ঢাকা থেকে কক্সবাজার ট্রেনের সময়সূচী ভাড়া 2024

কক্সবাজার বাংলাদেশের পর্যটন এলাকার সবথেকে জনপ্রিয় একটি জায়গা | এটি বিশ্বের সবথেকে বড় সমুদ্র সৈকত,প্রতিবছর দেশ বিদেশ থেকে হাজার হাজার পর্যটক ভিড় জমায় কক্সবাজারে|

ট্রেনের নাম ও সময়সূচী:

1> [ কক্সবাজার এক্সপ্রেস ]|এই ট্রেনটি ঢাকা থেকে রাত 10:30 মিনিটে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দেয় এবং সকাল 6টা ৪০ মিনিটের কক্সবাজার পৌঁছাবে | এবং পরবর্তী একই ট্রেন  কক্সবাজার থেকে দুপুর ১২:৩০ এ রওনা দিবে ঢাকার উদ্দেশ্যে এবং ঢাকা  পৌঁছাবে আনুমানিক সময় রাত 9টা 40 মিনিট |

{ সাপ্তাহিক ছুটি সোমবার }

2>[ পর্যটক এক্সপ্রেস ] পর্যটকদের কথা চিন্তা রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত 10ই জানুয়ারি ২০২৪ সালে এই ট্রেনটি উদ্বোধন করেন | ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিবে সকাল 6 :15 মিনিট এ এবং কক্সবাজারে পৌঁছাবে বিকেল 3:00 টায় পরবর্তী  একই ট্রেন কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিবে রাত ৮ টায় এবং ঢাকায় পৌঁছাবে ভোর 5টা |

{ সাপ্তাহিক ছুটি রবিবার }

3>[ মহানগর প্রভাতী এক্সপ্রেস ] ঢাকা থেকে সকাল 7:45মিনিটে রওনা দিবে কক্সবাজারের উদ্দেশ্যে এবং পৌঁছাবে বিকেল 4টা| পরবর্তী একই ট্রেন কক্সবাজার থেকে রওনা দিবে ঢাকার উদ্দেশ্যে রাত ৮:৩০ মিনিটে এবং পৌঁছাবে সকাল 6 টায় | 

4> [তূর্ণা এক্সপ্রেস ] ঢাকা থেকে কক্সবাজার রওনা দিবে রাত 11:30 মিনিটে এবং কক্সবাজার পৌছবে সকাল 8:30 মিনিট | আবার কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিবে দুপুর 12 |আর ঢাকায় পৌঁছবে রাত ৯ টায় |

ঢাকা থেকে কক্সবাজার যাওয়ার মেইল ট্রেনের সময়সূচী:

ট্রেনের নাম ট্রেন ছাড়ার সময় ট্রেন পৌঁছানোর সময় ছুটির দিন
চট্টলা এক্সপ্রেস 01:00 PM 08:50 PM মঙ্গলবার
কর্ণফুলী এক্সপ্রেস 08:30 AM 08:00 PM নাই
কক্সবাজার মেইল 10:30 PM 07:25 AM নাই

এক্সপ্রেস ট্রেনের ভাড়া: 

আসন বিভাগ ট্রেনের ভাড়া
শোভন ৪২০ টাকা
শোভন চেয়ার ৫০৫ টাকা
প্রথম সিট ৬৭০ টাকা
প্রথম ব্যর্থ ১,০০০ টাকা
স্নিগ্ধা ৯৬১ টাকা
এসি সিট ১,১৫০ টাকা
এসি ব্যর্থ ১,৭২৫ টাকা

ঢাকা থেকে কক্সবাজার মেইল ট্রেনের ভাড়া: 

 

আসন বিভাগ ট্রেনের ভাড়া
২য় (সাধারণ) শ্রেণি ১২৫ টাকা
২য় (মেইল/এক্সপ্রেস) ১৭০ টাকা
কমিউটার ট্রেন ২১০ টাকা
সুলভ শ্রেণি ২৫০ টাকা
শোভন শ্রেণি ৪২০ টাকা
শোভন চেয়ার ৫০৫ টাকা

 

 

2 Comments

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।