দিশা 

প্রিয় আমার কান্ডারি 

তুমি ছাড়া এ জীবনে নেমে আসে রাত

ভাবিনা তুমি হীনা

গাহেনা হৃদ বীণা 

সে রাতের দীর্ঘশ্বাসে আসেনা যে প্রভাত

ক্বলবি ইয়া ক্বলবি ইয়া ক্বলবি মুহাম্মাদ!! 

 

পাথর বুকে দিলে ফোটাতে যে ফুল

তোমার ঘ্রাণে হল ধরা যে অতুল

শয়নে স্বপনে

তিমির রাতের গোপনে

আমাতে দেখা দিও ওগো আহমাদ

হাশর সেই দিবসে

আমায় সুপারিশে 

বাঁচিও এই পাপীকে আমার প্রেমাস্পদ

ক্বলবি ইয়া ক্বলবি ইয়া ক্বলবি মুহাম্মাদ!! 

[5]এমন মরন মাওলা তুমি কাওকে দিওনা
এমন মরন মাওলা তুমি কাওকে দিওনা

গুনা থেকে তোমার কাছে চাইতেছি পানাহ
সকল,গুনা থেকে তোমার কাছে চাইতেছি পানাহ।
এমন মরন মাওলা তুমি কাওকে দিওনা
এমন মরন মাওলা তুমি কাওকে দিওনা।

যে মরণ হওয়ার আগে ছাড়তে হবে ঘর
মরণের শুনলে কথা আপনরা হয় পর।
যে মরণ হওয়ার আগে চিকিৎসাও নাই
রেখে আমায় জেলখানাতে সব যাবে পালায়।
শেষ দেখাটা মা বাবা সন্তানেও দেখে না
মাবুদ, শেষ দেখাটা মা বাবা সন্তানেও দেখে না।

এমন মরন মাওলা তুমি কাওকে দিওনা
এমন মরন মাওলা তুমি কাওকে দিওনা।

যে মরণ লাশ হলে কেও চায় না গোছল দিতে
আসেনা ছেলে বাবার কফিন কাঁধে নিতে।
জানাজা দাফন কাফন ভাগ্যে জদিও হয়
মানবতার ফেরিওয়ালা সেথায় অসহায়।
এই পাপীদের কঠিন ইন্তেহানে ফেলো না
মালিক, এই পাপীদের কঠিন ইন্তেহানে ফেলো না।

এমন মরন মাওলা তুমি কাওকে দিওনা
এমন মরন মাওলা তুমি কাওকে দিওনা

গুনা থেকে তোমার কাছে চাইতেছি পানাহ
সকল, গুনা থেকে তোমার কাছে চাইতেছি পানাহ
এমন মরন মাওলা তুমি কাওকে দিওনা
এমন মরন মাওলা তুমি কাওকে দিওনা।

এমন মরন মাওলা তুমি কাওকে দিওনা

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।