পহেলা বৈশাখ নিয়ে স্ট্যাটাস, উক্তি, ক্যাপশন ছন্দ ও কবিতা

হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভাল আছেন। আজকে আমি আমার পোষ্টের মাধ্যমে পহেলা বৈশাখ নিয়ে স্ট্যাটাস উক্তি ক্যাপশন ও কবিতা তুলে ধরব। পহেলা বৈশাখ হচ্ছে বাংলা মাসের প্রথম দিন। সারা পৃথিবী জুড়ে যেমন হ্যাপি নিউ ইয়ার পালন করা হয় তেমনি বাঙালিরা পালন করে পহেলা বৈশাখ। কারণ এটা তাদের বাংলা মাসের প্রথম দিন হিসেবে তারা উদযাপন করে থাকে। এই দিনটি হচ্ছে বাঙ্গালীদের একটি বিশেষ দিন। এই দিনটিতে তারা নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান স্কুল কলেজে নানা ধরনের আয়োজন করা হয়।

এই আয়োজনগুলোতে স্টল সাজানো হয় পান্তা ইলিশের ব্যবস্থা করা হয়। মানুষজনকে ডেকে নিয়ে খাওয়ানো হয় এবং সবার কাছ থেকে মোটা অংকের টাকা নেওয়া হয় সেই খাওয়ানোর বিনিময়ে। যে যত বেশি চালাকি করতে পারবে সে তত বেশি চালাক বলে গণ্য হবে এই দিনটিতে। অনেকেই আবার এই দিনটিতে পড়ালেখার প্রতিযোগিতা করে তাদের ধারণা এই দিনে যদি তারা বেশি করে পড়ালেখা করে তাহলে সারা বছর তারা ভালোভাবে পড়ালেখা করতে পারবে। একেকজনের চিন্তা ভাবনা একেক রকম। তবে এই দিনটিতে অনেকেই নানা ভাবে সেজেগুজে বাহির হয়।

বাংলাদেশের অনেক জায়গায় মেলা বসে। অনেকেই তাদের পরিবারসহ মেলায় ঘুরতে যায়। আর আজকে আমি আমার পোষ্টের মাধ্যমে পহেলা বৈশাখ নিয়ে কিছু স্ট্যাটাস উক্তি ক্যাপশন তুলে ধরব। কারণ এগুলো অনেকেই তাদের সোশ্যাল মিডিয়া অথবা বন্ধু-বান্ধবদের মাঝে শেয়ার করতে চায়। আপনারা যারা পয়লা বৈশাখ নিয়ে এই বিষয়গুলো সম্পর্কে জানার জন্য আগ্রহী আশা করছি তারা আমাদের আজকের এই পোষ্টের মাধ্যমে এ বিষয়গুলো সম্পর্কে জানতে পারবেন।

পহেলা বৈশাখ নিয়ে স্ট্যাটাস

পহেলা বৈশাখ হচ্ছে বাঙ্গালীদের উৎসব। সকল বাঙালি এই দিনটিতে নানাভাবে আনন্দ করে থাকে। একেকজনের আনন্দের ধারণা একই রকম। তবে এই দিনটি আসলেই সকলের বাড়িতে পান্তা ইলিশ পাওয়া যাবে। সেই সাথে পাবেন সুখটি ভর্তা। এই খাবারগুলো বাঙালিরা মজা করে খায়। তারা মনে করে এই খাদ্যগুলোর মাধ্যমে তারা যেন তাদের ঐতিহ্যকে লালন করে। আবার অনেকেই নানা ধরনের স্ট্যাটাস বা বন্ধু-বান্ধবদের এসএমএসের মাধ্যমে স্ট্যাটাস গুলো শেয়ার করে থাকে। আশা করছি আপনারা আমাদের পোস্টের মাধ্যমে পহেলা বৈশাখ নিয়ে এই স্ট্যাটাস গুলো পেয়ে যাবেন। তাই আসুন জেনে নিয়ে যাক পহেলা বৈশাখ নিয়ে স্ট্যাটাস সম্পর্কে।

পান্তা ইলিশ আর ভর্তা ভাজি বাঙ্গালীর প্রাণ… নতুন বছর সবাই গাইবো বৈশাখের গান..এসো হে বৈশাখ এসো এসো
শুভ নভবর্ষ ১৪৩২

নতুন সূর্য, নতুন প্রান। নতুন সুর, নতুন গান। নতুন উষা, নতুন আলো। নতুন বছর কাটুক ভাল। কাটুক বিষাদ, আসুক হর্ষ। শুভ হোক নববর্ষ।
সবাইকে বাংলা নববর্ষের শুভেচছা।১৪৩২

নতুন আশা নতুন প্রাণ, নতুন হাসি নতুন গান,নতুন সকাল নতুন আলো,নতুন দিন হোক ভালো, দুঃখকে ভুলে যাই,
নতুনকে স্বাগত জানাই শুভ নববর্ষ ১৪৩২

নতুন এই দিন,নতুন এই আলো,নতুন এই বছর ,নতুন কিছু ভালো ,নতুন কিছু কথা ,নতুন কিছু আশা ,নতুন করে জীবন নিয়ে নতুন স্বপ্ন দেখা।
শুভ নববর্ষ ১৪৩২

বছর শেষের ঝরা পাতা বললো উড়ে এসে, একটি বছর পেরিয়ে গেলো হাওয়ার সাথে ভেসে, নতুন বছর আসছে তাকে যত্ন করে রেখো, স্বপ্ন গুলো সত্যি করে খুব-ই ভালো থেকো।
১৪৩২

পহেলা বৈশাখ নিয়ে উক্তি

পহেলা বৈশাখ নিয়ে বিভিন্নজন ব্যক্তিবর্গ নানা ধরনের উক্তি করে গেছেন। তাদের করা উক্তিগুলো আজকে আমি আমার পোষ্টের মাধ্যমে তুলে ধরব। আপনারা যারা পহেলা বৈশাখ নিয়ে উক্তিগুলো সম্পর্কে জানার জন্য আগ্রহী এবং এ বিষয়ে google এ সার্চ করতেছেন আশা করছি তারা পহেলা বৈশাখ নিয়ে এই সুন্দর উক্তিগুলো আমাদের পোস্টের মাধ্যমে পেয়ে যাবেন। তাই আসুন জেনে নেয়া যাক পহেলা বৈশাখ নিয়ে সুন্দর সুন্দর উক্তি সমূহ সম্পর্কে।

রুদ্রতপের সিদ্ধি এ কি ওই-যে তোমার বক্ষে দেখি, ওরই লাগি আসন পাতো হোমহুতাশন জ্বেলে॥ নিঠুর, তুমি তাকিয়েছিলে মৃত্যুক্ষুধার মতো তোমার রক্তনয়ন মেলে।
রবীন্দ্রনাথ ঠাকুর

ভীষণ, তোমার প্রলয়সাধন প্রাণের বাঁধন যত যেন হানবে অবহেলে। হঠাৎ তোমার কণ্ঠে এ যে আশার ভাষা উঠল বেজে, দিলে তরুণ শ্যামল রূপে করুণ সুধা ঢেলে॥
রবীন্দ্রনাথ ঠাকুর

ঈশানের পুঞ্জমেঘ অন্ধবেগে ধেয়ে চলে আসে বাধাবন্ধহারা গ্রামান্তরে বেণুকুঞ্জে নীলাঞ্জনছায়া সঞ্চারিয়া হানি দীর্ঘধারা। বর্ষ হয়ে আসে শেষ, দিন হয়ে এল সমাপন, চৈত্র অবসান– গাহিতে চাহিছে হিয়া পুরাতন ক্লান্ত বরষের সর্বশেষ গান।
রবীন্দ্রনাথ ঠাকুর

ধূসরপাংশুল মাঠ, ধেনুগণ যায় ঊর্ধ্বমুখে, ছুটে চলে চাষি। ত্বরিতে নামায় পাল নদীপথে ত্রস্ত তরী যত তীরপ্রান্তে আসি। পশ্চিমে বিচ্ছিন্ন মেঘে সায়াহ্নের পিঙ্গল আভাস রাঙাইছে আঁখি– বিদ্যুৎ-বিদীর্ণ শূন্যে ঝাঁকে ঝাঁকে উড়ে চলে যায় উৎকণ্ঠিত পাখি।
রবীন্দ্রনাথ ঠাকুর

বৈশাখি মেঘ ঢেকেছে আকাশ, পালকের পাখি নীড়ে ফিরে যায় ভাষাহীন এই নির্বাক চোখ আর কতোদিন? নীল অভিমান পুড়ে একা আর কতোটা জীবন? কতোটা জীবন!!
রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ

রসের আবেশরাশি শুষ্ক করি দাও আসি, আনো আনো আনো তব প্রলয়ের শাঁখ। মায়ার কুজ্ঝটিজাল যাক দূরে যাক॥
রবীন্দ্রনাথ ঠাকুর

বৈশাখ হে, মৌনী তাপস, কোন্ অতলের বাণী এমন কোথায় খুঁজে পেলে। তপ্ত ভালের দীপ্তি ঢাকি মন্থর মেঘখানি এল গভীর ছায়া ফেলে॥
রবীন্দ্রনাথ ঠাকুর

পহেলা বৈশাখ নিয়ে ক্যাপশন

অনেকেই সোশ্যাল মিডিয়া ফেসবুক অথবা টুইটারে তাদের ছবির সঙ্গে ক্যাপশন লাগাতে চায়। কিন্তু কি ধরনের ক্যাপশন ব্যবহার করবে এ বিষয়ে তারা অবগত নন। তাই তারা ইন্টারনেটে ব্যবহার করে গুগলে সাহায্য নিতে চায়। তাই তারা গুগলে সার্চ করে পহেলা বৈশাখ নিয়ে ক্যাপশন সম্পর্কে জানার জন্য। আশা করছি তারা খুব সহজেই আমাদের পোস্টের মাধ্যমে পহেলা বৈশাখ নিয়ে এই ক্যাপশন গুলো সম্পর্কে জানতে পারবেন। এখন জেনে নেয়া যাক পহেলা বৈশাখ নিয়ে ক্যাপশন সম্পর্কে।

ইচ্ছে গুলো উড়ে বেরাক পাখনা দুটি মেলে, দিনগুলি তোর যাকনা কেটে এমনি হেসে খেলে। অপূর্ন না থাকে যেন তোর কোন সখ,
এই কামনার সাথে জানাই শুভ পহেলা বৈশাখ।

আকাশের সব নীল দিয়ে, প্রভাতের সব লাল দিয়ে, হৃদয়ের সব অনুভুতি দিয়ে, অরন্যের সব সবুজ দিয়ে, সমুদ্রের সব গভীরতা দিয়ে তোমাকে জানাই
শুভ নববর্ষ!

তোমার জন্য সকাল দুপুর, তোমার জন্য সন্ধ্যা, তোমার জন্য সকল গোলাপ, সব রজনীগন্ধা, তোমার জন্য সব সুর, তোমার জন্য ছন্দ, নতুন বছর বয়ে আনুক অনাবিল আনন্দ
শুভ নববর্ষ

শরৎতের হাওয়ায় দোলে কাশফুল, নদির দু কোল তাই আনন্দে বেকুল…এক চিলতে মেঘের এক টুকরো আলো, কিছুই চাইনা, শুধু থেক অনেক ভাল
শুভ নববর্ষ!

রাতের শেষে মিষ্টি হেসে তাকাও চোখ খুলে…নতুন আলোয় নতুন ভোরে দুখঃ যাবে ভূলে…ঝিলমিলিয়ে হাসবে আবার, আধার হবে শেষ…এসে গেছে নতুন বছরের নতুন এসএমএস!
শুভ নববর্ষ

তিন জন লোক তোমার ফোন নম্বর চাইছিল। আমি দিইনি, কিন্তু ঠিকানাটা দিয়েই দিলাম। ওরা এই নববর্ষে তোমার বাড়ি যাচ্ছে।ওরা হলো সুখ, শান্তি আর সমৃদ্ধি
শুভ নববর্ষ

সুখের স্মৃতি রেখ মনে, মিশে থেক আপন জনে , মান অভিমান সব ভুলে , খুশির প্রদীপ রেখ জেলে ,হাজার সূর্য তোমার চোখে, বন্ধু তুমি থেক সুখে।
শুভ নববর্ষ

পহেলা বৈশাখ নিয়ে ছন্দ

পহেলা বৈশাখ নিয়ে নানা ধরনের ছন্দ রয়েছে। তার মধ্যে কিছু রোমান্টিক ছন্দ আজকে আমি আমার পোষ্টের মাধ্যমে তুলে ধরব। আপনারা যারা পহেলা বৈশাখ নিয়ে ছন্দ সম্পর্কে জানার জন্য আগ্রহী আশা করছি তারা আমাদের আজকের এই পোষ্টের মাধ্যমে পহেলা বৈশাখ নিয়ে ছন্দ গুলো পেয়ে যাবেন। আসুন জেনে নিয়ে যাক পহেলা বৈশাখ নিয়ে সন্ধ্যা সম্পর্কে।

মনে আসুক বসন্ত,
সুখ হোক অনন্ত!
স্বপ্ন হোক জীবন্ত
আর নতুন বছরের আনন্দ হোক অফুরন্ত !
শুভ নববর্ষ

নববর্ষের নবরূপ রাঙিয়ে দিক প্রতিটি মুহূর্ত,
সুন্দর সমৃদ্ধ হোক আগামীর দিনগুলো ।
শুভ নববর্ষ

নতুন সকাল , নতুন দিন , নতুন করে শুরু ।
যা হয় না যেন শেষ,
নববর্ষের শুভেচ্ছা সাথে,
পাঠালাম তোমায় এই এসএমএস !
শুভ নববর্ষ

তিনজন লোক তোমার ফোন নাম্বার চেয়েছিলো ।
আমি দিইনি। তবে তোমার বাড়ির ঠিকানা দিয়েছি।
তারা এই নববর্ষে তোমার বাড়ি আসবে ।
তারা তিনজন হলো- সুখ, শান্তি, সমৃদ্ধি !
অগ্রিম শুভ নববর্ষ!

