তৌহিদেরি মুর্শিদ আমার মোহাম্মদের নাম লিরিক্স

হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম । আশা করি আপনারা সবাই ভাল আছেন । আজকে আমি আমার পোস্টের মাধ্যমে একটি নজরুল সংগীত তুলে ধরব। এটি একটি ইসলামিক নজরুল সংগীত । এই নজরুল সঙ্গীতের মাধ্যমে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনী অবলম্বন করলে আমরা কি পাবো সে বিষয়ে তুলে ধরা হয়েছে । হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে মহান আল্লাহতালা পাঠিয়েছেন মানুষের হেদায়েতের জন্য । আমরা যদি তাকে আদর্শ হিসেবে চলাচল করি তাহলে আমরা সর্বদা ভালো কাজে নিজের জীবনকে অতিবাহিত করতে পারবো । কারণ হযরত মুহাম্মদ সাঃ ছিলেন সদা সত্যবাদী । তিনি কখনোই মিথ্যার কাছে পরাজিত হতেন না ।

তাইতো আরবের কাফেররাও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল আমিন নামের উপাধি দেন । যার অর্থ হচ্ছে বিশ্বাসী ।  তাকে সবাই বিশ্বাস করতেন । তাইতো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু ওয়া সাল্লামের নামে অনেকেই নানা ধরনের গজল নাত বলেছেন । তার মধ্যে আজকে আমি আমার এই পোস্টের মাধ্যমে একটি নজরুল সংগীত তুলে ধরবো । আশা করছি আমাদের দেয়া নজরুল  সংগীতটি আপনাদের পছন্দ হবে ।  তাহলে আসুন জেনে নেয়া যাক  তৌহিদের মুর্শিদ আমার মোহাম্মদের নাম গজলটি লিরিক সম্পর্কে ।

তাওহীদেরই মুর্শিদ আমার লিরিক্স

আপনি কি তাওহীদেরই মুর্শিদ আমার মোহাম্মদের নাম গজলটির লিরিক্স  সম্পর্কে জানার জন্য এসেছেন । তাহলে  আমাদের আজকের এই পোস্টে আপনাকে স্বাগতম । কারণ আজকে আমি আমার  পোস্টের মাধ্যমে এই অসাধারণ নজরুল সংগীতটি তুলে ধরবো । আপনারা যারা এই নজরুল সংগীতটি সম্পর্কে জানার জন্য এসেছেন তারা আমাদের  সম্পূর্ণ পোস্টটি  পড়ুন। আশা করছি তাহলে আপনারা আমাদের আজকের এই পোস্টটির মাধ্যমে উপকৃত হতে পারবেন ।

তাওহিদেরই মুর্শিদ আমার
মোহাম্মদের নাম, মুর্শিদ
মোহাম্মদের নাম
তাওহিদেরই মুর্শিদ আমার
মোহাম্মদের নাম, মুর্শিদ
মোহাম্মদের নাম

ওই নাম জপলেই বুঝতে পারি
খোদায়ী কালাম, মুর্শিদ
মোহাম্মদের নাম।।

ওই নামেরই রশি ধরে যাই আল্লাহর পথে
ওই নামেরই ভেলায় চড়ে ভাসি নূরের স্রোতে
ওই নামেরই রশি ধরে যাই আল্লাহর পথে।।
ওই নামেরই ভেলায় চড়ে ভাসি নূরের স্রোতে

ওই নামের বাতি জ্বেলে দেখি
আরশের মোকাম, মুর্শিদ
মোহাম্মদের নাম।।

ওই নামের দামন ধরে আছি, আমার কিসের ভয়
আমার কিসের ভয়
ওই নামের গুনে পাবো আমি খোদার পরিচয়
পাবো খোদার পরিচয়

তাঁর কদম মোবারক যে আমার
বেহেশতী তাঞ্জাম
মুর্শিদ, মোহাম্মদের নাম

তাওহিদেরই মুর্শিদ আমার
মোহাম্মদের নাম, মুর্শিদ
মোহাম্মদের নাম

ওই নাম জপলেই বুঝতে পারি
খোদায়ী কালাম, মুর্শিদ
মোহাম্মদের নাম

তাওহিদেরই মুর্শিদ আমার
মোহাম্মদের নাম, মুর্শিদ
মোহাম্মদের নাম।।

সর্বশেষ কথা,

আমি আমার  পোষ্টের মাধ্যমে  তাওহীদদেরই মুর্শিদ আমার মোহাম্মাদের নাম  নজরুল সংগীত টির  লিরিক তুলে ধরেছি । অনেকেই আছেন ইসলামিক নজরুল সংগীত গুলো খুবই পছন্দ করেন । তাই তাদের কথা চিন্তা করে আজকে আমি আমার  পোস্টের মাধ্যমে ইসলামিক  নজরুল সংগীত তুলে ধরেছি । আপনারা যারা এই ইসলামিক নজরুল সংগীত গুলো পেতে চান তারা আমাদের  সম্পূর্ণ পোস্টটি পড়ুন । আশা করছি তাহলে আপনারা আমাদের পোস্টের মাধ্যমে উপকৃত হতে পারবেন । এ ধরনের আরো পোস্ট পেতে আমাদের ওয়েবসাইটের সাথেই থাকুন । আমাদের ওয়েবসাইটে পরিদর্শন করার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।