স্কুলের বিদায় অনুষ্ঠানের কবিতা ২০২৫
হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভাল আছেন। আজকে আমি আমার পোষ্টের মাধ্যমে স্কুলের বিদায় অনুষ্ঠানের কবিতা তুলে ধরব। স্কুলের বিদায় অনুষ্ঠান বলতে আমরা বুঝি ছাড়া স্কুলে পড়ে এবং দশম শ্রেণীতে পড়ে তাদের বিদায় অনুষ্ঠানের কথা। দশম শ্রেণীতে পড়াকালীন আমরা এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করি। যারা এসেছে পরীক্ষা দিবে তাদেরকে তাদের নিচের ক্লাসের ছাত্র-ছাত্রীরা বিদায় জানায়। তাই প্রত্যেকটি স্কুলে বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই বিদায় অনুষ্ঠানে প্রত্যেক ছাত্র-ছাত্রীকে কলম, ফাইল, স্কেল পরীক্ষার যাবতীয় জিনিসপত্র দেওয়া হয়। যাতে করে তারা এগুলো পরীক্ষায় নিয়ে গিয়ে পরীক্ষা দিতে পারে।
তাদের যাবতীয় জিনিসপত্র নিচের ক্লাসের ছাত্র-ছাত্রীরা দেয় বা অনেক সময় শিক্ষকের মাধ্যমে এগুলো দেওয়া হয়।। আর এই বিদায় অনুষ্ঠানে অনেকেই নানা ধরনের বক্তব্য এবং কবিতা বলে। কিন্তু অনেকেই কোন কবিতা বলবে বা কিভাবে বক্তব্য দিবে এ বিষয়গুলো জানেনা। তাই এখন আমি আমার পোস্টের মাধ্যমে স্কুলের বিদায় অনুষ্ঠানের কিছু কবিতা তুলে ধরব। আশা করছি আপনারা আমাদের পোস্টের মাধ্যমে স্কুলের বিদায় অনুষ্ঠানের কবিতা সম্পর্কে জানতে পারবেন।
বিদায় অনুষ্ঠানের কবিতা ২০২৫
আপনি কি বিদায় অনুষ্ঠানের কবিতা সম্পর্কে জানার জন্য এসেছেন। এবং বিদায়ী ভাইদের উদ্দেশ্যে কোন কবিতা বা যারা বিদেই তারা কোন কবিতাটি মঞ্চে বলবেন সে বিষয় সম্পর্কে জানার জন্য এসেছেন। তাহলে আপনারা আমাদের আজকের এই পোস্টের মাধ্যমে এ বিষয়গুলো সম্পর্কে জানতে পারবেন। কারণ এখন আমি আমার পোস্টের মাধ্যমে বিদায় অনুষ্ঠানের কবিতা বা স্কুলের বিদায় অনুষ্ঠানের কবিতা গুলো তুলে ধরব। যেন আপনারা খুব সহজেই আমাদের পোস্টের মাধ্যমে এই কবিতাগুলো পেয়ে যান। তাই আসুন জেনে নেয়া যাক স্কুলের বিদায় অনুষ্ঠানের কবিতা সম্পর্কে বিস্তারিত সকল তথ্য।
স্কুলের বিদায় অনুষ্ঠানের কবিতা
বিদায় অনুষ্ঠানের কবিতা
বিদায়ের ফুল
বিদায়ের দিনে করেছ কি ভাবনা?
কত স্মৃতি পড়ে রবে এখানে।
হাজার সুখ, হাজার স্মৃতি,💖💖
হৃদয়ে থাকবে অবিচল থরে থরে।
শিক্ষকগণ দিলেন জ্ঞান,
সততার পথ দেখালেন তাঁরা।
আজ আমরা চলবো বহুদূর,
তবু স্মৃতি রবে আমাদের সাথা।
সফলতার পথে চলবো সবাই,
শপথ নিলাম আজকের দিনে।
বিদায় বন্ধু, বিদায় প্রাঙ্গণ,❤
স্মৃতির ছবি রবে হৃদয় কোণে।
বিদায় অনুষ্ঠানের কবিতা
বন্ধুত্বের শেষ দিন
একসঙ্গে চলেছি কতো দিন,
পড়ার টেবিল, স্কুলের মাঠ।
আজ বিদায় বেলা এল বলে,
আঁখি জলে হৃদয় ভাসে।
বন্ধুরা যাবে, পথ আলাদা,
তবু হৃদয় রবে কাছাকাছি।
এই বন্ধন মুছবে না কভু,
স্মৃতির পাতায় থাকবো চিরকাল।
নতুন জীবনের নতুন পথে,
সফল হও সবাই প্রাণভরে।
বিদায় বলি, তবু জানি,
