রমজানের শুভেচ্ছা, উক্তি ও কবিতা

হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম । আশা করি আপনারা সবাই ভাল আছেন । আজকে আমি আমার পোস্টের মাধ্যমে রমজানের শুভেচ্ছা, উক্তি ও কবিতা তুলে ধরব। রমজান মাস হচ্ছে সিয়াম সাধনার মাস । এ মাসে মহান রাব্বুল আলামিন তার বান্দার জন্য অনেক বেশি বেশি নেকি দান করেন । কারণ এই মাসেই পবিত্র কুরআন নাযিল হয় । এই মাসটি প্রত্যেক মুসলমানের জন্য খুবই গুরুত্বপূর্ণ । এই মাটিতে মহান রাব্বুল আলামিন শয়তানকে শিকলে বন্দি করে রাখেন । আর সমস্ত দোজখের দরজা বন্ধ করে দেন । এই  মাসটিতে আমাদের বেশি বেশি ইবাদত করতে হবে।

কারণ মহান রাব্বুল আলামীন আমাদের সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য । আর এই মাসটি দ্বারা আমরা নিজের পাপ গুলো মহান রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইতে পারি । এই মাসের উসিলা করে যদি তিনি আমাদের ক্ষমা করেন তাহলে পরকালে আমরা জান্নাত পেতে পারি । আর প্রত্যেক মুসলমানের স্বপ্ন সে একদিন জান্নাতে যাবে । কিন্তু জান্নাতে যেতে হলে অবশ্যই তার কাজ করতে হবে । তাইতো রমজান মাস কি মুসলমানদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি মাস ।

তাই অনেকেই রমজান মাস নিয়ে উক্তি, কবিতা অনলাইনে খোঁজাখুঁজি করে তারা ফেসবুকে এ বিষয়ে শেয়ার করার জন্য । আপনারা যারা রমজান মাস নিয়ে  উক্তি ও কবিতা  গুগলে সার্চ করতেছেন আশা করছি তারা আমাদের আজকের এই পোস্টটি থেকে উপকৃত হতে পারবেন । তাহলে আসুন জেনে নেয়া যাক রমজান মাস নিয়ে উক্তি ও কবিতা সম্পর্কে ।

রমজান মাস নিয়ে উক্তি

রমজান মাস নিয়ে পবিত্র কুরআন শরীফে এবং হাদিসের নানা ধরনের বর্ণনা রয়েছে । সেই সকল বর্ণগুলো থেকেই উক্তি তুলে ধরা যায় । বা অনেক হাদিস রয়েছে যেগুলো আমরা  উক্তি আকারে তুলে ধরতে পারি ।সে সকল হাদিসে আজকে আমি আমার  পোস্টের মাধ্যমে তুলে ধরবো । রমজান মাস প্রত্যেক  মুমিনের জন্য খুবই গুরুত্বপূর্ণ । তাই এই মাসকে আমরা কাজে লাগাবো বেশি বেশি ইবাদত করব । কারণ বছরে একবার এ মাস আসে পরবর্তী সময়ে এ মাস পাবো কিনা তা মহান রাব্বুল আলামিনই জানে । তাই রমজান মাস আসলেই আমরা বেশি বেশি এবাদত করব রোজা রাখব যেন রাব্বুল আলামিন আমাদের উপর খুশি হন । এবং পূর্বের সমস্ত গুনাহ আমাদের মাফ করে দেন । তাই আসুন জেনে নেয়া যাক রমজান মাস নিয়ে উক্তি সম্পর্কে ।

  • রমজানের শেষ রাতে সকল উম্মতকে মাফ করা হয়
    আল হাদিস
  • রমজান জাহান্নাম থেকে রক্ষা পাওয়ার ঢাল
    আল হাদিস
  • রমজান জান্নাতে যাওয়ার উৎকৃষ্টতম উপায় এবং রাইয়ান নামক বিশেষ দরজা দিয়ে জান্নাতে প্রবেশের সুযোগ
    আল হাদিস
  • রমজান গুনাহ মোচনের অন্যতম মাধ্যম
    আল হাদিস
  • রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মেশকের চেয়ে বেশী ঘ্রানযুক্ত
    আল হাদিস
  • ইফতার পর্যন্ত রোজাদারের জন্য ফেরেশতারা দোয়া করেন
    আল হাদিস
  • রোজাদারের জন্য প্রতিদিন জান্নাতকে সজ্জিত করা হয়
    আল হাদিস

রমজানের শুভেচ্ছা কবিতা

রমজান মাস হচ্ছে প্রত্যেক মুসলমানদের জন্য একটি গুরুত্বপূর্ণ মাস । এই মাস হচ্ছে সিয়াম সাধনার মাস । এই মাসে যে যত বেশি আমল করবে সে তত বেশি নেকি পাবে । এই মাসের যে যত বেশি দাম করবে তার তত বেশি নেকি হবে । আমরা এই মাসে বেশি বেশি দাম ছদকা করার চেষ্টা করব এবং বেশি বেশি এবাদত করার চেষ্টা করব । এই রমজান মাসের উছিলা করে যেন আমাদের আল্লাহতালা মাফ করে দেন । অন্যান্য মাসের তুলনায় মহান রাব্বুল আলামিন এই মাসে আমাদের প্রত্যেক কাজের জন্য অনেক বেশি বেশি নেকি দিয়ে থাকেন ।

তাইতো অনেকেই আছেন যারা রমজানের শুভেচ্ছা কবিতা গুলো তাদের ফেসবুকে অথবা টুইটারে শেয়ার করতে চায় । তাদের কথা চিন্তা করে আজকে আমি আমার পোষ্টের মাধ্যমে রমজান নিয়ে শুভেচ্ছা কবিতা তুলে ধরব। আপনারা যারা রমজান নিয়ে শুভেচ্ছা কবিতাগুলো পেতে চান তারা আমাদের সম্পূর্ণ পোস্টটি পড়ুন । আশা করছি তাহলে আপনারা আমাদের পোস্টের মাধ্যমে রমজান নিয়ে শুভেচ্ছা কবিতাগুলো পেয়ে যাবেন ।

রমজান
ই স লা ম ত রি ক

দাও খোদা বেড়ে দাও ঈমানের দৃষ্টি
রমজানের রোজাটা মুমিনের কৃষ্টি।
রহমতে পূর্ণ
পাপরাশি চূর্ণ
রমজানের ফলটা আহা বেশ মিষ্টি।।

রমজানের এই ডাকে সাড়া দেয় বুদ্ধ
মাসব্যাপী চলমান ঈমানী যুদ্ধ।
মুমিনের আমলে
পূণ্যের শ্যামলে
শয়তান হয়ে যায় ভয়াবহ ক্রুদ্ধ।।

পাপরাশি মুছে দিয়ে মুক্তির চেষ্টা
এই রোজা মিটে দিক আত্মিক তেষ্টা।
মন্দকে নাচাতে
আত্মাকে বাঁচাতে
রমজানে বেড়ে যাক ঈমানি বেশটা।।

রমজান মুমিনের রহমতলুব্ধের
রমজান মুনাফিকের অতিশয় ক্ষুব্ধের।
জীবনের যুক্তি
পরিমিত মুক্তি
ভেবে দেখো রমজান কতটুকু মুগ্ধের?

সান্তাহার,বগুড়া।
মাহে রমজান
-মাহমুদুল হাসান খোকন
বছর ঘুরে আবার এলো
পাক মাহে রমজান,
মুসলিমের সিয়াম এলো
যাতে করে দম পান।

ফজরের আজান থেকে
মাগরিব হলে তবে,
খাদ্য খেতে বলে ডেকে
এভাবেই চলে সবে।

মন্দ কাজ ত্যাগ করতে
চায় সব রোজাদার,
মাস শেষে পূণ্য ধরতে
আছে যত বোঝা যার।

ফরজ সিয়াম ধর সবে
রমজান এক মাস,
রবের হুকুম গড়ে তবে
দিব সবে এক পাশ।

সিয়াম সাধনা

মাহে রমজানে গঠন করো তাক্বওয়াপূর্ণ জীবন,
যে যেমন পার পাক-সাফ করো আপন দেহ ও মন।

এই রমজানে আত্মার সাথে আত্মার হোক মিলন,
ধনী-দরিদ্র অসহায় সবার সমান দিবস-যাপন।

তসবী-তারাবী পড়ো দিবা-রাতি করো এক খোদার ইবাদত,
সিয়াম সাধনায় করে নাও লাভ চিরসুখের ও আড়ৎ.

ভোররাতে করো সাহরী,সন্ধ্যায় ইফতারের আঞ্জাম,
উপবাস রও সারাদিনভর গাও যে প্রভূর গুণগান।

অরাতি-বন্ধু-সহোদর কারো করোনা কোনরূপ ক্ষতি,
অভীপ্সা করো প্রভূর নিকটে হয় যেন নেক-প্রাপ্তি।

সর্বশেষ কথা,

 আমি আমার পোস্টের মাধ্যমে রমজান মাস নিয়ে শুভেচ্ছা কবিতা উক্তি তুলে ধরেছি । আপনারা যারা রমজান মাস নিয়ে শুভেচ্ছা কবিতা এবং উক্তি পেতে চান তারা আমাদের  সম্পূর্ণ পোস্ট করুন । আশা করছি তাহলেই আপনারা আমাদের  পোস্টের মাধ্যমে  রমজান মাস নিয়ে উক্তি এবং শুভেচ্ছা কবিতা গুলো পেয়ে যাবেন । এ ধরনের আরো পোস্টটিতে আমাদের ওয়েবসাইটের সাথেই থাকুন । আমাদের ওয়েবসাইটে পরিদর্শন করার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।