পহেলা বৈশাখের সেরা 10 টি গান
হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভাল আছেন। আজকে আমি বাঙ্গালীদের সবচেয়ে বড় উৎসব পহেলা বৈশাখ নিয়ে সেরা কয়েকটি গান তুলে ধরব। পহেলা বৈশাখ হচ্ছে বাঙ্গালীদের সংস্কৃতি যা তারা পহেলা বৈশাখ আসলেই প্রকাশ করে থাকে। বাঙ্গালীদের ঐতিহ্য ধরে রাখার জন্য এই পহেলা বৈশাখ প্রত্যেক বছর পালন করা হয়। বাংলাদেশের আনাচে কানাচে যে কোন জায়গায় নানা ধরনের নাচ গানের আয়োজন করা হয়। অনেকেই আবার গানের প্রতিযোগিতার অনুষ্ঠান করে থাকেন। সেখানে যারা প্রথম হয় তাকে বিজয়ী ঘোষণা করা হয়। তাই সবাই চায় পহেলা বৈশাখের দিনে পহেলা বৈশাখের একটি গান গাওয়ার জন্য।
কিন্তু সবারই এই গান সম্পর্কে ধারণা নেই তাই তারা গুগলের সাহায্য নেয় কোন কোন গানগুলো পহেলা বৈশাখের জন্য গাওয়া হয়েছে। কারণ তারা ওই গানগুলোই পহেলা বৈশাখে গাইতে চায়। আপনারা যারা পয়লা বৈশাখ নিয়ে সেরা দশটি গান সম্পর্কে জানার জন্য আগ্রহী আশা করছি তারা আমাদের আত্মির পোষ্টের মাধ্যমে পহেলা বৈশাখের সেরা দশটি গান সম্পর্কে জানতে পারবেন। তাই আসুন জেনে নেয়া যাক পহেলা বৈশাখের সেরা 10 টি গান সম্পর্কে বিস্তারিত সকল তথ্য ।
পহেলা বৈশাখের সেরা গান
আপনি কি পহেলা বৈশাখের সেরা গানগুলো খুজতেছেন। তাহলে আমাদের আজকের এই পোস্টটি শুধু আপনার জন্য। কারণ এখন আমি আমার পোষ্টের মাধ্যমে পহেলা বৈশাখের সেরা দশটি গানের লিরিক্স তুলে ধরবো। সেই সাথে তুলে ধরব এই গানগুলো লেখক এবং সুরকারের নাম সম্পর্কে। আপনারা যারা পহেলা বৈশাখের সেরা ১০ টি গান সম্পর্কে জানার জন্য আগ্রহী তারা আমাদের সম্পূন্ন পোস্টটি পড়ুন। আশা করছি তাহলেই আপনারা আমাদের পোস্টের মাধ্যমে পহেলা বৈশাখের সেরা ১০ টি গান সম্পর্কে জানতে পারবেন।
পহেলা বৈশাখের সেরা ১০ টি গানের লিরিক্স
আবার জমবে মেলা
কথা-সুরঃ লোকমান হোসেন ফকির
মুদ্রণ:নবীন সাদিক
❤❤❤❤❤😍😍😍😍😍😍😍😍😍😍
———————
আবার জমবে মেলা বটতলা হাট খোলা
বটতলা হাট খোলা অঘ্রানে নবান্নে উৎসবে
সোনার বাংলা ভরে উঠবে সোনায়
বিশ্ব অবাক চেয়ে রবে ।।
আবার ভীড়বে এসে বাংলার বন্দরে বেসাতির বড় বড় মহাজন
আবার খুঁজবে তারা সোনা ফলা বাংলায় জহরত হিরা মনি কাঞ্চন ।।
পথে ঘাটে প্রান্তরে ঘরে আঙিনায় গৌরবে ভরাবই সৌরভে।
আবার আনবে ছিড়ে বিশ্বের সম্মান বাংলার কথা আর কবিতা
মুক্তির ইতিহাস পৃথিবীর বিশ্বাস বাস্তব স্বপ্নের ছবিটা ।।
বাংলার গল্পে গানে ও কথায় বিশ্বের আঙিনা মুখর হবে ।
আবার জমবে মেলা বটতলা হাট খোলা
বটতলা হাট খোলা অঘ্রানে নবান্নে উৎসবে
সোনার বাংলা ভরে উঠবে সোনায়
বিশ্ব অবাক চেয়ে রবে ।।
❤❤❤❤❤❤❤❤❤
বৈশাখের গান
প্রতিটি ঘরে আজ ঢল
কথা-সুরঃ জাফর ফিরোজ
————————
প্রতিটি ঘরে আজ ঢল নেমেছে ঢল নেমেছে
আকাশে ইশান কোলে মেঘ জমেছে মেঘ জমেছে
যে মেঘে ধ্বনি তোলে বৈশাখেরি বৈশাখেরি
যে মেঘের বর্ষণে আজ প্রাণ জমেছে প্রাণ জমেছে
বৈশাখেরই রৌদ্র হাওয়ায় প্রাণ জেগেছে
ছেঁড়া পালে সামনে যাওয়ার টান লেগেছে।
জেলে চাষী মুটে মজুর সবার মুখে হাসি
বাংলা আমার আমি তোমার কত ভালবাসিরে
কত ভালবাসি।
গোলা হতে কোলায় নিয়ে চাষিরা আজ ধান বুনেছে।।ঐ
‘
বনে বনে আম কাঁঠালের পাগল করা ঘ্রাণে
বৈশাখে তাই ঝড় তুলেছে প্রতি প্রাণে প্রাণেরে প্রতি প্রাণে
দাদা দাদীর মনেও তাই আম কুড়ানোর সাধ জেগেছে।।ঐ
ছোট বড় সবার মাঝে বৈশাখীর আজ ঢেউ
বৈশাখী ঢেউ রুখবে বলো পারবে কি তা কেউরে
পারবে কি তা কেউ?
মন্ডা মিঠাই ফিরনি নিয়ে হালখাতার আজ হাট জমেছে।।ঐ
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
বৈশাখের গান
কথাঃ হেলাল আনওয়ার
সুরঃ আলফাজ হোসেন
কণ্ঠঃ মাহফুজ মামুন
———————
কে যেন শোনায় মহা মিলনের ডাক
সেতো নববর্ষ সেতো বৈশাখ
সে আমার চেতনা দীপ্ত অঙ্গীকার
সে আমার নববর্ষ আমার অহংকার
হে হে হে হে হে হে
হা হা হা হা হা হা
হো হো হো হো হো হো
লা লা লা লা লা লা।
এসো বৈশাখ তুমি দুর্জয় দুর্ণিবার
তুমি কেল্লা তিতুর, খানজাহানের তলোয়ার
তুমি আমার স্বপ্নের পান্ডুলিপি
প্রদীপ্ত প্রভায় মুছে দাও হাহাকার।
তুমি যে আমার মায়ের মুখের হাসি
বোনের চোখে মুক্ত নেশা নিত্য দিবা নিশী
বৈশাখ তুমি রাখালি সুরের গান
আধার দলে আনো সত্যের পারাবার।
💕💕💕💕💕💕💕💕
বৈশাখের গান
কথাঃ রফিকুল আজিজ
——————————-
একদিনের বাঙালি হইও না।
কৃষ্টি ভুলে বছর জুড়ে
রইলা তুমি দূরে দূরে __
পান্তা_ইলিশ খেলেই কি আর
‘বাঙাল’ হইবা ও_মনা?
হুজুগ ছাইড়া মনে_প্রাণে
হও বাঙালি ধ্যানে_জ্ঞানে।
বাংলা বোলে বাঙলা চালে
ছড়াও প্রাণে দ্যোতনা।।
মাটির সানকি পান্তাভাত
চেনায় কি বাঙালির জাত?
ইলিশবিহীন এ_বৈশাখে
পিঁয়াজ_মরিচ_পাটের শাকে
নিত্যদিনের বাঙালি হও
ধনী_গরিব সবজনা।।
💕💕💕💕💕💕💕💕💕💕
বছর ঘুরে আসলো ফিরে
(বৈশাখের গানন)
———————-
বছর ঘুরে আসলো ফিরে পহেলা বৈশাখ
নতুন দিনের করতে শুরু দিচ্ছে অাবার ডাক
পহেলা বৈশাখ ও হো হো হো পহেলা বৈশাখ।।
নতুন দিনের নতুন ভোরে গাইবো নতুন গান
জীর্নতাকে দূরে ঠেলে জুড়াব আজ প্রাণ
নতুন আলোয় দু:খগুলো যাক হারিয়ে যাক।।ঐ
নতুন দিনের নতুন প্রভাত নতুন সূর্যোদয়
নতুন সাজে জীবন যেন আবার শুরু হয়
নতুন ফুলের নতুন ঘ্রাণে নতুন খুশির রেশ
নতুন করে গড়ব মোরা সোনার বাংলাদেশ
নতুন আশায় ভুলগুলো সব থাক পড়ে আজ থাক।।ঐ
💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖
এসো হে বৈশাখ
কথা-সুরঃরবিন্দ্রনাথ ঠাকুর
———————-
এসো, এসো, এসো হে বৈশাখ।
তাপসনিশ্বাসবায়ে মুমূর্ষুরে দাও উড়ায়ে,
বৎসরের আবর্জনা দূর হয়ে যাক॥
যাক পুরাতন স্মৃতি, যাক ভুলে-যাওয়া গীতি,
অশ্রুবাষ্প সুদূরে মিলাক॥
মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা,
অগ্নিস্নানে শুচি হোক ধরা।
রসের আবেশরাশি শুষ্ক করি দাও আসি,
আনো আনো আনো তব প্রলয়ের শাঁখ।
মায়ার কুজ্ঝটিজাল যাক দূরে যাক॥
💖💖💖💖💖💖💖💖💖💖💖💖
তোরা সব জয়ধ্বনি কর
কথা-সুরঃ কাজী নজরুল ইসলাম
——————
তোরা সব জয়ধ্বনি কর!
তোরা সব জয়ধ্বনি কর!
ঐ নূতনের কেতন ওড়ে কালবোশেখির ঝড়
তোরা সব জয়ধ্বনি কর!!
আস্ল এবার অনাগত প্রলয়–নেশায় নৃত্য–পাগল,
সিন্ধু–পারের সিংহ–দ্বারে ধমক হেনে ভাঙল আগল!
মৃত্যু–গহন অন্ধকুপে, মহাকালের চন্ড–রূপে ধূম্র–ধূপে
বজ্র–শিখার মশাল জ্বেলে আসছে ভয়ংকর!
ওরে ওই হাসছে ভয়ংকর!
তোরা সব জয়ধ্বনি কর!!
দ্বাদশ রবির বহ্নি–জ্বালা ভয়াল তাহার নয়ন–কটায়,
দিগন্তরের কাঁদন লুটায় পিঙ্গল তার ত্রস্ত জটায়
বিন্দু তাহার নয়ন –জলে
সপ্ত মহাসিন্ধু দোলে
কপোল–তলে!
বিশ্ব –মায়ের আসন তারই বিপুল বাহুর ‘পর –
হাঁকে ঐ “জয় প্রলয়ংকর!”
তোরা সব জয়ধ্বনি কর!!
মাভৈঃ, ওরে মাভৈঃ, মাভৈঃ, মাভৈঃ জগৎ জুড়ে প্রলয় এবার ঘনিয়ে আসে
জরায়–মরা মুমূর্ষুদের প্রাণ–লুকানো ঐ বিনাশে
এবার মহা–নিশার শেষে
আসবে ঊষা অরুণ হেসে
করুণ্ বেশে!
দিগম্বরের জটায় লুটায় শিশু–চাঁদের কর!
আলো তার ভরবে এবার ঘর!
তোরা সব জয়ধ্বনি কর!!