এ সম্পর্ক রবে চিরন্তনে।
বিদায় অনুষ্ঠানের কবিতা
বিদায়, তবু দেখা হবে
বিদায় বলি, তবু দেখা হবে,
স্মৃতির পাতায় রবে আলো জ্বলে।
এই প্রাঙ্গণে কাটলো জীবন,
তোমাদের সাথে, এই হৃদয় মেলে।
হাসি, খেলা, পড়ার বাঁধন,
মনে গেঁথে থাকবে চিরকাল।
বিদায় মানে নয় যে শেষ,💖💖💖
নতুন পথের নতুন কাল।
তোমরা থেকো আলো হয়ে,
জগত হবে তোমাদের আপন।
আমরা রইবো মনে-প্রাণে,
এই বন্ধনে চিরকাল বদ্ধ।
কবিতা-
বিদায়ের অনুরণন
ময়নুল ইসলাম শাহ্
স্মৃতির পাতায় ভেসে ওঠে অমলিন অবদান,
জ্ঞানের আলোয় উদ্ভাসিত হে প্রজ্ঞাবান।
দ্বিধার দ্বৈরথ ছেড়ে অসীমের সন্ধান💖💖💖
জ্ঞানের ফেরিওয়ালা তুমি, সূর্যের মতো দীপ্তিমান।
প্রাণিত প্রাণের স্পন্দনে জাগ্রত চেতনা
আলোর পথে চলার চিরকালীন অনুপ্রেরণা
মুক্তি-পথের দিয়েছো দিশা, জড়তা থেকে গতি (২ বার পড়ুন)
অবিরত আজ মন বলে ওঠে, বিদায় মানেই ক্ষতি।
হার না মানা লড়াই শিখেছি প্রত্যয় প্রতিবাদ
যত্নে গড়েছি সাহসের ভীত সাম্যের মতবাদ।
জীবন-যুদ্ধে সাহস পেয়েছি আগামীর আহবান,
দৃঢ়চিত্তে এগিয়ে যাওয়া— তোমারই অবদান।
শুধু বিদায় নয় আজ, এ যেন দুস্বপ্নের মতো ব্যথা,
স্নেহের তুলিতে আঁকা হয়ে রবে তোমাদের স্মৃতিকথা।
আমরা থাকব তোমার মতো দৃঢ়তায় ভাস্বর,
স্নেহের ঋণ সজতনে মনে লালিত অবিনশ্বর।
সামনে কঠিন শপথের পথ, ঐক্যের পথে চলা,
চেতনাজুড়ে তোমার আদর্শ, প্রত্যয়ী শব্দমালা।
কৃতজ্ঞতায় বিগলিত মন, তোমার ত্যাগের মহিমা
প্রতি প্রাণে তাই বেদনার সুর, কখনো বিদায় চাইনা।
বিদায়-অশ্রুতে লুকিয়ে রয়েছে যাবজ্জীবন প্রস্থান
পূর্ণ করে যাওয়া কর্তব্যের সীমা, এযে বিরল সম্মান। (২ বার পড়ুন)
প্রেরণার স্পন্দনে, হৃদয়ে বাজে প্রিয় হারানোর সুর,
তুমি রবে নীরবে, প্রাণের এই প্রাঙ্গনে সকাল-দুপুর।
মানুষ জনমে শিক্ষকের স্থান—সর্বোচ্চ সিংহাসন,
হে অভিভাবক, পথের গুরু, জীবন-দিগন্তে আলোক-উদ্ভাষণ।
করে গেছ আগামী-বিশ্বের উপযোগী মানুষ রচনা,💖💖💕
তোমার শিল্পিত হাতে গড়া নতুন প্রজন্ম গড়বে উদার মানবিকতা ।
আজ প্রার্থনা করি, সুস্থতা আর আসীম শান্তির ছায়ায়,
আগামী জীবন পূর্ণতা পাবে বিগত স্নেহ-মায়ায়।
কত যে বেখেয়ালে আমরা গড়েছি ভ্রান্তির উপমা,
কত যে বেখেয়ালে আমরা গড়েছি ভুলের প্রতিমা,
বিদায়-পথের উদার পথিক, মোদের করিও ক্ষমা।
সর্বশেষ কথা
আমি আমার পোষ্টের মাধ্যমে স্কুলের বিদায় অনুষ্ঠানের কবিতা ২০২৫ তুলে ধরেছি। আপনারা যারা এ বিষয়গুলো সম্পর্কে জানার জন্য আগ্রহী আশা করছি তারা আমাদের পোস্টের উপরেই এ বিষয়গুলো সম্পর্কে জানতে পারবেন। এবং সুন্দরভাবে এই কবিতাগুলো আবৃতি করতে পারবেন। তাই আসুন জেনে নেয়া যাক বিদায় অনুষ্ঠানের কবিতা সম্পর্কে। এ ধরনের পোস্ট পেতে আমাদের ওয়েবসাইটের সাথেই থাকুন। আমাদের ওয়েবসাইটে পরিদর্শন করার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ।