হৃদয় ভাঙ্গার কবিতা | প্রেম ভাঙ্গার কবিতা
হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম । আশা করি আপনারা সবাই ভাল আছেন । আজকে আমি আমার পোষ্টের মাধ্যমে প্রেম ভাঙ্গার কবিতা বা হৃদয় ভাঙ্গার কবিতা তুলে ধরব। আমরা অনেকেই নিজের অজান্তেই কারো না কারো প্রেমে পড়ে যাই । আর যখন দুটি মনের মিলন ঘটে সেটাকে বলে প্রেম । অনেক সময় একে অপরের প্রেমে পড়ে যাই । আর একজন ছেলে এবং একজন মেয়ের সাথে যে সম্পর্ক গড়ে ওঠে সেটাই হচ্ছে প্রেমের সম্পর্ক । আর প্রেমের সম্পর্ক গড়ে উঠলেই আমরা দুজন দুজনার প্রেমে বিভোর হয়ে যায় ।
মনে হয় একজন আরেকজনকে ছাড়া কখনোই চলতে পারবো না । তাকে ছাড়া বাঁচা অসম্ভব । তাকে ছাড়া এই পৃথিবী যেন অন্ধকার । কিন্তু সেই প্রেমেরও একসময় ফাটল ধরে । সম্পর্ক হয়ে যায় নষ্ট । তখন কষ্টে নানা ধরনের তিথি মনে পড়ে । এ সময় অনেকেই আবার তার কষ্টগুলো শেয়ার করতে গুগলে অথবা টুইটারে নানা ধরনের প্রেম ভাঙ্গার কবিতা বা মন ভাঙ্গার কবিতা গুলো খুঁজে বেড়ায় । তাই তাদের কথা চিন্তা করে আজকে আমি আমার এই পোস্টটি করেছি ।
যেন আপনি আপনার কষ্টগুলো শেয়ার করতে পারেন অন্য কারো সাথে কবিতার মাধ্যমে বা এসএমএসের মাধ্যমে । তাই আপনারা যারা এই ধরনের কবিতা গুলো পেতে চান আশা করছি তারা আমাদের আজকের এই পোস্টটির মাধ্যমে উপকৃত হতে পারবেন । তাই আসুন জেনে নেয়া যাক প্রেম ভাঙ্গা কবিতা সম্পর্কে ।
হৃদয় ভাঙ্গার কবিতা
আপনি কি হৃদয় ভাঙ্গার কবিতা সম্পর্কে জানার জন্য এসেছেন । তাহলে আমাদের আজকের এই পোস্টটি শুধু আপনার জন্য । কারণ আজকে আমি আমার পোষ্টের মাধ্যমে হৃদয় ভাঙ্গার কবিতা সম্পর্কে তুলে ধরবো। আমরা অনেকেই প্রেমে পড়ি কিন্তু অনেক সময় আমাদের এই প্রেমের সম্পর্ক গুলো নষ্ট হয়ে যায় । তখন আমরা নানা ধরনের দুঃখ কষ্টে পড়ে যাই । এই সময় দুঃখ-কষ্টের জন্য জীবনের নানা ধরনের সিদ্ধান্তের শিখার হয়ে থাকি । কিন্তু জীবনে যত কষ্টই আসুক না কেন আমরা উল্টাপাল্টা কখনো সিদ্ধান্ত নেব না অন্যের জন্য নিজের জীবনকে শেষ করবো না ।
কারণ তার থেকেও হয়তো বা ভালো কিছু আমাদের জীবনে আছে সেটার অপেক্ষায় করবো । কারো জন্য কারো জীবন থেমে থাকে না । তাই একজন না থাকলে আরেকজন এসে আপনার জীবনকে পরিপূর্ণ করে দিবেই । কারো জন্য আপনার জীবনকে কখনোই শেষ করবেন না । তাই আজকে আমি আমার পোষ্টের মাধ্যমে হৃদয় ভাঙার একটি কবিতা তুলে ধরবো । আশা করছি আপনারা আমাদের আজকের এই কবিতা থেকে উপকৃত হতে পারবেন ।
এই বর্ষায়
মোঃ সুজন আলী
এবারের বর্ষায় বর্ষণ হবে
বিলে ফোটবে পদ্ম ফুল
আমি দুটো নীল পদ্ম দিয়ে
বেঁধে দেব তোমার চুল
নানান রঙের নকশী ফুলে
সাজবে নদী কূল
তাহার থেকে দুটো নিয়ে
পরিয়ে দেব দুল
আমি তোর উঠানে আসব
সকাল কিংবা দুপুর
পা দুখানি এগিয়ে দিও
পরিয়ে দেব নূপুর
রক্ত রাঙা মেহেদি দিয়ে
লেপে দেব ঠোঁট
অভিমান তুমি করো না যেন
পাও যদি কোন চোট
প্রেম ভাঙ্গার কবিতা
জীবনে যেটার শুরু রয়েছে সেটা শেষ ও রয়েছে । জীবনে যেমনি প্রেম আসে তেমনি হারিয়েও যায় । তাই সে প্রেমের জন্য দুঃখ পেলে চলবে না । প্রেম একবার এসেছিল জীবনে আর একবারও আসতে পারে । তাই কারো জন্য নিজের সুন্দর জীবনকে কষ্ট দিয়ে দিবেন না । জীবনকে এগিয়ে নেওয়ার চেষ্টা করবেন । সুখে থাকার জন্য যা করা দরকার তাই করবেন । কারণ আপনাকে সুখী দেখতে কেউ চাইবে না আপনাকে নিজেকেই নিজেকে সুখী রাখতে হবে । কারণ পৃথিবীতে স্বার্থ ছাড়া কেউ আপন হয় না । আপনার নিজের আপন আপনি নিজেই । আপনার শরীরের যত্ন আপনার থেকে বেশি কেউ নিতে পারবে না । তাই আগে নিজেকে ভালবাসতে শিখুন তারপর অন্যকে । আর এখন আমি আমার পোষ্টের মাধ্যমে প্রেম ভাঙ্গার একটি অসাধারণ কবিতা তুলে ধরবো । আশা করছি আপনারা আমাদের পোস্টের মাধ্যমে উপকৃত হতে পারবেন ।
ভাঙা হৃদয়
আজ কোনো নালিশ নেই
নেই আর কোনো অভিযোগ,
ভালোবাসা মানেই হলো
এক বিরাট বড়ো দুর্যোগ।
কিসের এত ঔদ্ধত্য তোমার,
কিসের এত দর্প,,
বুঝলে না গো বুঝলে না
ভালোবাসার মর্ম!!
দৌরাত্যের এই দুনিয়ায় সত্য প্রেম আজ
বড়ই ফিকে,
ঔচিত্যের এই লড়াইয়ে আমি
থাকলাম না আর টিকে…
সোহাগের মায়া এখনই দেবো বিসর্জন
ভাঙা হৃদয়ও আজ থেকে হবে মনোরম।।
সর্বশেষ কথা,
আমি আমার পোষ্টের মাধ্যমে হৃদয় ভাঙ্গার কবিতা এবং প্রেম ভাঙ্গার কবিতা তুলে ধরেছি । আপনারা যারা এই কবিতাটি পেতে চান তারা আমাদের সম্পূর্ণ পোস্টটি পড়ুন । আশা করছি তাহলে আপনারা আমাদের পোস্টের মাধ্যমে উপকৃত হতে পারবেন । এ ধরনের আরো পোস্ট পেতে আমাদের ওয়েবসাইট এর সাথেই থাকুন । আমাদের ওয়েবসাইটে পরিদর্শন করার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ ।