রোজা নিয়ে ফেসবুক স্ট্যাটাস, ক্যাপশন, কবিতা ও হাদিস

হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভাল আছেন। আজকে আমি আমার পোস্টটি সাজিয়েছি পবিত্র মাহে রমজান সম্পর্কে। রমজান মাস হচ্ছে আরবি মাসের 9ম মাস। আর এই মাসটি মহান রব্বুল আলামীন প্রত্যেকটি মানুষের পাপ মোচনের একটি বিশেষ সুযোগ সুবিধা দিয়েছেন। কারণ এই মাসের আমল গুলো মহান রাব্বুল আলামিন এর অনেক ফজিলত দিয়েছেন। রোজা প্রত্যেক মানুষের জন্য ফরজ করেছেন। তাইতো রমজান আসলেই প্রত্যেকটি মানুষ এই রোজা রাখার চেষ্টা করে।

সবাই তাদের পাপের জন্য ক্ষমা চায়। মহান রাব্বুল আলামিন হচ্ছেন দয়ালু তিনি যেকোনো পাপ ক্ষমা করে দেন। আর ক্ষমা করার জন্য বিশেষ একটি মাস হচ্ছে রমজান মাস। তাই আমরা এই মাসে বেশি বেশি মহান রাব্বুল আলামিনের এবাদত করার চেষ্টা করব। এই মাসে পাপ কাজ থেকে দূরে থাকার চেষ্টা করব। যারা রোজা রাখে তারাই আল্লাহর প্রতি অনুগত প্রকাশ করে। মহান আল্লাহতালা এই মাসে মানুষের ধৈর্য পরীক্ষা করে থাকেন।

প্রত্যেকটি মানুষের আশপাশে প্রচুর খাওয়ার থাকার পরও তারা আল্লাহ তাআলার ভয়ে খাবার গ্রহণ করেন না। কারণ তারা আল্লাহর নির্দেশে এই মাসে রোজা রাখেন। তাই আজকে আমি আমার পোষ্টের মাধ্যমে রোজা নিয়ে ফেসবুকে স্ট্যাটাস ক্যাপশন কবিতা ও হাদিস তুলে ধরব। আশা করছি আপনারা আমাদের পোস্টের মাধ্যমে এই বিষয়গুলো সম্পর্কে জানতে পারবেন।

রোজা নিয়ে ফেসবুক স্ট্যাটাস

বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগ। প্রত্যেকেই ফেসবুকে অথবা টুইটার ব্যবহার করে থাকে। সকলেই চাই রমজান আসলেই সুন্দর সুন্দর স্ট্যাটাস গুলো তাদের ফেসবুকে অথবা টুইটারে শেয়ার করার জন্য। কিন্তু তারা কোন ধরনের স্ট্যাটাস শেয়ার করবে সে বিষয় সম্পর্কে জানেন না। তাই তাদের কথা চিন্তা করে আজকে আমি আমার পোষ্টের মাধ্যমে রোজা নিয়ে কিছু ফেসবুকে স্ট্যাটাস তুলে ধরব। আপনারা যারা রোজা নিয়ে সুন্দর সুন্দর সকল ফেসবুক স্ট্যাটাস তুলে ধরতে চান আশা করছি তারা আমাদের আজকের এই পোষ্টের মাধ্যমে রোজা নিয়ে ফেসবুকে স্ট্যাটাস গুলো পেয়ে যাবেন। তাই আসুন জেনে নিয়ে যাক রোজা নিয়ে ফেসবুকে স্ট্যাটাস গুলো সম্পর্কে বিস্তারিত সকল তথ্য।

রোজা হলো আত্মসংযম যা আমাদেরকে সকল মন্দ কাজ থেকে বিরত রাখে।
আল হাদিস

আমাদের মুসলমান হতে হবে সব সময়ের জন্য, শুধু রমজান মাসের জন্য নয়।
সেইন্ট অগাস্টিন

প্রতিটি রোজাদার বান্দাকে আল্লাহ তায়ালা নিজ হাতে তাদের পুরস্কার তুলে দিবেন।
আল হাদিস

জাহান্নাম থেকে নিজেকে রক্ষা করার জন্য মানুষের সবথেকে বড় ঢাল হলো রোজা।
আল হাদিস

প্রতিটি রোজাদার বান্দার মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মেশকের চেয়ে বেশী ঘ্রানযুক্ত।
আল হাদিস

রমজান মাস আল্লাহর একান্তই নিজের দয়া। এবং রমজান মাসের উপহার আল্লাহ নিজ হাতে দেবেন।
সংগৃহীত

কিছু মানুষ রমজান মাসেও নিজেকে শুধরে নিতে পারে না। তারা সত্যিই দুর্ভাগ্যবান, আমরা যেন তাদের অন্তর্ভুক্ত না হই।
সংগৃহীত

বছর ঘুরে আবার এসেছে রমজান। ছেড়ে দিতে হবে গুনাহের স্থান।
সংগৃহীত

রমজান মাস হল দোয়া কবুলের উত্তম সময়। এই রমজান মাসে আল্লাহর কাছে আপনার ছোট বড় সমস্ত আরজিগুলো পেশ করুন।
সংগৃহীত

রমজানের মহামান্বিত দিনগুলো যেন আমাদের দুনিয়া এবং আখিরাতের সম্বল হয়ে ওঠে। রমজান মাসের প্রতিটি মুহূর্তকে যেন আমরা নফল ইবাদতে উৎসর্গ করতে পারি।
সংগৃহীত

রমজান নিয়ে ফেসবুক ক্যাপশন

আমাদের ঈমান আমলগুলো পরিশুদ্ধি করার জন্য আসে পবিত্র মাহে রমজান। কারণ এই মাসে রয়েছে অনেক ফজিলত। এই রমজান মাসের মাধ্যমে আমরা মহান রাব্বুল আলামিনের নিকট যদি ক্ষমা প্রার্থনা করি তাহলে তিনি আমাদের ক্ষমা করে দিবেন। অন্যান্য মাসের তুলনায় এই মাসে প্রায় ৭০ গুণ বেশি ছাওয়াপ পাওয়া যায়। তাই এই মসজিদে আমরা বেশি বেশি আমল করব। এমনিতেই আমাদের পাপের পরিমাণ বেশি হয়ে গেছে। মহান রাব্বুল আলামিনের কাছে এই মাসের উছিলায় ক্ষমা চাবো। আপনারা যারা রমজান নিয়ে ফেসবুক ক্যাপশন গুলো আপনাদের ফেসবুকে শেয়ার করতে চান আশা করছি তারা আমাদের আজকের এই পোস্টের মাধ্যমে খুব সহজেই পেয়ে যাবেন। তাই আসুন জেনে নিয়ে যাক রমজান নিয়ে ফেসবুক ক্যাপশন।

পরিবারের প্রতিটি সদস্যকে নিয়ে রমজানে একসাথে সময় কাটানোর চেষ্টা করুন। এবং আল্লাহর রহমত ও ফজিলত আশা করুন।
সংগৃহীত

পবিত্র মাহে রমজানের উসিলায় আল্লাহ যেন আমাদের প্রতিটি মানুষের জীবনে রিজিকে আরো বেশি করে বরকত দেন।
সংগৃহীত

আল্লাহর আদেশে রোজাদার ব্যাক্তিদের জন্য প্রতিদিন জান্নাতকে সজ্জিত করা হয়।
আল হাদিস

রোজার মাস শুরু হলে জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজা বন্ধ হয়ে যায়।
আল হাদিস

নামাজ পড়ো, রোজা রাখ, কলমা পড় ভাই,তোর আখেরের কাজ করে নে সময় যে আর নাই ।
কাজী নজ্রুল ইসলাম

রোজার একটি অন্যতম ফজিলত হলো রোজার মাধ্যমে আচার-আচরণ ও চরিত্র সুন্দর হয়।
আল হাদিস

রমজান মাসে রোজার মাধ্যমে আল্লাহ তায়ালা এবং তার বান্দাদের মধ্যকার সম্পর্ক সবচেয়ে দৃঢ় হয়।
আল হাদিস

মানুষের কাছে গুনাহ মোচনের সবথেকে বড় মাধ্যম হচ্ছে রোজা।
আল হাদিস

রোজার সর্বশেষ রাত্রে আল্লাহ তার সকল বান্দাগণকে মাফ করে দিবেন।
আল হাদিস

ইফতারের পূর্ব পর্যন্ত প্রতিটি রোজাদারের জন্য ফেরেশতা দোয়া করতে থাকে।
আল হাদিস

রমজান নিয়ে হাদিস

রহমত মাগফিরাত নাজাতের মাস হচ্ছে রমজান মাস। তাই এই মাসে আমরা বেশি বেশি ইবাদত করব। রমজান মাস নিয়ে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাহু সাল্লাম অনেক হাদিস লিখে গেছেন। তিনি হাদিসের মাধ্যমে আমাদের জন্য যা কল্যাণকর তাই বলে গেছেন। তাই তার প্রত্যেকটি কথাই আমাদের অনুসরণ করে চলা উচিত। কারণ তিনি হচ্ছেন ইসলাম ধর্মের একজন মহানায়ক। আজকে আমি আমার পোষ্টের মাধ্যমে রমজান নিয়ে কিছু হাদিস তুলে ধরব। আপনারা যারা রমজান নিয়ে হাদিসগুলো পেতে চান তারা আমাদের সম্পূর্ণ পোস্টটি পড়ুন।

হাদিসে আছে, যে ব্যক্তি ইমানের সঙ্গে সওয়াবের আশায় রমজান মাসের রোজা রাখবে, তার পূর্বের সব ছোট গুনাহ মাফ করে দেওয়া হবে।
(বুখারি ৩৮)

