প্রাক্তনকে ভালোবাসা দিবসের শুভেচ্ছা মেসেজ ও ছন্দ

হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভাল আছেন। আজকে আমি আমার পোস্টের মাধ্যমে প্রাক্তন কে নিয়ে ভালোবাসা দিবসের শুভেচ্ছা ও কিছু ছন্দ তুলে ধরব। প্রাক্তন হচ্ছে মনের ভিতর ঝড় উঠানো এক ভালবাসার নাম। যাকে আমরা কখনো ভুলতে পারিনা। তার সাথে কাঠানো সময় গুলো তার মুখের হাসি, তার নীল চোখে চাহনি কখনোই আমরা ভুলতে পারবো না। পৃথিবীতে যতদিন এ জীবন থাকবে প্রাক্তনের প্রতি ভালবাসা থেকেই যাবে। গুলি ভর্তি পিস্তলের সামনেও বলব প্রাক্তন আজও তোমাকে প্রচুর ভালোবাসি।

তোমার সাথে কথা কাটানো স্মৃতিগুলো কখনো ভোলা যাবে না। তাইতো প্রতিবছর ভালবাসা দিবস আসলেই তোমার কথা যেন আরও বেশি মনে পড়ে যায় তোমার সাথে এক পথচলা দিনগুলো ভেসে ওঠে চোখের সামনে। যা হৃদয়কে আরো বেশি চুরমার করে দেয়। তাইতো আজকের পোস্টটি সাজিয়েছি প্রাক্তন কে নিয়ে। যারা প্রাক্তন কে ভালোবাসেন প্রাক্তনের কথা ভুলতে পারেন না প্রাক্তন কে ভালবাসার শুভেচ্ছা মেসেজ এখনো পাঠাতে চান।

আশা করছি তারা আমাদের আজকের এই পোষ্টের মাধ্যমে প্রাক্তন কে ভালোবাসা দিবসের শুভেচ্ছা মেসেজ ও ছন্দ গুলো পাঠাতে পারবেন। যা দেখে আপনার প্রাক্তন ঠিক থাকতে পারবে না আপনার প্রতি ভালবাসা এবং শ্রদ্ধা তার বেড়েই যাবে। তাই আসুন জেনে নেয়া যাক প্রাক্তনকে নিয়ে ভালোবাসা দিবসের শুভেচ্ছা মেসেজ ও ছন্দ সম্পর্কে।

প্রাক্তনকে ভালোবাসা দিবসের শুভেচ্ছা এসএমএস

আপনি কি প্রাক্তনকে নিয়ে ভালোবাসা দিবসের শুভেচ্ছা মেসেজ সম্পর্কে জানার জন্য এসেছেন। তাহলে আমাদের আজকের এই পোস্টে আপনাকে স্বাগতম। আপনারা যারা প্রাক্তনকে আজও ভালোবাসেন তাদের কথা মনে করে কষ্ট পাচ্ছেন। আশা করছি তারা আমাদের আজকের এই পোস্টের মাধ্যমে সুন্দর সুন্দর ভালোবাসা দিবসের শুভেচ্ছা এসএমএস গুলো পেয়ে যাবেন। যেগুলো পড়লে আপনার মন ভালো হবে এবং আপনারা চাইলে প্রাক্তন কে এই শুভেচ্ছা মেসেজ পাঠাতে পারবেন। তাই আসুন জেনে নেয়া যাক প্রাক্তনকে নিয়ে ভালোবাসা দিবসের শুভেচ্ছা সম্পর্কে বিস্তারিত সকল তথ্য।

হায়রে কারে তুমি করলা আপন আমায় পর করে? আজ তোমার মনের এক কোনায় কার আনাগোনা; দিনরাত কার সাথে হয় তোমার মনের লেনা দেনা? সুখে থাকো ভালো থেকো, করি শুধু প্রার্থনা; অন্য হাত ধরে অন্য পথে থেকো করি এই আরাধনা।
সংগৃহীত

হঠাৎ দেখা হয়ে গেলো বছর কুড়ি পর, এখন আমি প্রাক্তন, তোর হয়েছে নতুন ঘর।
সংগৃহীত

তুমি হয়তো বহুদূর! তবু তোমার কথার সুর, দেখো বাজছে এখনও, আমার এই বেসুরো জীবনে, ভুলতে পারিনি তোমায়।
সংগৃহীত

আমার হৃদয় থেকে যে তোমাকে নিয়েছে কেড়ে। তোমার অপেক্ষায় থাকতে থাকতে আমার এই হৃদয়টা পচে গিয়ে, গেছে মরে। চিন্তা কোরো না আমি ভালো আছি, তোমাকে ভুলে যাওয়ার চেষ্টা। হয়তোবা তোমাকে ভুলে যাবো জীবনের শেষ পৃষ্ঠায়।
সংগৃহীত

একদিন হয়তো তোমার প্রাক্তন, ‘প্রেমিকা’ হয়ে যাব। তখন আমাকে নিয়েই হবে তোমার লেখায় কাব্য, কবিতা, ছবি! আরো কত বিষাদগাঁথা!
সংগৃহীত

