নতুন বছরের ফেসবুক স্ট্যাটাস। Happy New year 2025

হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভাল আছেন। আজকে আমি আমার পোষ্টের মাধ্যমে হ্যাপি নিউ ইয়ার ২০২৫ এর ফেসবুক স্ট্যাটাস তুলে ধরব। ২০২৪ সাল শেষ শুরু হতে যাচ্ছে ২০২৫ সাল। যখন বছর শেষ হয় তখনই আসে শীতকাল। শীতকালে এমনিতেই সকলেই পিকনিকের আয়োজন বা বনভোজনের আয়োজন করে থাকে। চারদিকে গ্রামেগঞ্জে পিঠাপুলির উৎসব শুরু হয়। সবার গায়ে নানা ধরনের রংবেরঙের পোশাক দেখা যায়। সারা গ্রাম শহর মেথে উঠে আনন্দে। সেই সাথে নতুন বছরের শুরুর আমেজ কার না ভালো লাগে।

সকলেই অপেক্ষা করে নতুন বছরের জন্য। নতুন বছরকে কিভাবে গ্রহণ করবে এর জন্য সারা গ্রাম সহ সাজে অন্য সাজে। যা দেখতে মনমুগ্ধকর লাগে। চারদিকে আতশবাজির শব্দ সবকিছু মিলিয়ে থার্টি ফাস্ট নাইট সবারই অনেক ভালো কাটে। এই রাত্রিতে সকলেই অনেক আনন্দ উৎসব করে থাকে। অনেকেই আবার তাদের ফেসবুক একাউন্টে স্ট্যাটাস দিতে চায়। তাই তাদের কথা চিন্তা করে আজকে আমি আমার পোষ্টের মাধ্যমে নতুন বছরের ফেসবুক স্ট্যাটাস গুলো তুলে ধরব। আশা করছি আপনারা আমাদের পোস্টের মাধ্যমে নতুন বছরের ফেসবুক স্ট্যাটাস গুলো পেয়ে যাবেন।

নতুন বছরের ফেসবুক স্ট্যাটাস ২০২৫

আপনি কি নতুন বছরের ফেসবুক স্ট্যাটাস সম্পর্কে জানার জন্য এসেছেন। তাহলে আমাদের আজকের এই পোস্টে আপনাকে স্বাগতম। আজকে আমি আমার পোষ্টের মাধ্যমে নতুন বছরের ফেসবুক স্ট্যাটাস তুলে ধরব। আপনারা যারা নতুন বছরের ফেসবুক স্ট্যাটাস গুলো পাওয়ার জন্য গুগলে সার্চ করতেছেন। আশা করছি তারা ২০২৫ সালের নতুন নতুন এবং সুন্দর সকল স্ট্যাটাস গুলো আমাদের ওয়েবসাইটের মাধ্যমে পেয়ে যাবেন। তাই আসুন জেনে নেয়া যাক নতুন বছরের স্ট্যাটাস সম্পর্কে।

আজ দেখো নতুন স্বপ্ন,
ভুলে যাও সমস্ত পুরনো কষ্ট,
আজ করো নতুন করে কল্পনা,
ভুলে যাও আছে যত পুরনো যন্ত্রণা।
আজ থেকে শুরু হোক নতুন জীবন,
সুখের হোক সবার প্রতিটি ক্ষণ”

সৃষ্টিকর্তা তোমায় যেন চিরকাল,
সুখে ও শান্তিতে রাখেন,
শুধুমাত্র এই বছরই নয়,
আগামী সব কটি বছর যেন,
তিনি তোমাকে দুহাত ভরে দেন।
Happy New Year

মিষ্টি তোমার মুখের হাসি, দুষ্টু দুটি চোখ,
আছে যত স্বপ্ন তোমার সত্যি সবই হোক।
নতুন বছরে জানাই তোমায় অনেকখানি প্যায়ার,
জানাই তোমায় আরেকবার,
Happy New Year

একটি অসাধারণ বছরে আমি তোমার,
অসাধারণ বন্ধুত্বের জন্য কৃতজ্ঞ থাকব,
এর জন্য অনেক অনেক ধন্যবাদ।
নতুন বছরের জন্য নতুন সূচনার জন্য,
রইল অনেকখানি অভিনন্দন।।
Happy New Year

নতুন বছরে পুরনো প্রেমে নতুন করে ডুবি,
নতুন বছরে তোমাকে আবার নতুন করে খুঁজি।
অভিমান আর রাগারাগি যতটুকু আছে,
সবই এখন স্বপ্ন মাত্র সেগুলি আমার কাছে।
তুমিও ভোলো সবকিছু, রাগ কোরো না আর,
তোমাকে জানাই আমি
Happy New Year

নতুন সূর্য নতুন গান,
নতুন সুর নতুন প্রাণ,
নতুন ঊষার নতুন আলো,
নতুন বছর তোমার কাটুক ভালো।
Happy New Year

নতুন বছরে নতুন করে সাজাও তোমার জীবন,
সুন্দর হোক সবকিছু হোক নতুনের আগমন।
রাতের শেষে ঊষার মতো স্নিগ্ধ তুমি হও,
নতুন করে আমায় তুমি আপন করে নাও।
Happy New Year

বসন্তের আগমনে কোকিলের সুর ! গ্রীস্মের আগমনে রোদেলা দুপুর ! বর্ষার আগমনে সাদা কাঁশফুল ! তাই তোমায় উইশ করতে মন হলো বেকুল !
Happy new year

নতুন বছরে থাকো তুমি সর্বদা হাসি খুশি তুমি একটু হেসে দিলেই বলবো ভালোবাসি, আসা নিয়ে ছিলাম আমি থাকবো তোমার আসায় এই বছরে পূর্ণ হবে জীবন আমার তোমার ভালোবসায়, *
Happy new year

হ্যাপি নিউ ইয়ার স্ট্যাটাস ২০২৫

২০২৪ সাল শেষ শুরু হতে চলছে ২০২৫ সাল। তাই আপনাদের মাঝে আজকে আমি আমার প্রশ্নের মাধ্যমে 2025 হ্যাপি নিউ ইয়ার এর সকল আপডেট স্ট্যাটাস গুলো তুলে ধরব। আশা করছি আপনারা আমাদের পোস্টের মাধ্যমে ২০২৫ সালের সুন্দর সকল স্ট্যাটাস পেয়ে যাবেন। এখন জেনে নেয়া যাক ২০২৫ সালের স্ট্যাটাস সম্পর্কে।

ঝরা পাতার মত ঝরে যাচ্ছে“২১ তো কি হয়েছে? বাকি “20” তো ঠিক আছে, আর “২১” ঝরে গিয়ে নতুন পাতা আসছে “২২” ।2024” কে বিদায় দাও “2025” কে স্বাগত জানাও”
হ্যাপি নিউ ইয়ার

ভুলে যাও পুরোনো সব, বদলে যাও ভালোবাসায় সব শত্রুতা.. আগামীকাল নিয়ে আসবে সুখ, নতুন বছরে তোমার সব মুহূর্ত ডুবিয়ে দাও
হ্যাপি নিউ ইয়ার

অন্ধকারের আগে আলো, হৃদয়ের স্পন্দনের আগে, ভালোবাসার আগে প্রেম, দুঃখের আগে সুখ, আপনার এবং আপনার পরিবারের সামনে,
হ্যাপি নিউ ইয়ার

নীল আাকশের খামে ভরে, সাদা মেঘের কাগজে করে, রংধনুর রঙে লিখে, দক্ষিণা বাতাসকে দিয়ে আমার মনের কথা পাঠালাম।
হ্যাপি নিউ ইয়ার

