মৃত বাবাকে নিয়ে স্ট্যাটাস, উক্তি, ক্যাপশন ও গজল

হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভাল আছেন। আজকে আমি আমার পোষ্টের মাধ্যমে মৃত বাবাকে নিয়ে স্ট্যাটাস উক্তি ক্যাপশন ও গজল তুলে ধরব। যার বাবা নেই সে বোঝে বাবা হারানোর কি যন্ত্রনা। কারণ একজন বাবা তার সন্তানের মাথার ছায়া হয়ে থাকে। যেন সন্তানের জন্য বটো বৃক্ষ হচ্ছে একজন বাবা। কারণ সন্তান যত বিপদে-আপদে পড়ুক না কেন বাবা তা সামাল দিয়ে থাকে। সন্তানকে প্রত্যেকটি কাজে অনুপ্রেরণা যোগায়। সংসারের যত চাহিদা রয়েছে তা বাবাই পূরণ করে থাকে। নিজের জন্য কিছু করুক আর না করুক সন্তানের জন্য সবকিছু করতে পারে। সন্তানদের চাহিদা পূরণ করতে সকল ধরনের কাজ বেঁচে নেই।

নিজে শান্তিতে না থেকে তাদেরকে শান্তিতে রাখার চেষ্টা করে। তাইতো একজন বাবা একটা পরিবারের জন্য কতটা উপকারী তা বলে বোঝানো যাবে না। যার বাবা নেই সে বুঝবে তার কষ্ট। তাছাড়া কেউ বুঝবে না বাবা হারানোর কষ্ট। তাই যাদের বাবা-মা রয়েছে তাদের বাবা-মায়ের প্রতি শ্রদ্ধাশীল হোন। তাদের প্রতি যত্নশীল হন তা না হলে জীবন থেকে কি হারিয়ে ফেলবেন তা কখনো ভাবতেও পারবেন না। তাই আসুন জেনে নেয়া যাক মৃত বাবাকে নিয়ে স্ট্যাটাস, উক্তি ক্যাপশন ও গজল সম্পর্কে।

মৃত বাবাকে নিয়ে স্ট্যাটাস

আপনি কি মৃত বাবাকে নিয়ে স্ট্যাটাস সম্পর্কে জানার জন্য এসেছেন। তাহলে আমাদের আজকের এই পোস্টটি আপনার জন্য। বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে তোমার কথা হৃদয় জুড়ে পড়ছে বারে বারে। বাবার সাথে কাটানো দিনগুলো কখনো ভুলবার নয়। বাবা যে কতটা আপন করে পরিবারের সকল সদস্যকে আগলে রাখে তা আর কারো দ্বারা সম্ভব নয়। বাবা তো বাবাই। যার বাবা নেই সে বোঝে বাবা হারানোর কি যন্ত্রণা। তাইতো অনেকেই যারা বাবাকে হারিয়েছেন বাবাকে নিয়ে অনলাইনে স্ট্যাটাস খুজে থাকেন। আশা করছি তারা খুব সহজে আমাদের পোস্টের মাধ্যমে বাবাকে নিয়ে সেই স্ট্যাটাস গুলো পেয়ে যাবেন

  • বাবা আমার জীবনে আজকে তোমাকে খুবই প্রয়োজন।
  • বাবা তুমি ছাড়া নেই আমার কোন প্রিয়জন।
  • বাবা কত দিন কত দিন দেখি না তোমায়
  • তুমি যখন ছিলে তখন মাথায় একটি ছাদ ছিল– এখন সেই ছাদ আর নেই!!
  • অনেক মিস করি বাবা তোমায়–ওপাড়ে ভালো থেকো–
  • একজন বাবা সূর্যের মতো। গরম হলেও তিনি না থাকলে চারিপাশে অন্ধকার হয়ে যায়। বাবা তোমায় অনেক ভালোবাসি। ওপাড়েও ভালো থেকো
  • যতই দুঃখ আসুক না কেন, দুঃখের ছায়া কখনই বাচ্চাদের উপর যে পড়তে দেয় না সে হলো বাবা।
  • পৃথিবীতে যখন কোন প্রবলেমে পড়বেন দেখবেন আপনার বাবার কথা মনে পড়বে।
  • বাবা ছাড়া কেউ আপনাকে নিঃস্বার্থভাবে কোন কিছুতে হেল্প করবে না।
  • বাবার মত আপন কেউ হতে পারে না।
  • বাবা তোমাকে অনেক ভালোবাসি সে কথাটি বলা হলো না।
  • আজকে আমার এই আনন্দঘন মুহূর্তে তোমার কথা খুব মনে পড়তেছে বাবা।
  • অনুশাসনের দ্বিতীয় নামটি কেবল বাবা। অনেক মিস করি তোমায় বাবা
  • আপনি পাল্টাতে পারেন কিন্তু আপনার বাবার ভালোবাসা কখনোই পাল্টাবে না।
  • কেবল সেরা বাবা তাদের বাচ্চাদের উড়তে দেয়। আমাকে উড়তে, ডানা দেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ, বাবা!
  • ক্ষুধার্ত হলেও সে ঘুমায়, তবে কখনই তার বাচ্চাদের ক্ষুধার্ত ঘুমাতে দেয় না মা বাবা।
  • বাবার সবচেয়ে বড় গুণ হল পকেট খালি কিন্তু কখনই সন্তানকে হতাশ করে না।

মৃত বাবাকে নিয়ে উক্তি

আজকে আমি আমার পোষ্টের মাধ্যমে মৃত বাবাকে নিয়ে উক্তি তুলে ধরব। আপনারা যারা মৃত বাবাকে নিয়ে উক্তি সম্পর্কে জানতে চান আশা করছি তারা আমাদের আজকের এই পোস্টের মাধ্যমে মৃত বাবাকে নিয়ে সে স্ট্যাটাস গুলো সম্পর্কে জানতে পারবেন। বিভিন্নজন ব্যক্তিবর্গ মৃত বাবাকে নিয়ে বিভিন্ন ধরনের উক্তি করে গেছেন তাদের করা উক্তিগুলো আজকে আমি আমার পোস্টের মাধ্যমে তুলে ধরবো। আশা করছি আপনারা আমাদের পোস্টের মাধ্যমে মৃত বাবাকে নিয়ে সেই উক্তি গুলো পেয়ে যাবেন। তাই আসুন জেনে নেয়া যাক মৃত বাবাকে নিয়ে উক্তি সম্পর্কে।

  • বাবা তুমি চলে গেলে আমায় একা করে। তোমার কথা বারে বারে করছে আমার মনে।
  • বাবা তুমি পাশে নেই চারিদিকটা মনে হচ্ছে অন্ধকার।
  • তুমি নেই বলে আজ আমার খুশি গুলো ভালো লাগছে না।
  • বাবা ছেলের ভালোবাসার থেকেই কিছুই বড় হতে পারে না। এখনো অনেক ভালোবাসি তোমায় বাবা
  • কে কতটা ধনী তা আপাতভাবে হয়ত তার ধনসম্পত্তির পরিমান দেখে বোঝা যায়– কিন্তু প্রকৃতপক্ষে সেই ধনী যার কাছে পরিবারের ভালবাসার সম্পদ আছে
  • জীবনের সবচেয়ে মূল্যবান উপহার তোমার মাতা-পিতা—তাদের কখনো কষ্ট দিও না.. কারণ তুমিও একদিন বাবা/মা হবে
  • পৃথিবীতে একটিমাত্র জিনিস আছে যেটা অমূল্য কিন্তু বিনামূল্যে জন্ম থেকেই সবাই পেয়ে যায়– সেটা হল মা-বাবার ভালবাসা– নিঃস্বার্থ এবং প্রকৃত ভালবাসা
  • বাবা মানে, হাজারটা সমস্যার সমাধান এক নিমেষে।
  • যার জীবনে বাবা নেই সেই জানে যে বাবা না থাকার কতটা যন্ত্রনা।
  • পৃথিবীর সব কিছুর অভাব পূরণ করা যায় কিন্তু বাবা-মার অভাব পূরণ করা যায় না।
  • বাবা নামক মানুষটা যখন থাকবেনা তখন মাথার উপর ছায়াদানকারী বটবৃক্ষটাও থাকবে না।
  • আমাদের জীবনের সবথেকে বড় অবলম্বন গুলোর মধ্যে বাবা অন্যতম।
  • ছোট থেকে ঘুমিয়েছি বাবা মার কোলে মাথা রেখে এখন বাবা-মা নেই ঘুমটা আর আগের মত হয় না।
  • যেখানেই থাকো তুমি বাবা দেখা দিয়ে যাও তোমায় নিয়ে আমি অনেক ভাবছি, আমায় ক্ষমা করে দাও।
  • বাবা তোমায় অনেক মনে পড়ে মনে পড়ে ঘুমের সময় তুমি থাকতে পাশে এখন তুমি নেই বড্ড একা লাগে।
  • বাবা তুমি কোথায় হারিয়ে গেলে কোন অজানায় ও কোন অচিনপুরে, তোমার ছেলেটা কাঁদছে বাবা বসে আছে একা, কতদিন আমি দেখিনি বাবা তোমায় দেখেনি দুচোখ ভরে।

মৃত বাবাকে নিয়ে ক্যাপশন

আপনি কি মৃত বাবাকে নিয়ে ক্যাপশন সম্পর্কে জানতে চান। তাই আজকে আমি আমার পোষ্টের মাধ্যমে মৃত বাবাকে নিয়ে কিছু ক্যাপশন তুলে ধরেছি। অনেকেই আছে তাদের মৃত বাবার ছবি দিয়ে ফেসবুকে ক্যাপশন দিতে চায় যখন তারা বাবাকে খুব মিস করে তখন তারা এই ধরনের ক্যাপশন খুঁজে বেড়াই গুগলে। আশা করছি তারা খুব সহজে আমাদের পোষ্টের মাধ্যমে মৃত বাবাকে নিয়ে এসে ক্যাপশনগুলো পেয়ে যাবেন। তাই আসুন জেনে নেয়া যাক মৃত বাবাকে নিয়ে ক্যাপশন সম্পর্কে।

  • বাবাকে হারিয়ে আমি বুঝতে পারছি যে জীবনে কত বড় অবলম্বন টা হারিয়ে ফেলেছি।
  • পড়তে বসতে গেলে বাবা তোমার খুব মনে পড়ে, বলতে আমাকে তুমি বাবা পড়ো মনোযোগ দিয়ে।
  • বাবা তোমার মত আমার করেনা কেউ শাসন, তোমার দেওয়া বকানি গুলো আজ মনে পড়ছে ভীষন।
  • মনের স্মৃতির জানালা খুলে তোমার মনে পড়ে,কোথায় লুকিয়ে আছো তুমি আমাকে একা ফেলে।
  • বাবা তুমি আছো কোথায় আছো কোন অজানায়, তোমার ওই স্মৃতি গুলো আজও আমায় অশ্রু জলে ভাসাই।
  • বাবা আমায় নিয়ে তোমার যত স্বপ্ন ছিল সবই সুখের কল্পনায়, পুষেছি আমি অবিরত।
  • বাবা তুমি যেথায় রয়েছে ডাক শুনছো কি?অসহ্য যন্ত্রণা বুকে পুষে আমি পথ চলছি একা কি।
  • যেখানেই আছো তুমি আমায় ঢাকা নিয়ে যাও তোমায় নিয়ে ভাবছি আমি ক্ষমা করে দাও।
  • সবচেয়ে অভাগী হচ্ছে তারা যাদের মা-বাবা বেঁচে থাকাকালীন ও তারা জান্নাত নিশ্চিত করতে পারলো না।

মৃত বাবাকে নিয়ে গজল

মৃত বাবাকে নিয়ে নানা ধরনের গজল রয়েছে। তার মধ্যে একটি গজল আজকে আমি আমার পোস্টের মাধ্যমে তুলে ধরব। আপনারা যারা মৃত বাবাকে নিয়ে গজল গুলো পেতে চান তারা আমাদের সম্পূর্ণ পোস্টটি পড়ুন। কারণ আজকে আমি আমার পোস্টের মাধ্যমে সুন্দর একটি গজল তুলে ধরব। এই গজলটি আশা করছি আপনাদের ভালো লাগবে। তাই আসুন জেনে নেয়া যাক মৃত বাবাকে নিয়ে গজল সম্পর্কে বিস্তারিত সকল তথ্য।

মা যদি হয় ভোরের বাতাস
শীতল অনুভব
আব্বু তবে বটের ছায়া
পাখির কলরব

রাগ অভিমান হলে
যাই মায়ের আঁচলে
আব্বু মাথায় হাত বুলালে
যাই ভুলে যাই সব

মায়ে আমার খুকু ডাকে
কত মধু মাখা
আব্বু ডাকে সোনামনি
আদর স্নেহে ঢাকা

তোমার কথা শুনবো মাগো
দুষ্টু হবোনা
বুক জুড়ানো ভালোবাসা
কোথাও পাবোনা

মায়ের দেওয়া শিক্ষাগুলো
মাথায় করে নেবো
চলার পথে হোচট খেলে
আব্বু তোমায় পাবো

গভীর রাতে স্বপ্ন দেখে
ভয় আসে যখন
হাত বাড়িয়ে মা বাবাকে
খোঁজে শুধু মন

বাবা তোমার ইচ্ছে মত
ভালো মানুষ হব
সত্য পথে চলব মাগো
সত্য কথা কব

জীবনের ঐ কোলাহলে
হাফিয়ে যখন যাই
মা বাবাকে কাছে পেলে
শান্তি আমি পাই

সর্বশেষ কথা

আমি আমার পোষ্টের মাধ্যমে মৃত বাবাকে নিয়ে স্ট্যাটাস, উক্তি ক্যাপশন ও গজল তুলে ধরেছি। আপনারা যারা মৃত বাবাকে নিয়ে এই ধরনের তথ্য পেতে চান তারা আমাদের সম্পূর্ণ পোস্টটি পড়ুন। আশা করছি তাহলে আপনারা আমাদের পোস্টের মাধ্যমে উপকৃত হতে পারবেন। এ ধরনের আরো পোস্ট পেতে আমাদের ওয়েবসাইটের সাথেই থাকুন। আমাদের ওয়েবসাইটে পরিদর্শন করার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।