পহেলা বৈশাখ নিয়ে ছোট কবিতা

বাংলা মাসের প্রথম মাস কে আমরা বৈশাখ মাস হিসেবে পালন করে থাকি। তাইতো পহেলা বৈশাখ আসলেই বাঙ্গালীদের ঘরে ঘরে নানা ধরনের উৎসব আনন্দের তৈরি হয়। আর সারা বাংলা জুড়েই বৈশাখ মাস আসলেই মেলার আয়োজন করা হয়। প্রত্যেকটা স্কুল কলেজে নানা ধরনের প্রতিযোগিতার আয়োজন করা হয়। এক কথায় বলা যায় বাঙালি সকল সংস্কৃতি এই বৈশাখ মাসে ফুটিয়ে তোলা হয়। বৈশাখ মাস হচ্ছে বাঙ্গালীদের পরিচয়ের মাস কারণ এ মাসেই বাঙালিরা তাদের সকল সংস্কৃতি পৃথিবীর বুকে তুলে ধরে।

বৈশাখ মাস আসলেই দোকানে দোকানে হালখাতা তৈরি করা হয়। বাঙ্গালীদের বাকি বিক্রি করার একটা অভ্যাস রয়েছে। আর এটি তারা বৈশাখ মাস আসলেই হালকাতার মাধ্যমে টাকা তুলে থাকে। সারা বাংলা জুড়ে পাতা ইলিশের ছড়াছড়ি শুরু হয়। আর যে সকল স্কুল কলেজে নানা ধরনের প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয় পহেলা বৈশাখ নিয়ে তাদের কথা চিন্তা করে আজকে আমি আমার পোস্টের মাধ্যমে পহেলা বৈশাখ নিয়ে ছোট কবিতা তুলে ধরব।

আশা করছি আপনারা আমাদের পোষ্টের মাধ্যমে পহেলা বৈশাখ নিয়ে এই ছোট কবিতা গুলো সম্পর্কে জানতে পারবেন। আর সবার মাঝে এই কবিতা গুলো শেয়ার করতে পারবেন। সেই সাথে আপনার স্কুলের যে কোন অনুষ্ঠানে বা যেখানে আপনি পহেলা বৈশাখ নিয়ে ছোট কবিতা গুলো আবৃত্তি করতে চান আশা করছি তারা আমাদের আজকের এই পোস্ট থেকে উপকৃত হতে পারবেন।

পহেলা বৈশাখ নিয়ে ছোট কবিতা

আপনি কি পহেলা বৈশাখ নিয়ে ছোট কবিতা সম্পর্কে জানার জন্য এসেছেন। তাহলে আমাদের আজকের এই পোস্টে আপনাকে স্বাগতম। কারন আজকে আমি আমার পোষ্টের মাধ্যমে পহেলা বৈশাখ নিয়ে ছোট ছোট কিছু কবিতা তুলে ধরেছি। আপনারা যারা পহেলা বৈশাখ নিয়ে এই কবিতাগুলো সম্পর্কে জানার জন্য আগ্রহী বা এই কবিতাগুলো আপনারা আবৃত্তি করবেন পহেলা বৈশাখের দিনে আশা করছি তারা আমাদের আজকের এই পোষ্টের মাধ্যমে পহেলা বৈশাখ নিয়ে ছোট ছোট সকল কবিতা পেয়ে যাবেন। তাই আসুন জেনে নেয়া যাক পহেলা বৈশাখ নিয়ে ছোট ছোট কবিতা সম্পর্কে।

বাংলা নববর্ষের কবিতা

বৈশাখের মেলাতে
ঘুরতে ফিরতে
উঠতে বসতে
ধরতে ছাড়তে ,

দেখি কত যুবতী
হাসছে গাইছে
কেনাকাটা করছে
খাচ্ছে দাচ্ছে
কোমড় দুলিয়ে হাটছে !

লাল পাড়ে সাদা শাড়ি
ছেলেদের নজর কাড়ি
এ যেন রসের হাড়ি
নয় কোন বাড়াবাড়ি !

ছেলেরাও কম না
টিএসসি রমনা
সারাদিন কাটিয়ে
যায় মেয়ে পটিয়ে !

বাংলা পহেলা বৈশাখের ছোট কবিতা

বৃষ্টি বিহীন, বৈশাখী দিন
দমকা বায়ে, নূপূর পায়ে
যখন আসে, গন্ধ ভাসে !

পাকা আমের কালো জামের
সঙ্গে লিচু, আরো কিছু
ফলের সাথে সবাই মাতে !

আসলে ঝড়, কন্ঠ স্বর
হয়রে ভারী, তবুও আড়ি
ভাঙে ঘর, ভাঙে চর
কান্না বাড়ে, নদীর পাড়ে !

পহেল বৈশাখের নতুন প্রভাতে
পাখিরা গাইছে গান ,
আপন বেগে বহিছে নদী
শোন নদীর কলতান !

প্রভাতে সোনার বরণ রবি
উঠিয়াছে পূর্ব গগনে ,
মাধবী, মালতী, টগর, করবী
ফুটিয়াছে বনে বনে !

ফুলে ফুলে উড়ে প্রজাপতি
সমীরণ সৌরভ ছড়ায় ,
মাতিয়া উঠে সবাকার প্রাণ
খুশিতে হৃদয় ভরে যায় !

পহেলা বৈশাখের এই নবীন প্রভাতে
প্রাণে জাগুক নব নব আশা ,,
পহেলা বৈশাখের আজিকে সবাই
নিও মোর প্রীতি ও ভালবাসা !

পহেলা বৈশাখ নিয়ে
রবীন্দ্রনাথের কবিতা

এসো এসো এসো হে বৈশাখ
তাপসনিশ্বাসবায়ে মুমূর্ষের দাও উড়ায়ে,
বৎসরের আবর্জনা দুর হয়ে যাক
যাক পুরাতন স্মৃতি, যাক ভুলে যাওয়া গীতি,
অশ্রু বাষ্প সুদূরে মিলাক !

মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা
অগ্নিস্নানে শুচি হোক ধরা
রসের আবেশরাশি শুষ্ক করি দাও আসি,
আনো আনো আনো তব প্রলয়ের শাঁখ
মায়ার কুজ্মটিজাল যাক দূরে যাক

বর্ষবরণ
ড. রেজিনা আখতার

পৃথিবীর এ প্রান্তে রুদ্ররোষে ক্লান্ত পথিক
ঝরছে আগুনের লেলিহান শিখা
তবু আকাশে বাতাসে ঝংকৃত হবে
বর্ষবরণে প্রাণের নাচন
ঢোলঢাকের বাদ্য কীর্তন
বাঙালিপণায় যথা আয়োজন।

ইলিশ শুঁটকি বেগুন ভর্তা লংকা পেয়াজ পান্তা
যে ঘরে নেই কোনোই খাবার তার অসহায় প্রাণটা
নববর্ষের শুভদিনটিতে শুভকামনায় একটি প্রাণ
হোক মোদের সহযোগিতায় কিছু আহার্য দান।

ধরণীতে ক্ষণিক স্মৃতি
ক্ষণিকের জীবন মরণ
ক্ষুধার্ত অসহায়কে বাঁচাই
সাধ্যমত এক একজন।

শুভকামনায় নববর্ষের আগমন
বাঙালির আভিজাত্যে যুগযুগ লালন
আপামর বাঙালি সংস্কৃতির আবাহন
সকল দুঃখ জরা মলিনতা মুছে যাক
অতৃপ্তি গ্লানি না পাওয়ার যত বেদন
বিস্মৃতির অতলে হারাক
ভূবন ভরুক সদা আনন্দে অকারণ
নতুন প্রভাতে নতুন সৃষ্টিতে বর্ষবরণ
মানবতার সেবা হোক লক্ষ্য
জীবনের জন্য হোক জীবন।

পহেলা বৈশাখ নিয়ে ছোট কবিতা

বৈশাখের মেলাতে
ঘুরতে ফিরতে
উঠতে বসতে
ধরতে ছাড়তে ,

দেখি কত যুবতী
হাসছে গাইছে
কেনাকাটা করছে
খাচ্ছে দাচ্ছে
কোমড় দুলিয়ে হাটছে !

লাল পাড়ে সাদা শাড়ি
ছেলেদের নজর কাড়ি
এ যেন রসের হাড়ি
নয় কোন বাড়াবাড়ি !

ছেলেরাও কম না
টিএসসি রমনা
সারাদিন কাটিয়ে
যায় মেয়ে পটিয়ে !

বছর ঘুরে এলো আবার প্রহেলা বৈশাখ
বাঙ্গালী তাই সেজেছে আজ নববর্ষের সাজ !

জাতিভেদ ভুলে গিয়ে এক কাতারে তারা
বর্ষবরনের আনন্দে হয়েছে দিশেহারা !

পান্তা ইলিশ, পিঠাপুলি আর বৈশাখী মেলায়
নাচে গানে উল্লাসে মঙ্গল শোভাযাত্রায়
হাল খাতার রঙে রঙিন বাজারে দোকান
একই কন্ঠে তারাও গাইছে সাম্য মৈত্রের গান !
এসো তাই ভুলে যাই জাতি বর্ণ বিদ্বেষ,
সারা বছর মিলেমিশে থাকবো মোরা বেশ !

সর্বশেষ কথা

আমি আমার পোষ্টের মাধ্যমে পহেলা বৈশাখ নিয়ে সুন্দর সুন্দর ছোট কিছু কবিতা তুলে ধরেছি। আপনারা যারা পহেলা বৈশাখ নিয়ে বা বাঙালি সংস্কৃতিকে নিয়ে ছোট ছোট কবিতা খুজতেছেন আশা করছি তারা আমাদের আজকের এই পোস্টের মাধ্যমে এই ছোট কবিতা গুলো পেয়ে যাবেন। এ ধরনের আরো পোস্ট পেতে আমাদের ওয়েবসাইটের সাথেই থাকুন। আমাদের ওয়েবসাইটে পরিদর্শন করার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।