মা দিবসের অসাধারণ কবিতা 2024
হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম । আশা করি আপনারা সবাই ভাল আছেন । আজকে আমি আমার পোস্টটি তুলে ধরব মা দিবসের কবিতা নিয়ে । মার মত আপন পৃথিবীতে আর কেউ হয় না । আর মাকে ভালোবাসে না এমন মানুষ তো খুঁজে পাওয়া যায় না । কারণ প্রত্যেকটি সন্তানই তার মাকে প্রচন্ড ভালোবাসে । মায়ের মত পৃথিবীতে দ্বিতীয়ত আর কেউ আপন হবে না । মা তো মা-ই । দশ মাস দশ দিন গর্ভে ধারণ করে পৃথিবীর মুখ দেখিয়েছেন এই মা । ছোটবেলায় কতই না যন্ত্রণা দিতাম মাকে তবুও সেই যন্ত্রণা সহ্য করে আমাদের লালন-পালন করেছেন ।
মায়ের কথা কবিতা দিয়ে শেষ করা যাবেনা । মায়ের প্রশংসা করলে করতেই মন চাব । সন্তান যতই বিপদে পড়ুক না কেন মাতাকে বুকে টেনে নিবেই । সন্তানের কিছু হলেই মা আগে টের পায় । কারণ একটি সন্তান যে একজন মায়ের নারী ছেরা ধন । তাইতো বিখ্যাত বিখ্যাত কবিরা মাকে নিয়ে বিভিন্ন ধরনের কবিতা লিখে গেছেন তাদের কবিতায় ফুটে উঠেছে মায়ের প্রশংসা । কারণ মা ছাড়া পৃথিবীতে কেউ আপনাকে তেমনভাবে আপন করে দেখবেনা।
তাইতো প্রতিবছর ৮ ই মে সারা পৃথিবীতে মা দিবস পালিত হয় । ৮ ই মে মর্যাদার সঙ্গে এই দিনটি সকলেই পালন করে থাকে। বিশ্বের সকল মাকে সম্মান জানানোর জন্য এই দিবসটি পালন করা হয় । তাই এই দিবসে যারা আপনার মাকে সুন্দর একটি কবিতা উপহার দিতে চান তারা আমাদের আজকের এই পোস্টটি পড়ুন । আশা করছি তারা আমাদের আজকের এই পোস্টটির মাধ্যমের উপকৃত হতে পারবেন । আর মাকে নিয়ে সুন্দর এই কবিতাটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে পারবেন ।
মা দিবসের কবিতা
মা শব্দটি একটি মধুময় শব্দ । আমরা যে কোন সমস্যায় পড়লে মাকে ডেকে থাকি । বা বাড়িতে আমরা সর্বদা মা মা বলে চিৎকার করে থাকি । এই ডাক্টির থেকে অন্য কোন ডাক আমরা বেশি দেই না । কারণ মায়ের মত আপন কেউ হয় না । পৃথিবীতে যার মা নেই সে বোঝে মাত না থাকার কত যন্ত্রনা । মাঝে কত বড় নেয়ামত যারা মাকে হারিয়েছে তারাই বলে । আপনার কেউ মঙ্গল জাগার নাচাক আপনার মা আপনার জন্য সব সময় মঙ্গল কামনা করবেই । তাই প্রত্যেকটি মাকেই আপনারা যত্ন নিবেন মাকে হারালে আর কখনোই মা পাবেন না । মায়ের মত আপন কেউ হয় না । তাই আজকে আমি আমার পোস্টের মাধ্যমে মা দিবসের দুটি সুন্দর কবিতা তুলে ধরব । আশা করছি আপনারা আমাদের আজকের এই পোস্টটির মাধ্যমে উপকৃত হতে পারবেন।
মা
কাজী নজরুল ইসলাম
যেখানেতে দেখি যাহা
মা-এর মতন আহা
একটি কথায় এত সুধা মেশা নাই,
মায়ের মতন এত
আদর সোহাগ সে তো
আর কোনখানে কেহ পাইবে ভাই!
হেরিলে মায়ের মুখ
দূরে যায় সব দুখ,
মায়ের কোলেতে শুয়ে জুড়ায় পরান,
মায়ের শীতল কোলে
সকল যাতনা ভোলে
কত না সোহাগে মাতা বুকটি ভরান।
কত করি উৎপাত
আবদার দিন রাত,
সব স’ন হাসি মুখে, ওরে সে যে মা!
আমাদের মুখ চেয়ে
নিজে র’ন নাহি খেয়ে,
শত দোষী তবু মা তো তাজে না।
ছিনু খোকা এতটুকু,
একটুতে ছোট বুক
যখন ভাঙিয়া যেতো, মা-ই সে তখন
বুকে করে নিশিদিন
আরাম-বিরাম-হীন
দোলা দেয় শুধাতেন, ‘কি হোলো খোকন?’
আহা সে কতই রাতি
শিয়রে জ্বালায়ে বাতি
একটু আসুখ হলে জাগেন মাতা,
সব-কিছু ভুলে গিয়ে
কেবল আমায়ের নিয়ে
কত আকুলতা যেন জাগন্মাতা।
যখন জন্ম নিনু
কত আসহায় ছিনু,
কাঁদা ছাড়া নাহি জানিতাম কোন কিছু,
ওঠা বসা দূরে থাক-
মুখে নাহি ছিল বাক,
চাহনি ফিরিত শুধু আর পিছু পিছু।
তখন সে মা আমার
চুমু খেয়ে বারবার
চাপিতেন বুকে, শুধু একটি চাওয়ায়
বুঝিয়া নিতেন যত
আমার কি ব্যথা হোতো,
বল কে ওমন স্নেহে বুকটি ছাওয়ায়।
অন্য মা
রবীন্দ্রনাথ ঠাকুর
আমার মা না হয়ে তুমি
আর কারো মা হলে
ভাবছ তোমায় চিনতেম না
যেতেম না ঐ কোলে?
মজা আরো হত ভারি,
দুই জায়গায় থাকত বাড়ি,
আমি থাকতেম এই গাঁয়েতে,
তুমি পারের গাঁয়ে।
এইখানেতে দিনের বেলা
যা-কিছু সব হত খেলা
দিন ফুরোলেই তোমার কাছে
পেরিয়ে যেতেম নায়ে।
হঠাৎ এসে পিছন দিকে
আমি বলতেম, বল্ দেখি কে?
তুমি ভাবতে, চেনার মতো,
চিনি নে তো তবু।
তখন কোলে ঝাঁপিয়ে পড়ে
আমি বলতেম গলা ধরে—
আমায় তোমার চিনতে হবেই
আমি তোমার অবু।
সর্বশেষ কথা,
৮ ই মে মায়ের প্রতি সম্মান জানিয়ে সারা বিশ্ব মা দিবস পালন করে থাকে । তাইতো অনেকেই মা দিবসের কবিতাগুলো জানার জন্য গুগলে সার্চ করে থাকেন । তাই আজকে আমি আমার পোষ্টের মাধ্যমে মা দিবসে সুন্দর দুটি কবিতা তুলে ধরেছি । আপনারা যারা মা দিবসের কবিতা গুলো পেতে চান আশা করছি তারা আমাদের আজকের এই পোস্টের মাধ্যমে তা পেয়ে যাবেন । এ ধরনের পোস্ট পেতে আমাদের ওয়েবসাইটে সাথেই থাকুন । আমাদের ওয়েবসাইটে পরিদর্শন করার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ ।