পরকীয়া নিয়ে স্ট্যাটাস, উক্তি, ক্যাপশন ও কবিতা

হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভাল আছেন। আজকে আমি আমার পোষ্টের মাধ্যমে পরকীয়া নিয়ে স্ট্যাটাস উক্তি ক্যাপশন ও কবিতা তুলে ধরব । বর্তমান আমাদের সমাজে পরকীয়া দিন দিন বেড়েই চলেছে। পরকীয়া বলতে আমরা বুঝি কোন স্ত্রী তার স্বামী থাকা অবস্থায় অন্য পুরুষের সাথে সম্পর্ক স্থাপন করা। বা কোন স্বামী তার স্ত্রী থাকা অবস্থায় অন্য নারীর সঙ্গে সম্পর্ক স্থাপনা করা কেই পরকীয়া বলে। আর বর্তমান পরকীয়ার সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। যা মানুষের হাতের নাগালের বাহিরে চলে গেছে।

পরকীয়া এমন একটা জিনিস প্রথম প্রথম ভালই লাগে কিন্তু ধরা পড়লেই জীবন শেষ। সুখের সংসার নিমিষেই শেষ হয়ে যায় পরকীয়ার কারণে। ক্ষণিকের সুখের চিন্তা করে কেউ পরকীয়া করবেন না। এতে করে শুধু আপনাদের জীবনেই নষ্ট না সেইসাথে আপনাদের বাচ্চাদের জীবনে নষ্ট হয়ে যাবে। তাই ক্ষনিকের সুখ্যে উপেক্ষা করে সকলেই ভালো থাকার চেষ্টা করবেন। ইসলামে পরকীয়ার জন্য কঠিন শাস্তির ব্যবস্থা করা হয়েছে।

আপনারা যদি পরকালে জান্নাত পেতে চান তাহলে অবশ্যই এ ধরনের খারাপ কাজ থেকে বিরত থাকবেন। আর আজকে আমি আমার পোষ্টের মাধ্যমে পরকীয়া নিয়ে স্ট্যাটাস উক্তি এবং ক্যাপশন তুলে ধরব। আশা করছি আপনারা এই বিষয়গুলো আমার পোষ্টের মাধ্যমে জানতে পারবেন।

পরকীয়া নিয়ে ফেসবুক স্ট্যাটাস

বর্তমান সমাজে পরকীয়া বেড়ে যাওয়ায় ফেসবুক স্ট্যাটাস গুলো অনেকেই গুগলে সার্চ করে থাকেন। কিভাবে তারা পরকীয়া নিয়ে লিখবেন বা লেখার চেষ্টা করবেন এ বিষয়গুলো আপনারা আমাদের আজকের এই পোষ্টের মাধ্যম থেকে শিখতে পারবেন। আপনারা যারা এ ধরনের পরিস্থিতির শিকার হয়েছেন বা কাউকে এ ধরনের বার্তা দিতে চান তাহলে আমাদের আজকের এই পোস্টটি আপনার জন্য। আশা করছি আপনারা আমাদের পোস্টের মাধ্যমে পরকীয়া নিয়ে এ বিষয়গুলো সম্পর্কে জানতে পারবেন।

তোমরা পরকীয়া পরিত্যাগ কর। কেননা এর ছয়টি শাস্তি রয়েছে। এর মধ্যে তিনটি দুনিয়াতে ও তিনটি আখেরাতে প্রকাশ পাবে।
সংগৃহীত

বর্তমানে আজকের এই সমাজের পরকীয়ার মতো জঘন্যতম পাপ ও অপরাধের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এটি সাজানো-গোছানো সমাজ ব্যবস্থাকে ধ্বংস করে দিচ্ছে।
সংগৃহীত

পরকীয়া করে কেউ কোনোদিনও সুখ পায় না, এটি সাময়িক আনন্দ মাত্র।
সংগৃহীত

পরকীয়া যে করে তার কাছে মধুর মনে হতে পারে, কিন্তু সে ব্যক্তি এর পরিণতি কী হতে পারে তা ভুলে যায়।
সংগৃহীত

বর্তমান এই সমাজে মানুষ ভালোবাসা নামে শুধু চারিদিকে পরকীয়া করে বেড়াচ্ছেন, যেটা করা একটা মানুষের জন্য মোটেও উচিত না।
সংগৃহীত

নিজের স্ত্রী বা স্বামীকে পরকীয়া থেকে বাচাঁনোর জন্য প্রত্যেক স্বামী ও স্ত্রী-কে তার নিজের সম্পর্কের প্রতি যত্নবান হওয়া উচিত !
সংগৃহীত

তুমি মানুষকে এটা বলতে শুনে থাকবে যে পরকীয়া হল অবৈধ সম্পর্ক। কিন্তু আমি মনে করি যে একজন ব্যক্তি যে কোন রমণীর দিকে যদি লালসার দৃষ্টিতে তাকায়, তবে সে তার মনেই পরকীয়া করে ফেলেছে।
সংগৃহীত

পরকীয়া হচ্ছে সম্পদের চরমরূপে বহিঃআক্রমণ।
সংগৃহীত

আমরা যদি পরকীয়ার সত্য মূলকে খুঁজতে যাই তবে আমরা বারবার একই জায়গায় ফিরে যাব, তা হলো সৃষ্টিকর্তার সাথে একজন নারী কিংবা পুরুষের সম্পর্ক।
সংগৃহীত

পরকীয়া আর বিশ্বাসঘাতকার সমাজে মানুষ এখনও কীভাবে দূরবর্তী আনুগত্যতায় বিশ্বাস বা আশা করে।
সংগৃহীত

পরকীয়া নিয়ে উক্তি

পরকীয়া নিয়ে বিভিন্নজন মনীষী ঘর নানা ধরনের উক্তি করে গেছেন। তাদের করা উক্তিগুলোই আজকে আমি আমার পোষ্টের মাধ্যমে তুলে ধরব। পরকীয়া শুধু পায় সম্পর্ক নষ্ট করতে কখনো এটি সমাজের জন্য ভালো কিছু বয়ে আনতে পারেনা। পরকীয়ার জন্য দিন দিন অনেক মানুষ আত্মহত্যা করতেছে। তাই এ ধরনের খারাপ কাজ থেকে বিরত থাকবেন। বিশেষ করে বেশি বেশি বই পড়বেন এবং এ ধরনের বাজে চিন্তা থেকে নিজেকে সরিয়ে রাখবেন। মোবাইল ফোন কম ব্যবহার করবেন। অকারনে কোন মেয়ে মানুষের সঙ্গে বা কোন মেয়ে মানুষ কোন পুরুষ মানুষের সঙ্গে আড্ডা দিবেন না। আর আসুন জেনে নিয়ে যাক পরকীয়া নিয়ে উক্তি সম্পর্কে।

সংসারে অশান্তি থাকলে নাকি মানুষ পরকীয়ায় লিপ্ত হয়, কিন্তু কেউ এই অশান্তি দূর করার সঠিক চেষ্টা করে না।
সংগৃহীত

পরকীয়া নামক ভুল পথে যাওয়া হয়তো খুব সহজ, কিন্তু এই ভুলের মাশুল গুনতে গিয়ে জীবন ধ্বংস হয়ে যায়।
সংগৃহীত

কাউকে ঠকানো কোন ভুল নয় বরং এটি আমাদের ইচ্ছাই মাত্র। পরকীয়ার ক্ষেত্রেও ব্যাপারটা একই হয়।
সংগৃহীত

পরকীয়ার সম্পর্কগুলো শুধু ক্ষণিকের জন্যই সুখের অনুভূতি প্রদান করে আর ধীরে ধীরে মানুষের জীবনকে নিঃশেষ করে দিতে থাকে।
সংগৃহীত

অন্য জায়গার ঘাস এখানকার ঘাসের থেকে বেশি সবুজ নয়, বরং বেশিরভাগ ক্ষেত্রেই অন্যত্র মরুভূমির অবস্থান থাকে, কিন্তু মানুষ সেই স্থানকে ঘাসে ভরা মাঠ বলে ভুল করে। সাধারণত পরকীয়ার ক্ষেত্রে এমনটাই হয়।
সংগৃহীত

যে ব্যক্তি স্ত্রী ব্যতীত অন্য কোন মহিলার সাথে পরকীয়া করলো, তাকে তোমরা হত্যা কর।
সংগৃহীত

পরকীয়ার ফলে সমাজ নষ্ট হয় এবং মানুষের মনুষত্ববোধ নষ্ট হয় তাই এই পরকীয়াকে মানুষ ভালো চোখে দেখেন না।
সংগৃহীত

পরকীয়া নিয়ে স্ট্যাটাস

তোমার বিবাহিত স্ত্রীর সাথে প্রতারণা করা হচ্ছে সবচেয়ে ঘৃণিত কাজগুলোর মধ্যে একটা। তোমার কারণে কারও প্রতারিত হওয়া উচিত নয় তা হোক শারীরিক কিংবা মানসিকভাবে।
সংগৃহীত

পরকীয়াকারী ও যার সাথে তা করা হয় উভয়কে এক’শ ঘা করে বেত্রাঘাত কর।
সংগৃহীত

সমাজের সকলেই পরকীয়ার বিরুদ্ধে, তাও কিভাবে এই সমাজে পরকীয়া বেড়ে চলেছে!
সংগৃহীত

কোন ব্যক্তি যখন পরকীয়া করে তখন তার ভেতর থেকে ঈমান বেরিয়ে যায়, এরপর তা তার মাথার উপর ছায়ার মত অবস্থান করতে থাকে। এরপর সে যখন তা থেকে তওবা করে তখন তার ঈমান পুনরায় তার কাছে ফিরে আসে।
সংগৃহীত

মানসিক পরকীয়াও আমাদের সমাজে বিরাজমান। সেটা হল পত্নী ব্যাতিত অন্য কারও সাথে মানসিকভাবে ঘনিষ্ঠতা করা।
সংগৃহীত

তোমরা পরকীয়ার নিকটবর্তী হয়ো না। এটা অশ্লীল কাজ এবং নিকৃষ্ট আচরণ।
সংগৃহীত

পরকীয়া নিয়ে ক্যাপশন

অনেকেই পরকীয়া নিয়ে ক্যাপশন গুলো তাদের ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করতে চায়। কিন্তু কি ধরনের ক্যাপশন তারা শেয়ার করবে এ বিষয়গুলো খুঁজে পায় না। আশা করছি আপনারা আমাদের পোস্টের মাধ্যমে পরকীয়া নিয়ে এ বিষয়গুলো সম্পর্কে জানতে পারবেন।

সম্পর্কের দড়িটা যদি একদিকে শক্ত আর অন্যদিকে শক্ত না থাকে, তাহলে ওই ফাঁকে পরকীয়া ঢুকে পড়ে।
সংগৃহীত

পৃথিবীতে যারা পরকীয়া করে তারা খানিকক্ষণের জন্য সুখ পায়, কিন্তু শেষ পরিণতি হিসেবে সারা জীবনের জন্য তাদের কষ্ট পেতে থাকে, বলতে গেলে তারা নিজেই কষ্টকে জীবনে ডেকে আনে।
সংগৃহীত

পরকীয়া মানুষকে মানসিকভাবে এবং শারীরিকভাবে অসুস্থ করে দেয়। এটি যেন বিষপান সম।
সংগৃহীত

ভালোবাসা খুব পবিত্র ব্যাপার, কিন্তু এ ভালোবাসার মাঝে জঘন্যতম পরিস্থিতি শুরু হয়ে যায় যখন মানুষ পরকীয়ায় লিপ্ত হয়ে যায়।
সংগৃহীত

পরকীয়া শুধুমাত্র একটি অবৈধ সম্পর্ক নয় বরং এটি একটি কলুষিত, পাপ, অপরাধ ও অন্যায়, যার কারণে ক্রমে ধ্বংস হয়ে যায় হাজারও সুখ দিয়ে সাজানো সংসার।
সংগৃহীত

পরকীয়ার কারণে মানুষের দাম্পত্য জীবনে নেমে আসে চরম অশান্তি, যার কারণে বর্তমান সমাজে বিবাহ বিচ্ছেদের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
সংগৃহীত

পরকীয়া নিজেই একটি সমস্যা এবং কোন সন্দেহ ছাড়াই বলা যায় যে এটা সময়ের সাথে আরও বেশি সমস্যার সৃষ্টি করবে।
সংগৃহীত

পরকীয়া হচ্ছে গ্লাস ভর্তি দুধের মত যাতে বিষ মেশানো থাকে। শুরুতে এটা তোমার ভালো লাগে তবে নির্ঘাত কেউ না কেউ মারা যাবে।
সংগৃহীত

ভালবাসা আসলে কি তা বোঝার জন্য তোমার অনেকগুলো প্রেম থাকাটা মোটেও আবশ্যক নয়। বিয়ের আগে যারা একসাথে অনেকগুলো প্রেম করে তারা বিয়ের পরে পরকীয়া করবেনা বলে কোনো আশা করা দায়।
সংগৃহীত

পরকীয়া নিয়ে কবিতা

পরকীয়া নিয়ে নানা ধরনের কবিতা লেখা হয়েছে। তার মধ্যে আজকে আমি আমার পোস্টের মাধ্যমে একটি কবিতা তুলে ধরব। বিশেষ করে আপনারা যারা সচেতন তারা কখনোই এ ধরনের বিষয়কে প্রশ্রয় দিবেন না। তাইতো অনেক কবি রয়েছেন যারা পরকীয়া নিয়ে নানা ধরনের বিদ্রোহী কবিতা লিখে গেছেন। তাদের কবিতাগুলি আজকে আমি আমার পোষ্টের মাধ্যমে তুলে ধরব। আশা করছি আপনারা আমাদের পোস্টের মাধ্যমেই পরকীয়া নিয়ে এই বিষয়গুলো সম্পর্কে জানতে পারবেন।

পরকীয়া
রাশেদুল ইসলাম

নিজের ঘরের পোলাও কোর্মা
লাগে না ভালো মোটে,

পরের ঘরেই অমৃত মধু,
ডাল -ভাতও যদি জোটে।

অন্তরে বিষ, মুখেতে মধু,
নিয়মের তরে ঘর করা শুধু,

এক বিছানায়, তবু কেউ নয় কারো,
সব পেয়ে যেনো পেতে চাই আরো।

হাতে হাত রেখে বলেছিনু যা,
আজকে সকলে ভুলে গেছি তা,

চোখের দৃষ্টি চোখ খোঁজে নাকো,
বলে মন “কেনো মিছে কয়ে থাকো?

পর হয়েছে তনু আমার, পর হয়েছে হিয়া,
মন গিলেছে নিষিদ্ধ জল- নষ্ট পরকীয়া।

দূর হয়েছে শৃঙ্খল -বাঁধা, উড়ন্ত এক পাখি,
ছোট্ট খাঁচায়- বিরাট আমায়, কেমনে বেঁধে রাখি?

মন মজেছে অন্য ফুলে,
ভোলাও তারে যায়না ভুলে,

প্রিয়ার জন্যে তোলা কদম,
মন দিতে চায় অন্য চুলে।

মরণ নেশা বিষের বেশি,
প্রেতাত্মা সেই এলোকেশী,

নিজ কাননে থেকেই নিজে,
আর কাননের পুষ্প চাষী।

পরকীয়া এখন ফ্যাশন,
অনেকের তো এটাই ভিশন,

ভুল মিশনের প্রান্তে এসে,
ভাবি ছিলো ভুল ডিসিশান।

কখনো কি ভাবি মোরা?
সংসার এক ফুলের তোড়া,

পরকীয়ায় ভেঙ্গে জোড়া,
সন্তান বাড়ে স্নেহ ছাড়া।

এক দিকেতে তিক্ত সত্যি,
অন্য প্রান্তে মিথ্যে ভক্তি,

অনেকেই এমন ঘোর বিপদে,
নিজের ভুলেই যায় শ্বাপদে।

এর পরিণাম হয় না ভালো,
দুই তীরেতেই আঁধার কালো।

মরণ বিষের নিজ পেয়ালায়,
নীল হয়ে যায় খুব অবেলায়।

পরকীয়ার ভয়াল থাবায়,
শান্ত সমাজ শুধুই কাঁপায়,

হারিয়ে মান, কুড়িয়ে দুর্নাম,
ভালোবাসার হয় বলিদান।

শপথ করি আজকে নিজে,
পরকীয়া করবো না যে,

মানুষ হয়ে, অমানুষের কাজ,
কখনো কি কভু সাজে?

পরকীয়া
জান্নাতুল জান্নাত

পরকীয়ায় মজেছো তুমি,
ভাবছো ‘আছি বেশ’

সবুর করো কয়েকটা দিন,
তারপরই সব শেষ৷

পরকীয়ার গোলকধাঁধায়,
যদি একবার যাও৷

ঢোকার পথ অনেক আছে,
বেরুবার পথ নাহি খুঁজে আর পাও৷

যেতে যেতে যদি সংসার কখনও ডাকে,
ফিরে আসতে চাইলে তুমি,

পড়বে গভীর খাদে৷
একপাশে সংসার তোমার, অন্যপাশে পরকীয়া৷

অপমান আর অপযশে যাবে যে ডুবিয়া৷
জীবন তখন কঠিন ভীষণ,

ভাববে মুক্তি মিলিবে একমাত্র মরিয়া৷
মরিয়াও তো শান্তি পেলে না,

ভালোবাসা কভু আর মেলে না৷
একাল গেলো পরকাল গেলো
সর্বনাশা পরকীয়ায়৷

সর্বশেষ কথা

আমি আমার পোষ্টের মাধ্যমে পরকীয়া নিয়ে স্ট্যাটাস উক্তি এবং ক্যাপশন তুলে ধরেছি। আপনারা যারা এ বিষয়গুলো সম্পর্কে জানার জন্য আগ্রহী আশা করছি তারা আমাদের আজকের এই পোস্টের মাধ্যমে এ বিষয়গুলো সম্পর্কে জানতে পারবেন। এ ধরনের বাজে কাজ থেকে নিজেকে সরিয়ে রাখবেন। আমাদের ওয়েব সাইটে পরিদর্শন করার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। এ ধরনের আরো প্রস্তুতি আমাদের ওয়েবসাইটের সাথেই থাকুন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।