জীবনের এক ভুল সময়ে একজন ভুল মানুষের সঙ্গে দেখা করিয়ে দেওয়ার দায়ে ঈশ্বর নামের ব্যক্তিটি আজীবন আমার কাছে দায়ী হয়ে থাকবেন।
সংগৃহীত

প্রাক্তন কে নিয়ে ঠিক ততটাই বলো, যতটা তুমি নিজের সম্পর্কে শুনতে পারো, কারণ তুমিও কিন্তু তার প্রাক্তন।
সংগৃহীত

তোমার দেওয়া খুঁটিনাটি সকল কষ্টগুলো যত্ন করে রাখা আছে আমার কাছে। একদিন সময় করে দেখতে এসো।
সংগৃহীত

যে সবুজ বিন্দুটির আশায় ফোনের স্ক্রিনে তাকিয়ে পার করে ফেললাম শত শত ঘন্টা, সেটা যে আর কোনদিনই আমার জন্য জ্বলেনি।
সংগৃহীত

তার সাথে সম্পর্কের বিচ্ছেদ আমায় বড় সাহস দিয়েছে, এখন আর কাউকে হারানোর বেদনা আর নেই আর কাউকে পাওয়ার ইচ্ছাও নেই।
সংগৃহীত

এখনও ফোনের অসময়ে হওয়া ভাইব্রেশনের সাথে প্রতিবার চমকে উঠি! কিন্তু কাঙ্ক্ষিত সেই ফোনটা আর কোনদিনই আসেনি, হয়তো আসবেও না।
সংগৃহীত

প্রেম হল এক মানুষের জীবনের অসাধারণ চরিত্র, এটা অসম্পূর্ণ থাকতে পারে কিন্তু কখনো শেষ হয় না!
সংগৃহীত

প্রাক্তনকে ভালোবাসা দিবসের ছন্দ

আজকে আমি আমার পোস্টের মাধ্যমে প্রাক্তন কে নিয়ে ভালোবাসা দিবসের সুন্দর সুন্দর ছন্দ গুলো তুলে ধরব। আপনারা যারা প্রাক্তন কে নিয়ে ভালোবাসা দিবসের সুন্দর সুন্দর ছন্দগুলো গুগলে সার্চ করতেছেন বা এই ছন্দ গুলো আপনারা ফেসবুকে অথবা টুইটারে শেয়ার করতে চান আশা করছি তারা আমাদের আজকের এই প্রশ্নের মাধ্যমে প্রাক্তনকে নিয়ে ভালোবাসা দিবসের ছন্দ গুলো পেয়ে যাবেন। তাই আসুন জেনে নেয়া যাক তারপর কি নিয়ে ভালোবাসা দিবসের ছন্দ সম্পর্কে।

মানুষ বলে কেউ চলে গেলেও আমাদের জীবন অপূর্ণ থাকে না , কিন্তু লক্ষ নতুন মানুষ মিললেও যে তার অভাব পূরণ হয় না!
সংগৃহীত

তোর তো কোনও ভুল নেই, আমারও ছিল না কোনো ভুল। হয়তো ঈশ্বর চান নি, তাই আর কিছুই হলো না!
সংগৃহীত

আমায় তোমার দুঃখের ভাগটা দিলে, দিলে আনন্দের ভাগটাও, শুধু জীবনের ভাগটাই দিলে না!
সংগৃহীত

যে ছিল একসময় অতিপ্রিয় আপনজন, সেই আজ সময়ের ব্যবধানে হয়ে গেছে প্রাক্তন।
সংগৃহীত

যদি কখনো মন বদলায়, ইচ্ছে করে ফিরে আসার, সময় নষ্ট করো না যেনো, আশ্রয় নিও ভালোবাসার।
সংগৃহীত

দুঃখ আমাকে হাসতে দেয়নি, সময় আমাকে কাঁদতে দেয়নি, যখন আমি ঘুমিয়ে পড়েছিলাম, তোমার স্মৃতি আমাকে ঘুমাতে দেয়নি।
সংগৃহীত

আমার এই একাকিত্বের প্রহরগুলো জুড়ে শুধু তোমার অবিরত বিচরণ। থাকে যদি সময় তবে খবর নিও; ইতি, তোমার ফেলে যাওয়া প্রাক্তন।
সংগৃহীত

কখনও যদি তোমার মনে হয় যে এবার তবে ফিরেই যাই। আর কিছু না ভেবে ফিরে এসো আমার তরে, আজও আমার এ মন তোমারই অপেক্ষা করে৷৷
সংগৃহীত

অতীতকে যতই ভুলতে চাই ততই মনে পড়ে, কেনো জানি তোমার কাছে ফিরে যেতে এ হৃদয় আমায় বাধ্য করে ।
সংগৃহীত

ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা, আর যেন কোনদিন কোনভাবেই কোথাও তোর মুখোমুখি এসে দাঁড়াতে না হয়! কারণ নিজেকে সামলে নেবার মত এতটা সাহস বা শক্তি আমার আর নেই।
সংগৃহীত

প্রাক্তনকে ভালোবাসা দিবসের ফেসবুক ক্যাপশন

অনেকেই আছেন প্রাক্তন কে নিয়ে ভালোবাসা দিবসের ফেসবুক ক্যাপশন গুলো খুঁজে বেড়ানো। কারণ তারা তাদের প্রাক্তনের ছবি ফেসবুকের মধ্যে লাগিয়ে কিছু ক্যাপশন সাথে দিয়ে পোস্ট করতে চায় বা তার প্রাক্তন কি এসএমএস আকারে পাঠাতে চায়। বিশেষ করে তাদের পুরনো কি কি যখন মনে পড়ে তখন তারা এই ধরনের পাগলামি করে থাকে। আশা করছি আপনারা যারা প্রাক্তন কে নিয়ে ভালোবাসা দিবসের ফেসবুক ক্যাপশন গুলো পেতে চাচ্ছেন তারা খুব সুন্দর সুন্দর ফেসবুক ক্যাপশন গুলো আমাদের পোস্টের মাধ্যমে পেয়ে যাবেন। তাই আসুন জেনে নেয়া যাক প্রাক্তন কে নিয়ে ভালোবাসা দিবসের ক্যাপশন সম্পর্কে।

অপেক্ষা কি জিনিস তা আমাকে শেখাতে চাইছো? আমি তো এখনও তার একটা আওয়াজ শোনার আশায় আজ পর্যন্ত নিজের পুরোনো নাম্বারটাও বদলাইনি।
সংগৃহীত

হ্যাঁ আমি জানি, তোমার আমার মধ্যে যা ছিল সবকিছুই শেষ হয়ে গেছে। কিন্তু তা বলে আমাদের স্মৃতিগুলোকে অন্য কারও কাছে গল্পের রূপে পরিণত করো না, সেটা না হয় আমাদের মনের গভীরেই থাক।
সংগৃহীত

এই জন্মে তো তোমার প্রেমিকা হয়েছিলাম। পরের জন্মে না হয় তোমার ব্যস্ততা হয়ে জন্মাব!
সংগৃহীত

সম্পর্কটা ইতি টেনেছে, নীরবতা তাই অন্তহীন, ফিরে তাকানোটা নিষ্প্রয়োজন আর অপেক্ষাটা অর্থহীন।
সংগৃহীত

বৃষ্টি দিয়ে যদি চলে যাওয়ার ছিল, তবে রোদ্দুর কেন দেখালে?
সংগৃহীত

জানো কি? যারা তোমার উপর রাগ করে তোমায় ছেড়ে চলে যায়, তারা একদিন না একদিন ফিরে আসে। কিন্তু যারা হাসতে হাসতে দূরে চলে যায়, তারা আর কখনই ফিরে আসে না।
সংগৃহীত

তুলে দিয়েছি আমি তাকে তার পছন্দের হাতে, ভালো থাকুক আমার ভালোবাসা অন্য কারোর সাথে।
সংগৃহীত

কে বলেছে যে ভালোবাসা কখনো পুরোনো হয় না? দিব্যি হয়। এমনকি পুরোনো থেকে জরাজীর্ণ হতে থাকে এবং শেষে ঘুণে খেয়ে তা ফোঁপরা করে দেয়, কত ভালবাসার যে এমন দশা হয়! প্রেমিকেরা তো সে খবরও রাখেনা।
সংগৃহীত

মধ্যরাতে একলা ছাদে বসে চোখ বন্ধ করে দূর আকাশে তাকিয়ে থাকলে আজও তোমাকে মনে পড়ে, সেই তুমিই চির প্রাক্তন!!
সংগৃহীত

তোমার ঐ কবিতার খাতায় আজ আর আমায় নিয়ে কিছু লেখা হয় না!
সংগৃহীত

যে মানুষটার কারণে আমার জীবনের এত অবনতি হল, সেই মানুষটা একসময় সুখের স্বপ্ন দেখিয়ে আজ আমাকে এক দুঃখ কষ্টের সাগরে ডুবিয়ে দিয়ে গেল।
সংগৃহীত

অনেক সময় প্রাক্তন ভেসে আসে বর্তমানের স্রোতে আর বর্তমান হারিয়ে যায় কালো পর্দার গোপন কুঠুরিতে।
সংগৃহীত

সর্বশেষ কথা

আমি আমার পোস্টের মাধ্যমে প্রাক্তন কে নিয়ে ভালোবাসা দিবসের শুভেচ্ছা মেসেজ ও ক্যাপশন তুলে ধরেছি। আপনারা যারা ভালোবাসার মানুষকে নিয়ে এ ধরনের ক্যাপশন ও শুভেচ্ছা মেসেজ পেতে চান তারা আমাদের সম্পূর্ণ পোস্ট করুন। আশা করছি তাহলেই আপনারা আমাদের আজকের এই পোস্টের মাধ্যমে উপকৃত হতে পারবেন। এ ধরনের পোস্ট পেতে আমাদের ওয়েবসাইটের সাথেই থাকুন। আমাদের ওয়েবসাইটে পরিদর্শন করার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।