💖💖💖💖💖💖💖💖💖
আয় আয় আয় আয় বৈশাখ
কথা-সুরঃ নবীন সাদিক
——————-
আয় অায় আয় আয় বৈশাখ
আয় আয় আয় নতুনের দিন
বসন্তের ঝরা পাতা
ময়লা পুরনো খাতা
উড়িয়ে,দে পুড়িয়ে
ভেঙেচুড়ে গুড়িয়ে
মুছে দে রে দু:খ মলিন।।
আসুম সমৃদ্ধি আসুক সম্প্রীতি
হাসুক প্রকৃতি সুখে,
নষ্ট ভ্রষ্ট যত দুঃখ বিষাদ স্মৃতি
লেপে না থাকুক এ বুকে।
ময়লা ধুলা গ্লানি
ব্যাথাতুর সব বানী
তোর ঝড়ে হোক বিলিন।।
আয় নিয়ে প্রেম-মিলন
ভেদ ভেঙে সম্মিন
আশা ও স্বপ্নের ভীড়
আয় নিয়ে সুখ ধারা
সৃষ্টির বর্ষা ধারা
ধুয়ে নেব হতাশার নীড়।
আর নয় অবহেলা
ভাঙনের কু-খেলা
হৃদ্যতায় ভরাব জমিন।।
❤❤❤❤💕💕💕💕💕
আয় বৈশাখ.
কথাঃ মতিউর রহমান মল্লিক
সুরঃইকবাল হুসাইন
মুদ্রণঃনবীন সাদিক
—————-
আয় বৈশাখ আয়রে আয়
নতুনের দিন আয়
ফুলেরা ফুটবে পাখিরা গাইবে
ভিজে ঝড়ো হাওয়ায়।।
আকাশে বাতাসে আনন্দধারা বয়
ভুবনে ভুবনে সুরভিত সুর সঞ্চয়
প্রতিটি প্রহর প্রতিটি অন্তর
অনুরাগে ভরে যায়।ঐ
আয় আয় আয় রে রঙিন দিন
সাজায় নয়ন বাজায় মনের বীণ।
পরাণ পেলগো পেল গো পুলকিত পরিনাম
সকলেই দেখার সম্মতি অবিরাম
গানে কি সুরে কাছে কি দূরে
পথে যেতে অজানায়।ঐ
💕💕💕💕❤❤❤💖💖💖💖
আয় না সবাই
কথা: মতিউর রহমান মল্লিক
সুরঃ আব্দুল্লাহ বিন ফয়েজ
মুদ্রণ:নবীন সাদিক
—————
আয় না সবাই এক হয়ে যাই
বৈশাখের এই দিনে,
হৃদয় দিয়ে সকল হৃদয়
একে একে করিগো জয়
মন দিয়ে মন
নেইগো সবাই কিনে
বৈশাখের এই দিনে।
দ্বন্দ্ব দ্বিধায় নেই জীবনের মুক্তি
হিংসা ঘৃণা নয়তো কোন যুক্তি
ভালবাসার আয় না দিয়ে
সবাইকে নেই কিনে।ঐ
বিভাজনের পন্থা ছেড়ে এসো সখ্য করি
এই জাতি এই দেশের তরে অটুট ঐক্য গড়ি
শপথ করি স্বাধীনতার জন্য
কেউ হব না অন্ধকারে গণ্য
বরং সবাই রিক্ত হব
সত্য ন্যায়ের ঋণে।
সর্বশেষ কথা
আমি আমার পোষ্টের মাধ্যমে পহেলা বৈশাখের সেরা ১০টি গানের লিরিক্স তুলে ধরেছি। আপনারা যারা পহেলা বৈশাখের এই সেরা ১০ টি গান পেতে চান তারা আমাদের সম্পূর্ণ পোস্টটি পড়ুন। আশা করছি তাহলে আপনারা আমাদের পোষ্টের মাধ্যমে পহেলা বৈশাখের গানগুলো পেয়ে যাবেন। আশা করছি আপনারা আমাদের পোস্টটি থেকে উপকৃত হতে পারবেন। এ ধরনের আরো পোস্ট পেতে আমাদের ওয়েবসাইটে সাথেই থাকুন। সেই সাথে উপভোগ করুন এ বছরের পহেলা বৈশাখ। আমাদের ওয়েবসাইটে পরিদর্শন করার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। আপনাদের সকলের কাছ থেকে সুন্দর একটি কমেন্ট আশা করতেছি।