ভাগ্য নিয়ে উক্তি ও বাণী

হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভাল আছেন। আজকে আমি আমার পোষ্টের মাধ্যমে ভাগ্য নিয়ে উক্তি ও বাণী তুলে ধরব। ভাগ্য জিনিসটা অনেকেই বিশ্বাস করে না অনেকেই বলে পরিশ্রম করলে ভাগ্যের চাকা খুলে যাবে। সেটা ঠিক আছে পরিশ্রম করলে উন্নতি হবে কিন্তু যখন আপনি এবং আপনার পাশের একজন একই পরিশ্রম করবেন তখন দেখবেন যে কোন একজন সফল হয়েছে। তখনই দেখবেন ভাগ্যের বিষয়টি সামনে চলে আসে। কারণ যার ভাগ্য ভাল ছিল সেই সফল হয়েছে। আমার দেখা অনেকেই আছে যে কম পরিশ্রম করে সফল হয়েছে আবার অনেকেই কঠিন পরিশ্রম করেও সফল হতে পারেনি।

তাহলে কি এখানে ভাগ্যের বিষয়টি উঠে আসতেছে না। আপনার আশেপাশে দেখবেন অনেক ভালো স্টুডেন্ট চাকরি পায় না কিন্তু আবার অনেক খারাপ স্টুডেন্ট চাকরি পায়।অনেক ভালো স্টুডেন্ট অল্প সময়েই ঝরে যায় আবার অনেক খারাপ স্টুডেন্ট ভালো হয়ে যায়। এখানেও ভাগ্যের বিষয়টি পরিলক্ষিত। তাই প্রত্যেক বিষয়ে আমাদের ভাগ্যেরও দরকার আছে। তবে ভাগ্যের আশায় সবকিছু ছেড়ে দিলে হবে না আপনাকে কঠিন পরিশ্রম করে আপনার ভাগ্য পরিবর্তনে কাজ করতে হবে।

তা না হলে কখনোই আপনি জীবনে উন্নতি করতে পারবেন না। কঠিন অধ্যাবসায়ের মাধ্যমে আপনার ভাগ্যকে আপনি পরিবর্তন করবেন।। কারণ পরিশ্রম কখনো বিফলে যায় না। পরিশ্রম মানুষকে সফলতার দ্বারপ্রান্তে নিয়ে যাবেই ইনশাআল্লাহ।তাই আজকে আমি আমার পোস্টের মাধ্যমে ভাগ্য নিয়ে উক্তি ও বাণী তুলে ধরব। আপনারা যারা ভাগ্য নিয়ে উক্তি ও বাণী পেতে চান তারা আমাদের সম্পূর্ণ পোস্টটি পড়ুন। আশা করছি তাহলে আপনি আমাদের পশ্চিম মাধ্যমে ভাগ্য নিয়ে উক্তি ও বাণী পেয়ে যাবেন।

ভাগ্য নিয়ে উক্তি

আপনি কি ভাগ্য নিয়ে উক্তি সম্পর্কে জানার জন্য এসেছেন। তাহলে আমাদের আজকের এই পোস্টটি শুধু আপনার জন্য। কারণ আজকে আমি আমার পোষ্টের মাধ্যমে ভাগ্য নিয়ে উক্তি তুলে ধরব। ভাগ্য নিয়ে বিভিন্নজন ব্যক্তিবর্গ বিভিন্ন ধরনের উক্তি করে গেছেন। তাদের করা উক্তিগুলো আজকে আমি আমার পোষ্টের মাধ্যমে তুলে ধরব। আশা করছি আমাদের করা উক্তিগুলো আপনাদের পছন্দ হবে। আসুন জেনে নেয়া যাক ভাগ্য নিয়ে উক্তি সম্পর্কে।

  • আপনার জীবন একটি দুর্ঘটনা নয় । আপনার একটি নিয়তি আছে, কেবলমাত্র এটিই আপনি সম্পূর্ণ করতে পারেন ।
    রিক ওয়ারেন
  • আমরা আজ যে পদক্ষেপ গ্রহণ করি, তা দ্বারা আমরা আমাদের ভাগ্য নির্ধারণ করি ।
    ক্যাথরিন পালসিফার
  • মানুষ সর্বত্র প্রকৃতি এবং ভাগ্যকে দোষ দেয়, তবুও বেশিরভাগ ক্ষেত্রে তার ভাগ্য হয় তার চরিত্র, আবেগের প্রতিধ্বনি, তার ভুল এবং দুর্বলতাগুলি।
    ডেমোক্রিটাস
  • আপনার ভাগ্য লেখার জন্য আর কেউ নেই। আপনার হাতেই আপনার ভবিষ্যৎ ।
    বারাক ওবামা
  • আসুন আমরা আমাদের ভাগ্য অনুসরণ এবং প্রবাহ অনুসরণ করি । যাই ঘটুক না কেন, আমরা এটি গ্রহণ করে ভাগ্য আয়ত্ত করি ।
    ভিরগিল
  • আমরা আমাদের ভাগ্য পরিবর্তনের জন্য পৃথিবীতে আসিনি, তবে তা পূরণ করার জন্য এসেছি ।
    গাই ফিনলে
  • যদি ভাগ্যের সাথে পরাজিত হোন, তবে তার সাথে লড়াই করুন ।
    উইলিয়াম ম্যাকফি
  • ভাগ্য একটি গন্তব্য । এটি কারও উদ্দেশ্য স্থল। আপনার ভাগ্যের পথ একান্তই আপনার জন্য ও অনন্য ।
    ডিয়ারড্রে এ.এমসি ক্লারিন
  • আপনার সিদ্ধান্তের মুহূর্তগুলোতেই আপনার ভাগ্য রূপান্তরিত হয় ।
    টনি রবিনস
  • নিজেকে অন্যের সাথে তুলনা করবেন না । আপনার একান্ত একটি গন্তব্য এবং লক্ষ্য রয়েছে যা কেবলমাত্র আপনিই অর্জন করতে পারেন ।
    মেরিয়ান পার্ল
  • ভালবাসা আমাদের আসল নিয়তি । আমরা একা জীবনের কোন অর্থ খুঁজে পাই না – আমরা এটি অন্যের সাথে খুঁজে পাই ।
    টমাস মার্টন
  • আমরা কতবার হোঁচট খেয়েছি সেটা নয়, আমরা কতবার উঠে দাড়িয়েছি, কত ধুলা বালি লাগিয়েছি তারপর কত বার এগিয়ে চলেছি তার উপর আমাদের ভাগ্য নির্ধারিত হয় ।
    ডিয়েটার এফ উচ্টডর্ফ

ভাগ্য নিয়ে বাণী

অনেকেই আছেন ভাগ্য নিয়ে বাণী সম্পর্কে জানার জন্য গুগলে সার্চ করেন। কারণ তারা এই সকল বাণী তাদের ফেসবুকে অথবা টুইটারে শেয়ার করতে চায়। সে সকল বাণী তারা তাদের বন্ধু-বান্ধবদের মাঝেও শেয়ার করে। আশা করছি আপনারা আমাদের পোস্টের মাধ্যমে সুন্দর সুন্দর কিছু ভাগ্য নিয়ে বাণী পেয়ে যাবেন। আর উক্তি গুলো সবার মাঝে শেয়ার করতে পারবেন। আসুন জেনে নেয়া যাক ভাগ্য নিয়ে অসাধারণ সব বাণী সম্পর্কে।

  • তুমি নিজেই তোমার ভাগ্যের আবিষ্কারক ।
    স্বামী বিবেকানন্দ
  • আপনার চিন্তাগুলো আপনার ভাগ্যের স্থপতি ।
    ডেভিড ও ম্যাককে
  • একজন ব্যক্তি প্রায়শই তার চলার পথে ভাগ্যের দেখা পায়, কিন্তু সে তা এড়িয়ে যায় ।
    জিন ডি লা ফন্টেইন
  • এটি আপনার পছন্দ, সুযোগ নয় – যা আপনার ভাগ্য নির্ধারণ করে।
    জিন নিডেচ
  • এমনকি আপনি যখন মনে করেন- যে আপনি আপনার ভাগ্যের সব কিছু মেপ করে ফেলেছেন, কিন্তু এমন ঘটনা ঘটতে পারে, যা আপনার ভাগ্যকে এমন করে দিবে যা আপনি কখনও কল্পনাও করতে পারেন নি ।
    দীপক চোপড়া
  • বেশীর ভাগ মানুষ খারাফ কোন কিছুর জন্য ভাগ্যকে দোষারোপ করে ।
    কিন হাববার্ড
  • কর্ম ভাগ্যের বীজ, এর ফল ভাগ্যে পরিণত হয় ।
    হ্যারি এস ট্রুম্যান
  • সৃষ্টিজগত এর সবার ভাগ্য আকাশ ও পৃথিবী সৃষ্টির ৫০ হাজার বছর আগে লেখা হয়েছে ।
    আল হাদিস
  • ভাগ্য পরিবর্তনের একমাত্র উপায় হচ্ছে দোয়া করা ।
    আল-হাদিস
  • ভাগ্যের লিখন, না যায় খন্ডন ।
    প্রবাদ
  • নিয়তি কোনও সুযোগের বিষয় নয়; এটি পছন্দের বিষয়। এটি অপেক্ষা করার জিনিস নয়, এটি অর্জন করার জিনিস ।
    উইলিয়াম জেনিংস ব্রায়ান

সর্বশেষ কথা

আমি আমার পোষ্টের মাধ্যমে ভাগ্য নিয়ে উক্তি ও বাণী তুলে ধরেছি। আপনারা যারা ভাগ্য উক্তি ও বাণী পেতে চান তারা আমাদের সম্পূর্ণ পোস্টটি পড়ুন। আশা করছি তাহলেই আপনারা আমাদের পোষ্টের মাধ্যমে ভাগ্য নিয়ে উক্তি পেয়ে যাবেন। এ ধরনের আরো পোস্ট পেতে আমাদের ওয়েবসাইট এর সাথেই থাকুন। আমাদের ওয়েবসাইটে পরিদর্শন করার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।