বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে গানের লিরিক্স
হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম । আশা করি আপনারা সবাই ভাল আছেন । আজকে আমি আপনার পোস্টের মাধ্যমে বাবাকে নিয়ে সুন্দর একটি গজল তুলে ধরব । বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে গজলটি খুবই জনপ্রিয় । তাইতো অনেকেই আছেন যারা এই গজলটি লিরিক সম্পর্কে জানার জন্য গুগলে সার্চ করে থাকেন । পৃথিবীর অমূল্য একটি সম্পদ হচ্ছে বাবা । বাবার মতো আপন কেউ হয় না । কারণ একজন বাবা তার সন্তানের জন্য অক্লান্ত পরিশ্রম করে যেন তা সন্তানটি সুখে থাকে । বাবা ছাড়া একজন সন্তানের কথা কেউ চিন্তা করে না কারণ নিজের রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে সন্তানদের সুখের আশায় কাজ পড়ে যায় । বাবা হচ্ছে বটবৃক্ষের ছায়ার মত ।
জীবনে যত বড় ঝড়ে আসুক না কেন বাবা আগলে ধরে রাখে তার সন্তানদের । নিজের না খেয়ে সন্তানদের মুখে খাবার তুলে দেয় বাবা । নিজের জীবনের সবকিছু ত্যাগ করে সন্তানের জীবনের সুখের আশায় জীবন সংগ্রামী নেমে পড়ে । আমরা কখনো বাবা মাকে অসম্মান করব না । তাদের কখনোই কটু কথা বলবো না । যারা বাবা মাকে অসম্মান করে তারা কখনোই সুখী হতে পারে না । আপনি জীবনে যত বড়ই প্রতিষ্ঠিত হন না কেন যদি বাবা-মার সঙ্গে খারাপ আচরণ করেন তাহলে মৃত্যুর পরেও সুখী হতে পারবেন না ।
তাই আমাদের জীবন দিয়ে হলেও আমরা আমাদের বাবা-মাকে আগলে রাখবো । রাব্বির হাম হুমা কামা রাব্বাইয়ানীর সাগীরা । আমাদের বাবা মার যেভাবে আমাদের লালন পালন করেছেন তাদের বৃদ্ধ বয়সে যেন আমরা তাদের সেভাবেই লালন-পালন করতে পারি । তাই আজকে আমি আমার পোস্টের মাধ্যমে বাবাকে নিয়ে সুন্দর একটি গজল তুলে ধরব । তাহলে আসুন জেনে নেয়া যাক বাবাকে নিয়ে গজলটি সম্পর্কে বিস্তারিত সকল তথ্য ।
বাবা তুমি কেমন আছো গানটির গীতিকার কে
বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে অসাধারণ একটি গান । এই গানটি সবার মুখে মুখে শোনা যায় । সবাই এই গানটি খুবই পছন্দ করেছে । তাই এই গানের বিষয় জানার জন্য অনেকেরই কৌতূহল । আজকে আমি আমার পোষ্টের মাধ্যমে বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে গানটি গীতিকার, সুরকার এবং যিনি কভার করেছেন সকলের নাম তুলে ধরব। তাহলে আসুন জেনে নেয়া যাক গানটি কিছু তথ্য সম্পর্কে ।
গীতিকারঃ শেখ নজরুল
সুরকারঃ ওবায়দুল্লাহ তারেক
কভার:সেলিনা সাথী
বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে গানের লিরিক্স
আপনারা যারা বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে গানটির লিরিক সম্পর্কে জানতে চান তারা আমাদের সম্পূর্ণ পোস্টটি পড়ুন । কারণ আজকে আমি আমার পোস্টের মাধ্যমে বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে গানটির লিরিক্স তুলে ধরবো । আপনারা যারা এই গানটি লিরিক সম্পর্কে জানতে চান বা জানার জন্য গুগলে সার্চ করেছেন আশা করছি তারা আমাদের এই পোষ্টের মাধ্যমে উপকৃত হতে পারবেন । তাহলে আসুন জেনে নেয়া যাক বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে গানের লিরিক সম্পর্কে ।
বাবা তুমি কেমন আছো? ছোট্ট মাটির ঘরে..
তোমার কথা হৃদয় মাঝে,পড়ছে বারে বারে..।
বাবা তুমি কেমন আছো? ছোট্ট মাটির ঘরে..
তোমার কথা হৃদয় মাঝে,পড়ছে বারে বারে..।
বাবা..গো..ও.. ও.. বাবা———–চারবার
কত আদর কত স্নেহ, তোমার কাছে পেলাম..
সব কিছু হারিয়ে আজকে,নিঃস্ব হয়ে গেলাম।
কত আদর কত স্নেহ.. তোমার কাছে পেলাম..
সব কিছু হারিয়ে আজকে,নিঃস্ব হয়ে গেলাম..।
ভালোবাসি তোমায় বাবা,বুকটা যে যায় ছিঁড়ে
তোমার কথা হৃদয় মাঝে,পড়ছে বারে বারে..।
বাবা.. গো..ও.. ও.. বাবা——-চারবার
তোমার মত আপন কেহ,পাই না তো আর খুঁজে
তাইতো আজই ঘুমের ঘোরে,অশ্রুতে যায় ভিজে
তোমার মত আপন কেহ,পাই না তো আর খুঁজে
তাইতো আজই ঘুমের ঘোরে,অশ্রুতে যায় ভিজে
সুখে থেকো পরম সুখে.. জান্নাতের ভিতরে..।
তোমার কথা হৃদয় মাঝে, পড়ছে বারে বারে..।
বাবা..গো.. ও.. ও.. বাবা————চারবার
বাবা তুমি কেমন আছো..? ছোট্ট মাটির ঘরে———চারবার
সর্বশেষ কথা,
আমি আমার পোস্টের মাধ্যমে বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে গানটির লিরিক্স তুলে ধরেছি । আপনারা যারা এই গানটি লিরিক্স পেতে চান আশা করছি তারা আমাদের আজকের এই পোস্টটি থেকে এই গানটির লিরিক্স গুলো পেয়ে যাবেন । এ ধরনের আরো পোস্ট পেতে আমাদের ওয়েবসাইটের সাথেই থাকুন । আমাদের ওয়েবসাইটে পরিদর্শন করার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ ।