শিশু নিয়ে উক্তি, স্ট্যাটাস, ক্যাপশন ও কবিতা

হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভাল আছেন। আজকে আমি আমার পোষ্টের মাধ্যমে শিশু নিয়ে উক্তি, স্ট্যাটাস, ক্যাপশন ও কবিতা তুলে ধরব। আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। তাইতো আমাদের প্রত্যেকটি শিশুর এই ভালোভাবে যত্ন নিতে হবে। প্রত্যেকটি শিশুই পৃথিবীতে ডানা নিয়ে আসে কিন্তু তাদের উড়তে শিখানোর দায়িত্ব আমাদেরই। আমাদের সমাজে তারা যেভাবে লালন-পালন হবে তারা সেভাবেই বেড়ে উঠবে। তাই যদি আমরা আমাদের চারপাশ ঠিক রাখতে পারি দেখবেন একজনের শিশুর ভবিষ্যৎ উজ্জ্বল হবে। আপনার চারপাশ থেকে খারাপ কাজগুলো ধুয়ে মুছে ফেলতে হবে। কারণ শিশুরা হয় অনুকরণ প্রিয়। তারা যাই দেখবে তাই শিখবে।

তাই আপনারা তাদের সাথে এমন কিছু করতে যাবেন না যেখান থেকে তারা খারাপ শিক্ষা অর্জন করে। কারণ তারা যদি ভালোভাবে ভালো পরিবেশে বেড়ে উঠতে না পারে তাহলে দেখবেন ভবিষ্যৎ প্রজন্ম অন্ধকারে আচ্ছন্ন হয়ে গেছে। তাই তারা যেন এই অন্ধকারের রসাতলে পড়তে না পারে সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। তাই আজকে আমি আমার পোষ্টের মাধ্যমে শিশু নিয়ে উক্তি, স্ট্যাটাস ক্যাপশন ও কবিতা তুলে ধরেছি। আশা করছি আপনারা যারা এ বিষয়গুলো অনলাইনে খুজতেছেন তারা আমাদের আজকের এই পোস্টটির মাধ্যমে উপকৃত হতে পারবেন।

শিশু নিয়ে উক্তি

শিশু নিয়ে বিভিন্ন জন ব্যক্তিবর্গ বিভিন্ন ধরনের উক্তি করে গেছেন। তাদের করা উক্তিগুলো আজকে আমি আমার প্রশ্নের মাধ্যমে তুলে ধরব । অনেকেই আছেন শিশুদের নিয়ে উক্তি সম্পর্কে অনলাইনে খোঁজাখুঁজি করে। কিন্তু তারা সঠিক উক্তি গুলো পায় না বা সুন্দর সুন্দর উক্তি গুলো খুঁজে পায় না। তাই তাদের কথা চিন্তা করে আজকে আমি আমার পোস্টের মাধ্যমে নবজাতক শিশু নিয়ে উক্তি এবং ক্যাপশন গুলো তুলে ধরব। আপনারা যারা নবজাতক শিশু নিয়ে উক্তি গুলো পেতে চান আশা করছি তারা আমাদের আজকের এই পোষ্টের মাধ্যমে পেয়ে যাবেন। তাহলে আসুন জেনে নেয়া যাক শিশু নিয়ে উক্তি সম্পর্কে।

শিশুদের গড়ে তোলার সবচেয়ে উত্তম পন্থা হল তাদেরকে আনন্দ দেয়া
অস্কার ওয়াইল্ড, লেখক এবং কবি।

শিশুদের জন্য যে কিছু করে সে আমার কাছে নায়ক
ফ্রেড রজার্স, টিভি ব্যক্তিত্ব।

শিশুরা আল্লাহ্‌র ফুল।
তিরমিযী

সমাজ কীভাবে শিশুদের প্রতি আচরণ করে তার মধ্য দিয়ে সমাজের চেহারা ফুটে ওঠে
নেলসন ম্যান্ডেলা ।

শিশুরা হচ্ছে বাগানের কাদা মাটির মত। তাদেরকে খুব সতর্ক ও আদর-সোহাগ দিয়ে যত্ন করতে হবে
জওহরলাল নেহরু, ভারতের প্রথম প্রধানমন্ত্রী।

শিশুরা হচ্ছে এমন একপ্রকার প্রাণী, যারা নিজেরা নিজেদের জগত তৈরি করে
রবীন্দ্রনাথ ঠাকুর।

শিশুদের দেখলে আমার দুটি অনুভূতি জেগে ওঠে- একটি হল তাদের জন্য আদর আরেকটি হল সম্মান
লুই পাস্তুর, ফরাসী বিজ্ঞানী।

নবজাতক শিশু নিয়ে স্ট্যাটাস

আপনি কি নবজাতক শিশু নিয়ে স্ট্যাটাস সম্পর্কে জানার জন্য এসেছেন। তাহলে আমাদের আজকের এই পোস্টটি শুধু আপনার জন্য। কারণ আজকে আমি আমার পোষ্টের মাধ্যমে নবজাতক শিশু নিয়ে স্ট্যাটাস তুলে ধরবো। অনেকেই আছে নবজাতক শিশু নিয়ে স্ট্যাটাসগুলো ফেসবুককে অথবা টুইটারে শেয়ার করতে চায় কিন্তু তারা সঠিক স্ট্যাটাস গুলো খুজে পায় না। আশা করছি তারা আমাদের আজকের এই পোস্টের মাধ্যমে এই স্ট্যাটাসগুলো পেয়ে যাবেন। তাহলে আসুন জেনে নেয়া যাক নবজাতক শিশু নিয়ে স্ট্যাটাস সম্পর্কে।

বড়দের কথা শোনার ক্ষেত্রে শিশুরা খুব দক্ষ নয়, তবে বড়দের অনুসরণ করার ক্ষেত্রে তারা কখনো ব্যর্থ হয় না
জেমস বেডউইন, ঔপন্যাসিক।

শিশুরা হচ্ছে ভেজা মাটির মতো, এর উপর যা কিছুই পতিত হয় তার ছাপ ফুটে ওঠে
হাইম গিনোট, শিশু মনোবিজ্ঞানী।

প্রতিটি শিশু এই বার্তা নিয়ে জন্মগ্রহণ করে যে, স্রষ্টা এখনও মানুষের প্রতি আস্থা হারান নি
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর।

সরকার আপনাকে কেবল রাস্তা-ঘাট, হাসপাতাল এবং স্কুল-কলেজ নির্মাণ করে দিতে পারে। কিন্তু আপনার ঘর তখনই আলোকিত হবে, যখন আপনার শিশু সুশিক্ষায় শিক্ষিত হবে
নরেন্দ্র মোদী, ভারতের প্রধানমন্ত্রী।

আমরা আজকের দিনটি উৎসর্গ করি যেন আমাদের শিশুরা একটি সুন্দর আগামী পেতে পারে
এপিজে আব্দুল কালাম ।

শিশুরা হচ্ছে এমন কিছু হাত, যার দ্বারা আমরা স্বর্গ স্পর্শ করতে পারি
হেনরি ওয়ার্ড বিচার, সমাজকর্মী।

শিশুদের নিঃস্বার্থভাবে ভালোবাসতে হবে। এটা খুব কঠিন, কিন্তু এটাই একমাত্র পথ
বার্বারা বুশ, সাবেক মার্কিন ফার্স্ট লেডি।

নবজাতক শিশু নিয়ে ক্যাপশন

একসময় এই পৃথিবীর হাল ধরবে এই সময় শিশুরাই। তাই প্রত্যেকটি শিশুকেই যত্ন সহকারে গড়ে তোলা আমাদের দায়িত্ব। এক প্রজন্ম চলে যাবে আরেক প্রজন্ম আসবে এটাই পৃথিবীর নিয়ম। পৃথিবীতে কেউ চিরস্থায়ী নয়। তাই যারা বর্তমানে শিশু তারা আগামীতে পৃথিবীর কর্ণ ধর হবে । তাই তাদেরকে আমাদের সঠিক সরল পথ গুলো দেখাতে হবে। ভালো মানুষের মতো মানুষ করতে হবে খারাপ কাজ যেন না করে সেদিকে খেয়াল রাখতে হবে। তাহলে দেখবেন আগামী পৃথিবীগুলো অনেক সুন্দর হবে। তাই আসুন জেনে নেয়া যাক নবজাতক শিশু নিয়ে ক্যাপশন সম্পর্কে।

যেখানে শিশুরা জড়ো হয়, প্রকৃত আনন্দ সেখানেই
মিগনন ম্যাক-লাফিন, সাংবাদিক ও লেখক।

একটি শিশু স্রষ্টার সেই বার্তা যে, বিশ্বকে এখনও এগিয়ে যেতে হবে
কার্ল স্যান্ডবার্গ, আমেরিকান কবি।

শিশুরা ততটুকু বড় হয়, আমরা তাদের নিয়ে যতটুকু বিশ্বাস করি
লেডি বার্ড জনসন, সাবেক মার্কিন ফার্স্ট লেডি।

শিশুদের শিক্ষা দেয়া উচিত যে তারা কীভাবে চিন্তা করবে, কী চিন্তা করবে সেটা নয়
নৃবিজ্ঞানী মার্গারেট মিড।

একটি শিশু আগামীকাল কী হবে আমরা তা নিয়ে উদ্বিগ্ন, অথচ আমরা ভুলে যাই সে আজকেও কেউ একজন
শিল্পী স্টেসিয়া টসচার।

শিশু নিয়ে কবিতা

বিভিন্নজন কবি শিশু নিয়ে অনেক কবিতা লিখে গেছেন। তাদের লেখা একটি কবিতা আজকে আমি আমার পোস্টের মাধ্যমে তুলে ধরব। আপনারা যারা শিশু নিয়ে কবিতা সম্পর্কে জানতে চান আশা করছি তারা আমাদের আজকের এই পোস্টটির মাধ্যমে শিশু নিয়ে কবিতাগুলো জানতে পারবেন। তাহলে আসুন জেনে নেয়া যাক শিশু নিয়ে কবিতা সম্পর্কে।

রবীন্দ্রনাথ ঠাকুর
নবীন আগন্তুক

নব যুগ তব যাত্রার পথে চেয়ে আছে উৎসুক।
কী বার্তা নিয়ে মর্তে এসেছ তুমি; জীবনরঙ্গভূমি
তোমার লাগিয়া পাতিয়াছে কী আসন। নরদেবতার পূজায় এনেছ কী নব সম্ভাষণ। অমরলোকের কী গান এসেছ শুনে। তরুণ বীরের তূণে
কোন্ মহাস্ত্র বেঁধেছ কটির ‘পরে
অমঙ্গলের সাথে সংগ্রাম-তরে। রক্তপ্লাবনে পঙ্কিল পথে বিদ্বেষে বিচ্ছেদে
হয়তো রচিবে মিলনতীর্থ
শান্তির বাঁধ বেঁধে।
কে বলিতে পারে তোমার ললাটে লিখা
কোন্ সাধনার অদৃশ্য জয়টিকা। আজিকে তোমার অলিখিত নাম
আমরা বেড়াই খুঁজি—–
আগামী প্রাতের শুকতারা-সম নেপথ্যে আছে বুঝি।
মানবের শিশু বারে বারে আনে চির আশ্বাসবাণী—- নূতন প্রভাতে মুক্তির আলো বুঝি-বা দিতেছে আনি।

সর্বশেষ কথা

আজকে আমি আমাদের পোষ্টের মাধ্যমে শিশু নিয়ে উক্তি, স্ট্যাটাস ক্যাপশন ও কবিতা তুলে ধরেছি। আপনারা যারা শিশু নিয়ে উক্তি স্ট্যাটাস এবং ক্যাপশন পেতে চান তারা আমাদের সম্পূর্ণ পোস্টটি পড়ুন। আশা করছি তাহলে আপনারা আমাদের আজকের এই পোস্টটির মাধ্যমে উপকৃত হতে পারবেন। এই ধরনের আরো পোস্ট পেতে আমাদের ওয়েবসাইটের সাথেই থাকুন। আমাদের ওয়েব সাইটে পরিদর্শন করার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।