স্বপ্ন সাজাও রঙের মেলায়, জীবন সাজাও রঙের ভেলায়। ফিরে চলো মাটির টানে, নতুন সবে নতুন গানে।
হ্যাপি নিউ ইয়ার

সুখের স্মৃতি রেখ মনে,দুঃখের স্মৃতি যেও ভুলে, মিশে থেকো আপন জনে , মান অভিমান সব ভুলে, আশার প্রদীপ রেখো জেলে, হাজার সূর্য তোমার চোখে, সবাই মিলে থেকো সুখে।
হ্যাপি নিউ ইয়ার

পাখির ডানায় লিখে দিলাম নববর্ষের নাম। বন্ধু তুমি উড়ে দেখ পাবে সুখের ঘ্রান। পুরনো সব কস্ট করেফেল নষ্ট। নতুন বছরের নতুন যাত্রা হয় যেন সুখ আর সমৃদ্ধি ময়।এই কামনায় তোমাই জানাই
হ্যাপি নিউ ইয়ার

বছর শেষে ঝরা পাতা বলল উড়ে এসে, একটি বছর পেরিয়ে গেল হাওয়ার সাথে ভেসে। নতুন বছর এসেছে, তাকে যত্ন করে রেখো, সপ্ন গুলো সত্যি করে খুব ভাল থেকো
হ্যাপি নিউ ইয়ার

যেটুকু ভুল ছিল শুধরে নিব, না পাওয়ার কষ্ট টুকু ভুলে যাব। সবারে বাসবো ভালো, এই প্রত্যয়ে শুরু হোক নতুন বছর।
হেপি নিউ ইয়ার

নতুন বছরের শুভেচ্ছা। স্বপ্ন দেখার সাহস রাখো, জীবনকে রঙিন করে তোলো। অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে, নতুন করে শুরু করো
হ্যাপি নিউ ইয়ার

নতুন বছরের শুভেচ্ছা। জীবনকে সুন্দর করো, মনকে প্রফুল্ল করো, হৃদয়কে কোমল করো, সময়কে কাজে লাগাও, ভালোবাসাকে মিস করো, বন্ধুকে এসএমএস করো,
হ্যাপি নিউ ইয়ার

হ্যাপি নিউ ইয়ার কবিতা

হ্যাপি নিউ ইয়ার নিয়ে অনেক জনে নানা ধরনের কবিতা লিখে গেছেন। তাদের লেখা একটি কবিতা আজকে আমি আমার পোষ্টের মাধ্যমে তুলে ধরবো। আপনারা যারা হ্যাপি নিউ ইয়ার এর কবিতা গুলো সম্পর্কে জানার জন্য আগ্রহী বা হ্যাপি নিউ ইয়ার এ ধরনের কবিতা গুলো আপনাদের সোশ্যাল মিডিয়া অথবা যে কোন অনুষ্ঠানে আবৃত্তি করতে চান আশা করছি তারা আমাদের আজকের এই পোস্টটির মাধ্যমে হ্যাপি নিউ ইয়ারের কবিতা সমূহ পেয়ে যাবেন। তাই আসুন জেনে নিয়ে যাক হ্যাপি নিউ ইয়ার এর কবিতা সম্পর্কে।

শেখ একে
এম জাকারিয়া

সবার মুখে একটি কথা
শুনছি বছর শেষে,
জীবন থেকে
একটি বছর
হাওয়ায় গেল ভেসে।

এসে গেছে নতুন বছর
ভাসছে লোকমুখে,
যত্ন করে
রেখো তারে
আপন আপন বুকে।

রাতের পরে আসবে সকাল
তাকাও দু’চোখ খুলে
নয়া প্রাতের
নয়া অালোয়
দুঃখ যাবে ভুলে।

মিলিয়ে যাবে পুরনো সব
আঁধার হবে শেষ
ভরে যাবে
ফেবুতলায়

প্রাণ ভরিয়ে,তৃষা হরিয়ে
মোরে আরো আরো আরো দাও প্রাণ
তব ভুবনে,তব ভবনে
মোরে আরো আরো আরো দাও স্থান….
শুভ নববর্ষ…2025

পুরোনো যত হতাশা,
দুঃখ,অবসাদ,
নতুন বছরে সেগুলোকে করুক ধূলিস্যাৎ।সুখ,
আনন্দে মুছে যাক সকল যাতনা।
নতুন বছরে তোমায় জানাই
Happy new year..2025

পুরনো বছরটা তোমার যতো খারাপই কাটুক না কেন ,
নতুন বছর তোমার জীবনে সব খুশী নিয়ে আসবে…
শুভ নববর্ষ…

নতুন বছরের আগমনে
ফেরদৌস আক্তার

নতুন বছরের আগমনে
হৃদয়কূলে হাজারো মুকুল ফোটে
সুবাস ছড়ানোর প্রতিক্ষাতে ।

পাখির মুগ্ধ করা কিচিরমিচির শব্দে,
উচ্ছ্বাসিত মন ছুটে বেড়ায় মুক্ত বিহঙ্গে।

আধো আলো আধো আঁধারে
বসে আমি পৃথিবীর কোনো এক প্রান্তে ,
আগামীর পথচলার বার্তায় রাঙাতে নিজেকে।

নব সূর্যের আলোকিত প্রভাতে
কতো পাখপাখালি মিষ্টি সুরে ডেকে
মেলবে ডানা আকাশের নীলের সমারোহে।

সৃষ্টির সেরা আমি ধরণীর বুকে
তবু তোমার মতো সাধ্য কি আমার বিচরণে।

গাছের ডালে মিষ্টি সুরে ডেকে ডেকে,
ছুটছো যেথায় খুশি অবলীলাতে ।

পৃথিবী নতুন রূপে সাজবে
নতুন দিনের নবীনের হাত ধরে ,
নতুন উদ্যমে নব নব উদ্ভাবিত চমকে ।

আঁখিপটের লালিত স্বপ্ন পূরণের প্রচেষ্টাতে,
প্রভুর দয়ায় পৌঁছাবে নিজের লক্ষ্যে
বহুমন আপন সত্ত্বা পাবে খুঁজে শৃঙ্খলের আবরণ ভেঙ্গে ।
নবরূপে নতুন সাজে হবে পদচারণা।

গ্রীষ্মের খরতাপে তপ্ত মাঠ
যেমন থাকে বৃষ্টির ঝিরিঝিরি ফোঁটা র প্রতিক্ষাতে,

তেমন করে নতুন বছরের আগমনে
নব উচ্ছ্বাস দাঁড়িয়ে পুষ্পমাল্য হাতে বরণের অপেক্ষাতে
সকল গ্লানিকে বিদায় জানাতে।
একটা সময় হারিয়ে গেল
সময় নদীর বাঁকে
রংবেরঙ বা সাদাকালো

স্মৃতিগুলো রইলো পরে শূন্যে এই বুকে
নতুন বছর, নতুন আশা
স্বপ্নের দিন গোনা
ভালো রেখো, ভালো থেকো

সর্বশেষ কথা

আমি আমার পোষ্টের মাধ্যমে নতুন বছরের ফেসবুক স্ট্যাটাস গুলো তুলে ধরেছি। আপনারা যারা নতুন বছরের ফেসবুক স্ট্যাটাস সম্পর্কে জানার জন্য গুগলে সার্চ করতেছেন আশা করছি তারা আমাদের সম্পূর্ণ পোস্টে পড়বেন। তাহলেই আপনারা আমাদের পোস্টের মাধ্যমে হ্যাপি নিউ ইয়ারের কবিতা গুলো এবং স্ট্যাটাস গুলো সম্পর্কে জানতে পারবেন। এ ধরনের আরো পোস্ট পেতে আমাদের ওয়েবসাইটের সাথেই থাকুন। আমাদের ওয়েবসাইটে পরিদর্শন করার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।