নতুন আশা নতুন প্রান
নতুন হাসি নতুন গান
নতুন সকাল নতুন আলো
নতুন দিন কাটুক ভালো
দুঃখকে ভুলে যাই
নতুন কে স্বাগত জানাই
শুভ পহেলা বৈশাখ

পুরনো যত হতাশা, দুঃখ,অবসাদ,
নতুন বছর সেগুলোকে করুক ধূলিস্যাৎ।
সুখ, আনন্দে মুছে যাক সকল যাতনা।
*শুভ পহেলা বৈশাখ*

ঝরে গেলো আজ বসন্তের পাতা, নিয়ে যাক সঙ্গে সব মলিনতা ।
বৈশাখের সকালে, লাগুক প্রাণে আনন্দের এই স্পর্শ,
মন থেকে আজ জানাই তোমায় “শুভ নববর্ষ”

চৈত্রের রাত্রি শেষে, সূর্য আসে নতুন বেসে,
সেই সূর্যের রঙ্গিন আলো, মুছে দিক তোমার জীবনের সকল কালো ।
শুভ পহেলা বৈশাখ

নতুন পোশাক নতুন সাঁজ, নতুন বছর শুরু আজ,
মিষ্টি মন মিষ্টি হাঁসি, শুভেচ্ছা জানাই রাশি রাশি ।

এসো হে বৈশাখ এসো এসো গানের লিরিক্স

এসো হে বৈশাখ এসো এসো গানের লিরিক সম্পর্কে জানার জন্য অনেকেই গুগলে সার্চ করে থাকেন। কারণ এই গানটি হচ্ছে পহেলা বৈশাখের একটি অসাধারণ গান। এই গানটির কথা এবং সুর হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর। তাইতো বাঙ্গালীদের মনে এই গানটি এখনো গেতে আছে। পহেলা বৈশাখ আসলেই তার দিকে তারা এই গানটি বাজিয়ে থাকে। তাই আজকে আমি আমার পোষ্টের মাধ্যমে এসো হে বৈশাখ এসো এসো গানের লিরিক্স তুলে ধরবো। আশা করছি আপনারা আমাদের পোস্টের মাধ্যমে এসো হে বৈশাখ এসো এসো গানের লিরিক সম্পর্কে জানতে পারবেন।

এসো হে বৈশাখ, এসো, এসো
এসো হে বৈশাখ, এসো, এসো

তাপসনিশ্বাসবায়ে মুমূর্ষুরে দাও উড়ায়ে,
তাপসনিশ্বাসবায়ে মুমূর্ষুরে দাও উড়ায়ে,

বৎসরের আবর্জনা
দূর হয়ে যাক, যাক, যাক

এসো, এসো
এসো হে বৈশাখ, এসো, এসো।

যাক পুরাতন স্মৃতি,
যাক ভুলে যাওয়া গীতি,

যাক পুরাতন স্মৃতি,
যাক ভুলে যাওয়া গীতি,

অশ্রুবাষ্প সুদূরে মিলাক যাক, যাক

এসো, এসো
এসো হে বৈশাখ, এসো, এসো।

মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা,
অগ্নিস্নানে শুচি হোক ধরা,

মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা,
অগ্নিস্নানে শুচি হোক ধরা,

রসেরো আবেশরাশি শুষ্ক করি দাও আসি,
আনো আনো আনো তব প্রলয়ের শাঁখ।
মায়ার কুজ্ঝটিজাল যাক দূরে যাক, যাক, যাক

এসো, এসো
এসো হে বৈশাখ, এসো, এসো

তাপসনিশ্বাসবায়ে মুমূর্ষুরে দাও উড়ায়ে,
বৎসরের আবর্জনা

দূর হয়ে যাক, যাক, যাক
এসো, এসো

এসো হে বৈশাখ, এসো, এসো.
এসো, এসো
এসো হে বৈশাখ, এসো, এসো.

সর্বশেষ কথা

আমি আমার পোষ্টের মাধ্যমে পহেলা বৈশাখ নিয়ে স্ট্যাটাস উক্তি ক্যাপশন ও কবিতা তুলে ধরেছে। আপনারা যারা পহেলা বৈশাখ নিয়ে এ বিষয়গুলো সম্পর্কে জানার জন্য আগ্রহী তারা আমাদের সম্পূর্ণ পোস্টটি পড়ুন। আশা করছি তারা আমাদের আজকের এই পোস্টের মাধ্যমে এই বিষয়গুলো সম্পর্কে জানতে পারবেন। এ ধরনের আরো পোস্ট পেতে আমাদের ওয়েব সাইটের সাথেই থাকুন। আমাদের ওয়েব সাইটে পরিদর্শন করার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।