বিজয় দিবসের বিখ্যাত কবিতা
হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভাল আছেন। আজকে আমি আমার পোষ্টের মাধ্যমে বিজয় দিবসের বিখ্যাত কবিতাগুলো তুলে ধরবো। ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস। ৩০ লক্ষ শহীদের বিনিময়ে আমরা পেয়েছি এই স্বাধীনতা। দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর আমরা পেয়েছি বাংলাদেশের এই স্বাধীনতা যা আমরা কখনো ভুলতে পারবো না। স্বাধীনতা যুদ্ধে পুরুষদের পাশাপাশি মহিলারাও অনেক ভূমিকা রাখে। 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের এই স্বাধীনতা। পাকিস্তানি বাহিনীদের আগ্রসন থেকে আমরা মুক্তি পেয়েছি। যা আমরা কখনো ভুলতে পারবো না। তাইতো বিজয় দিবস আসলেই অনেকেই বিজয় দিবসের কবিতা সম্পর্কে জানার জন্য গুগলে সার্চ করে থাকেন। আশা করছি তারা আমাদের পোস্টের মাধ্যমে খুব সহজেই বিজয় দিবসের কবিতা গুলো পেয়ে যাবেন। তাই আসন যিনি নিয়ে যাক বিজয় দিবসের কবিতা সম্পর্কে।
বিজয় দিবসের কবিতা
আপনি কি বিজয় দিবসের কবিতা সম্পর্কে জানার জন্য এসেছেন। তাহলে আমাদের আজ থেকে পোস্টে আপনাকে স্বাগতম। কারণ আজকে আমি আমার পোষ্টের মাধ্যমে মহান বিজয় দিবসের কবিতাগুলো তুলে ধরব। অনেকেই আছেন বিজয় দিবস আসলেই এই কবিতাগুলো গুগলে সার্চ করে থাকেন। কারণ তারা এই কবিতাগুলো ফেসবুকে অথবা টুইটারে শেয়ার করতে চায় অনেকেই আবার আবৃত্তির জন্য এই কবিতাগুলো গুগলে সার্চ করে। তাই তাদের কথা চিন্তা করে আজকে আমি আমার পোষ্টের মাধ্যমে বিজয় দিবসের কিছু কবিতা তুলে ধরেছি। আশা করছি আমাদের দেয়া কবিতা গুলো আপনাদের পছন্দ হবে। তাই আসুন জেনে নেয়া যাক বিজয় দিবস সম্পর্কে কিছু কবিতা।
সময়ের মূল্য
রুস্তম আলী
এক মিনিটের অবজ্ঞায় দেহের একটি অঙ্গ গুড়িয়ে যেতে পারে,
একটা জীবনও চলে যেতে পারে অকালে।
তেমনি এক মিনিটের নিমিত্ত দুর্ঘটনা থেকে একটি
মানুষ ফিরে পেতে পারে দেহের একটি অঙ্গ
কিংবা অকাল মৃত্যুর হাত থেকে পুনর্জীবন।
আসলে আমরা এতটাই বিজ্ঞ যে, অর্থ-সম্পদ বাড়ি-গাড়ি
জমি-জায়গা সব কিছুরই মূল্য বুঝি
কিন্তু সময়ের মূল্য বুঝি না।
বিজয় দিবসের বিখ্যাত কবিতা
সুস্বাগতম
ষোলই ডিসেম্বর
কখন যে ওঠবে রবি !
কখন হবে ভোর ?
এ যে বিজয় দিবস
ষোলই ডিসেম্বর !
তার প্রতীক্ষায় আছি
দীর্ঘ নয় মাস সশস্ত্র সংগ্রাম শেষে
এক সাগর রক্তের বিনিময়ে
পাক হানাদার বধ কাব্য গড়ে
এসেছিল বাংলায়
বহু কাঙ্ক্ষিত সেই বিজয় দিবস
ষোলই ডিসেম্বর।
আমরা এখন মুক্ত
আমরা এখন স্বাধীন
বিনম্র শ্রদ্ধায় স্মরি সেই মহেন্দ্র দিন
তাই তো প্রতীক্ষায় আছি
কখন ওঠবে রবি
কখন হবে ভোর স্বপ্নপ্রহর
সুস্বাগতম,
হে মহান বিজয় দিবস
ষোলই ডিসেম্বর !!
রক্তরঙের ছবি
হাসান হাফিজ
রক্তপিছল পথ পেরিয়ে
তোমাকে ছুঁই স্বাধীনতা
তুমি আমার প্রাণের মর্ম
আত্মীয় সুখ বিয়োগব্যথা।
শোষণ-পীড়ন জেল জুলুমে
শৃঙ্খলিত বন্দি থেকে
রক্তরঙে তোমার ছবি
মানসপটে নিপুণ এঁকে
হই গেরিলা অস্ত্র ধরি
মাতৃভূমি স্বাধীন করি
লাল সবুজের এই পতাকা
রক্তদামে ছিনিয়ে আনি
স্বাধীনতার সত্য পথে
লাখ শহীদান অমর জানি
বিজয় দিবসের কবিতা ২০২৩
শৃঙ্খলিত বন্দি থেকে
রক্তরঙে তোমার ছবি
মানসপটে নিপুণ এঁকে
হই গেরিলা অস্ত্র ধরি
মাতৃভূমি স্বাধীন করি
লাল সবুজের এই পতাকা
রক্তদামে ছিনিয়ে আনি
স্বাধীনতার সত্য পথে
লাখ শহীদান অমর জানি
সর্বশেষ কথা
আমি আমার পোষ্টের মাধ্যমে বিজয় দিবসের কিছু কবিতা তুলে ধরেছি। আপনারা যারা বিজয় দিবসের এই কবিতাগুলো পেতে চান তারা আমাদের সম্পূর্ণ পোস্টটি পড়ুন। আশা করছি তাহলে আপনারা আমাদের পোষ্টের মাধ্যমে বিজয় দিবস সম্পর্কে এই কবিতাগুলো পেয়ে যাবেন। আর এই সুন্দর সুন্দর কবিতা গুলো আপনারা বিজয় দিবস উপলক্ষে আবৃত্তি করতে পারবেন। তাই আসুন জেনে নিয়ে যাক বিজয় দিবসের কবিতা গুলো সম্পর্কে। এ ধরনের আরো পোস্ট পেতে আমাদের ওয়েবসাইটের সাথেই থাকুন। আমাদের ওয়েবসাইটে পরিদর্শন করার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ।