ঝড়ের সময় কি দোয়া পড়তে হয়?

হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম । আশা করি আপনারা সবাই ভাল আছেন । আজকে আমি আমার  পোস্টের মাধ্যমে ঝড় তুফানের সময় দোয়া তুলে ধরব । মহান রাব্বুল আলামিন আমাদের অনেক সময় নানা ধরনের বিপদ আপদ দিয়ে পরীক্ষা করে থাকেন । আমরা যখন মহান রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করা থেকে বিরত থাকি । নানা ধরনের খারাপ কাজে লিপ্ত হয়ে যাই ।  সুদ ব্যভিচার বেশি আমাদের  আমাদের সমাজের ছড়িয়ে পড়ে । আত্মীয়তার সম্পর্ক গুলো নষ্ট হয়ে যায় । সমাজের মধ্যে বেশিরভাগ অনিয়ম চালু হয়ে যায় । তখনই মহান রাব্বুল আলামিন নানা ধরনের গজব আমাদের দিয়ে থাকে ।

আর আমরা যখন বিপদে পড়ে থাকি তখনই মহান রাব্বুল আলামিন কে স্মরণ করে থাকি । তেমনি ঘূর্ণিঝড় হচ্ছে একটি বালা মসিবত । এই বালা মুসিবত থেকে মুক্ত হতে আমরা নানা ধরনের দোয়া পড়ে থাকি । আপনারা যারা ঝড় তুফান থেকে মুক্তির জন্য দোয়া সম্পর্কে জানতে চান তারা আমাদের  সম্পূর্ণ পোস্টটি পড়ুন । আশা করছি তাহলে আপনি আমাদের পক্ষে মাধ্যমে খুব সহজেই ঝড় তুফান নিয়ে দোয়া পেয়ে যাবেন । তাহলে আসুন জেনে নেয়া যাক  ঝড় তুফানের সময় দোয়া ।

ঝড় তুফানের সময়ের দোয়া

আপনি কি ঝড় তুফানের সময় দোয়া সম্পর্কে জানার জন্য এসেছেন । আমাদের আজকের এই পোস্টে আপনাকে স্বাগতম । অনেকেই আছেন যারা ঝড় তুফানের দিনে নৌকা অথবা জাহাজে চড়ে এক  স্থান থেকে অন্য স্থানে যাতায়াত করে । এই সময় তারা ভয়ংকর রকমের ঝড়ের সঙ্গে মোকাবলা করে । অনেকেই ভয় পেয়ে যায় মহান রাব্বুল আলামিন কে স্মরণ করে । আবার অনেকেই দোয়া পড়া শুরু করে দেয় । আর কেউবা আছেন যারা এই সময় কি দোয়া করবেন সে সম্পর্কে জানেন না । তারা খুব সহজে আমাদের পশ্চিম মাধ্যমে ঝড় তুফান নিয়ে দোয়া পেয়ে যাবেন । আশা করছি আপনারা আমাদের পোস্টের মাধ্যমে খুব সহজেই ঝড় তুফানের দোয়া সম্পর্কে জানতে পারবেন ।

اللَّهُمَّ حَوَالَيْنَا وَلاَ عَلَيْنَا

উচ্চারণ : `আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা ৷

অর্থ : হে আল্লাহ! আমাদের থেকে ফিরিয়ে নাও, আমাদের ওপর দিয়ো না। (বুখারি, ৯৩৩, ১০২১)
ঝড়-তুফানের সময় এ দোয়া বেশি বেশি পড়তে হবে।

اللهُمَّ إِنِّي أَسْأَلُكَ خَيْرَهَا، وَخَيْرَ مَا فِيهَا، وَخَيْرَ مَا أُرْسِلَتْ بِهِ، وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّهَا، وَشَرِّ مَا فِيهَا، وَشَرِّ مَا أُرْسِلَتْ بِهِ

উচ্চারণ : `আল্লাহুম্মা ইন্নী আস্আলুকা খায়রাহা ওয়া খায়রা মা ফিহা- ওয়া খায়রা মা উরসিলাত-বিহি; ওয়া আউযুবিকা মিন শাররিহা ওয়া শাররি মা ফিহা ওয়া শাররি মা উরসিলাত-বিহি।

অর্থ : হে আল্লাহ! আমি আপনার নিকট এর মঙ্গল, এর মধ্যকার মঙ্গল ও যা নিয়ে তা প্রেরিত হয়েছে, তার মঙ্গলসমূহ প্রার্থনা করছি এবং আমি আপনার আশ্রয় প্রার্থনা করছি এর অমঙ্গল হতে, এর মধ্যকার অমঙ্গল হতে এবং যা নিয়ে তা প্রেরিত হয়েছে, তার অমঙ্গলসমূহ হতে। (মিশকাত-১৫১৩)

সর্বশেষ কথা,

 আমি আমার পোস্টের মাধ্যমে ঝড় তুফানের দোয়া তুলে ধরেছি । অনেকেই আছেন যারা ঝড় তুফান উঠলে কি দোয়া পড়বেন সে বিষয়ে জানেন না । ইসলামে প্রত্যেকটি বিষয়ে যদি আপনি সমস্যার সম্মুখীন হয়ে থাকেন তাহলে সে বিষয়ে দোয়া রয়েছে । আর আপনারা যারা ঝড় তুফানের সময় দোয়া সম্পর্কে জানতে চান তারা আমাদের পোস্টের মাধ্যমে খুব সহজেই ঝড় তুফানের সময় দোয়া সম্পর্কে জানতে পারবেন । কারন আমি আমার  পোস্টে মাধ্যমে  ঝড় তুফানের সময়ের দোয়া তুলে ধরেছি । আশা করছি আপনারা আমাদের পোষ্টের মাধ্যমে উপকৃত হতে পারবেন । এ ধরনের আরো পোস্ট পেতে আমাদের ওয়েবসাইটের সাথেই থাকুন ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।