কবর জায়গা ভালো নয় নাশিদ লিরিক্স

হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভাল আছেন। আজকে আমি আমার পোষ্টের মাধ্যমে অসাধারণ একটি গজল তুলে ধরব। গজলটি হচ্ছে কবর নিয়ে। প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তেমনিভাবে সকলেই আমরা এই পৃথিবী ছেড়ে চলে যাব। একজন মুসলিম হিসেবে আমরা যখন মৃত্যুবরণ করবো তখন আমাদের কবর দেওয়া হয়। আর এই কবর নিয়ে অসাধারণ কিছু গজল রয়েছে। যা মানুষের ঈমানকে অনেক মজবুত করে তোলে। তবুও মানুষ অনেক খারাপ কাজে ধাবিত হয় একে অপরের প্রতি হিংসা বিদ্বেষে লিপ্ত থাকে।

কিন্তু তারা চিন্তা করে না কবর নামে জায়গা তাদেরকে ডাকছে। যারা পরকালের চিন্তা করেন এবং আখিরাতের জন্য ভালো কিছু করতে চান তাহলে অবশ্যই পৃথিবীতে ভালো কাজের মাধ্যমে আপনাকে বেঁচে থাকতে হবে। তা না হলে কবর হবে আপনার জন্য খুবই কঠিন। তাই কবরে কিছু বর্ণনা নিয়ে আজকে আমি আমার পোষ্টের মাধ্যমে ওবায়দুল্লাহ তারেক এর একটি অসাধারণ গজল তুলে ধরব। আশা করছি আপনারা যারা কবর নিয়ে এ গজলটি শোনার জন্য আগ্রহী তারা আমাদের আজকের এই পোষ্টের মাধ্যমে উপকৃত হতে পারবেন।

কবর জায়গা ভালো নয় গজলটি লেখক কে

আমরা অনেকেই জানতে চাই এই অসাধারণ গজল টির লেখককে বা গায়ককে নাম সম্পর্কে। আপনারা যারা বহু জায়গা ভালো নয় গজলটির লেখক এর নাম জানেন না আশা করছি আপনারা আমাদের পোস্টের মাধ্যমে এ গজলটি লেখকের নাম সম্পর্কে জানতে পারবেন। কবর জায়গা ভালো নয় গজলটি লেখক হচ্ছে আবুল আলা মাসুম। আর এই গজলটি গেয়েছেন ওবায়দুল্লাহ তারেক। তার কন্ঠে গানটি অসাধারণ হয়েছে। আপনারা যারা এরকম আরো গজল পেতে চান তারা আমাদের সাথেই থাকুন।

কবর জায়গা ভালো নয় গজল লিরিক্স

এখন আমি আমার পোষ্টের মাধ্যমে কবর জায়গা ভালো নয় গজলটি লিরিক্স তুলে ধরব। আশা করছি আপনারা যারা এই গজলটি লিরিক্স খুঁজে বেড়াচ্ছেন তারা আমাদের আজকের এই পোষ্টের মাধ্যমে পেয়ে যাবেন। কোথায় এখন জেনে নেয়া যাক কত জায়গা ভালো নয় গজল লিরিক সম্পর্কে।

কবর নিয়ে অসাধারণ একটি গজল

৬ দিন পরে নখ খসে যাবে
৯ দিন পরে চুল
কবর গাহের সামান নিতে
কইরো না কেউ ভুল
কবর জায়গা ভালো নয়।
আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়।

১৭ দিনে পেট ফেটে শেষ
পোকার খাদ্য হবে
৬০ দিন পরে গোশত থাকবেনা
কঙ্কাল পরে রবে,
৯০ দিনে হার গুলি সব
আলাদা হয়ে রয়।

দেহের চেয়ে অহম বড় লোভ লালসার পাহাড়
হিংসায় জ্বলে বিবেক হলো
নফসের কালো আহার,
হামান কারুন সবারই এই
পরিণতি পরিচয়।

সর্বশেষ কথা

আমি আমার পোষ্টের মাধ্যমে কবর নিয়ে অসাধারণ একটি গজল তুলে ধরেছি। আপনারা যারা কবর নিয়ে এই অসাধারণ গজল টি পেতে চান তারা আমাদের সম্পূন্ন পোস্টটি পড়ুন। আশা করছি তাহলে আপনারা আমাদের পোষ্টের মাধ্যমে এ বিষয়গুলো সম্পর্কে জানতে পারবেন। এ ধরনের আরো পোস্ট পেতে আমাদের ওয়েবসাইটের সাথেই থাকুন। আমাদের ওয়েব সাইটে পরিদর্শন করার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।