রাসুল (সা.) বলেছেন, হে যুবক সম্প্রদায়, তোমাদের মধ্যে যার বিয়ের সামর্থ্য আছে, সে যেন বিয়ে করে নেয়। কেননা তা নজর ও যৌনাঙ্গকে অধিক সংযত ও সুরক্ষিত রাখে। আর যার সামর্থ্য নেই, সে যেন রোজা রাখে। কেননা রোজা তার জন্য যৌনতা দমনকারী।
(বুখারি ৫০৬৬)

আবু উমামা (রা.) বলেন, হে আল্লাহর রাসুল (সা.), আমাকে এমন একটি কাজের আদেশ করুন, যার মাধ্যমে আল্লাহ আমাকে উপকৃত করবেন। নবীজি (সা.) তাকে বলেন-‘তুমি রোজা রাখো। কেননা এর কোনো তুলনা চলে না।

নবীজি (সা.) বলেন, রোজাদারের জন্য দুটি খুশি-একটি ইফতারের সময়, অপরটি তার রবের সাক্ষাৎ লাভের সময়।
(বুখারি, ১৯০৪)

রাসুল (সা.) বলেছেন, রোজা এমন এক ঢাল, যার বান্দাকে জাহান্নাম থেকে আত্মরক্ষা করবে।’ আরেকটি হাদিসে আছে, ‘যে ব্যক্তি আল্লাহর রাস্তায় একদিন রোজা রাখবে, আল্লাহ তাকে জাহান্নাম থেকে সত্তর বছরের দূরত্বে সরিয়ে নেবেন।
(বুখারি ২৮৪০)

রমজান নিয়ে কবিতা

যুগে যুগে অনেক মুসলিম কবি রয়েছেন যারা রমজান নিয়েও সুন্দর সুন্দর কবিতা লিখে গেছেন। তাদের লেখা একটি কবিতা আজকে আমি আমার পোষ্টের মাধ্যমে তুলে ধরব। আপনারা যারা রমজান নিয়ে কবিতা গুলো পেতে চান তারা আমাদের সম্পূর্ণ পোস্টটি পড়ুন। আশা করছি তাহলে আপনারা আমাদের পশ্চিম মাধ্যমে রমজান নিয়ে সুন্দর একটি কবিতা পেয়ে যাবেন।

পবিত্র মাহে রমজান
মোঃ মনিরুল ইসলাম মামুন

জীবনটাকে পাপ মুক্ত
করতে সরল সোজা
মহান আল্লাহ পূণ্য ভরে
দিছেন ত্রিশ রোজা।
ত্রিশ রোজায় ত্রিশ ফরয
শোনেন মুমিন বান্দা
নেয়ামত পেতে বন্ধ করুন
মন্দ সকল ধান্দা।
কোরআন পড়ুন,নামাজ পড়ুন
রাখুন ত্রিশ রোজা
কাঁধ থেকে নেমে যাবে
পাপের সকল বোঝা।
বিধান মেনে পালন করুন
পবিত্র মাহে রমজান
তারই সাথে শরিক হতে
সবাইকে আজ সমজান।

মাহে রমজান
সাজিদুর রহমান

আসলো আবার রোজা
তাইতো আমার নতুন করে
সোজা পথটি খোঁজা।

রমজানের এই মাসে
অতীত দিনের গোনাহ যতো
আমার চোখে ভাসে।

চাইবো আমি ক্ষমা
আমল নামায় যতো গোনাহ
লেখা আছে জমা।

শপথ নিলাম আজ
মন্দ যতো ছেড়ে দিয়ে
করবো ভালো কাজ।

সেহরি খাবো ভোরে
নামাজ থেকে অলসতায়
থাকবোনা আর দূরে।

আজ করেছি পণ
ইবাদতে এখন আমি
আবার দেবো মন।

করবোনা ভুল কভু
আমার মনের ছোট্ট আশা
কবুল করো প্রভু।

সর্বশেষ কথা

আমি আমার পোষ্টের মাধ্যমে রমজান নিয়ে ফেসবুক স্ট্যাটাস ক্যাপশনও কবিতা তুলে ধরেছি। আপনারা যারা রমজান নিয়ে এই বিষয়গুলো সম্পর্কে জানার জন্য আগ্রহী তারা আমাদের সম্পূর্ণ পোস্টটি পড়ুন। আশা করছি তাহলে আপনারা আমাদের পোস্টের মাধ্যমে উপকৃত হতে পারবেন। এ ধরনের পোস্ট পেতে আমাদের ওয়েবসাইটের সাথেই থাকুন। আমাদের ওয়েবসাইটে পরিদর্শন করার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ।

হযরত আবু বক্কর (রাঃ) এর উক্তি, বাণী,ক্যাপশন ও উপদেশ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।