একুশে ফেব্রুয়ারি নিয়ে ছোটদের কবিতা
হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভাল আছেন। আজকে আমি আমার পোস্টের মাধ্যমে একুশে ফেব্রুয়ারি নিয়ে ছোটদের কবিতা আবৃতি তুলে ধরব। একুশে ফেব্রুয়ারি হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এই দিনে ভাষার জন্য শহীদ হয়েছেন রফিক জব্বার সালাম বরকতসহ আরো অনেকে। তাইতো প্রতিবছর একুশে ফেব্রুয়ারি আসলেই শহীদদের স্মরণে বাংলাদেশের সকল মানুষ স্মৃতিসৌধে গিয়ে ফুল দিয়ে থাকে শহীদদের স্মরণে। কারণ এই দিনটির কথা বাঙালিরা কখনো ভুলতে পারবেনা। ভাষার জন্য এই দিনে বাংলাদেশের অনেক মানুষ জীবন দিয়েছে।
তাইতো সারা বিশ্বে এই দিনটি বর্তমান পালন করা হয়। একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করা হয়। তাই একুশে ফেব্রুয়ারি আসলেই অনেকেই এই দিনটিকে শ্রদ্ধার সঙ্গে পালন করে। এবং প্রত্যেকটা স্কুল কলেজে নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। তখন অনেকেই এই দিনটি উপলক্ষে কবিতা আবৃত্তি করতে চায়। আপনারা যারা ছোটদের কবিতা সম্পর্কে জানার জন্য গুগলে সার্চ করতেছেন আশা করছি তারা আমাদের আজকের এই পোস্টের মাধ্যমে পেয়ে যাবেন। তাই আসুন জেনে নেয়া যাক একুশে ফেব্রুয়ারি নিয়ে ছোটদের কবিতা সম্পর্কে।
একুশে ফেব্রুয়ারি নিয়ে ছোট কবিতা
আপনি কি একুশে ফেব্রুয়ারি নিয়ে ছোটদের কবিতা এবং ছোট কবিতা খুজতেছেন। তাহলে আমাদের আজকের এই পোস্টে আপনাকে স্বাগতম। কারণ আজকে আমি আমার পোষ্টের মাধ্যমে একুশে ফেব্রুয়ারি নিয়ে ছোটদের কবিতা তুলে ধরব। আপনারা যারা একুশে ফেব্রুয়ারি নিয়ে ছোটদের কবিতা আবৃতি নিয়ে কবিতাগুলো পেতে চান তারা আমাদের সম্পূর্ণ পোস্টটি পড়ুন। আশা করছি তাহলেই আপনারা এগুলি ফেব্রুয়ারি নিয়ে ছোট ছোট কবিতা আবৃত্তি পেয়ে যাবেন। আর খুব সহজেই এ সকল কবিতা আপনারা একুশে ফেব্রুয়ারিতে আবৃত্তি করতে পারবেন। তাই এখন জেনে নেয়া যাক কি খুশি ফেব্রুয়ারি নিয়ে ছোটদের কবিতা সম্পর্কে।
বাংলা ভাষা
শরিফ আহমাদ
ইংরেজি আজ শিখতে হবে
এটাই বিশ্বে চলে
মানুষ কথা বলে ।
আরবী ভাষা শিখতে হবে
কুরআন জানার জন্য
করতে জীবন ধন্য ।
উর্দু-ফার্সি জানা ভালো
হবে অনেক ফায়দা
জ্ঞানী হওয়ার কায়দা ।
কিন্তু আমার বাংলা ভাষা
জন্মসূত্রে পাওয়া
সুখ নদীতে নাওয়া ।
বাংলা ভাষায় তৃপ্তি আছে
যেন মধু মাখা
বুকের ভেতর রাখা ।
ইতিহাসের পোকা
শরিফ আহমাদ
একুশ এলো মনের ভেতর
দিচ্ছে উঁকি কারা?
তারা
ভাষার জন্য প্রাণ দিয়েছে যারা ।
ওরা ছিল খুব সাহসী
মায়ের বুকের গর্ব
খর্ব–
হয় না যেন ওদের বিজয় পর্ব ।
ইতিহাসের পোকা হয়ে
সবাই রেখো খেয়াল
দেয়াল–
গড়তে হবে রুখতে শকুন শেয়াল ।
সবার মাথার তাজ
শরিফ আহমাদ
রাতের শেষে ভোর হয়েছে
আলোকিত দোর হয়েছে
ফুল ফুটেছে ওই ,
পাখ-পাখালি আনন্দে হইচই ।
শহীদ মিনার ছেয়ে আছে
হলুদ গাঁদা ফুলে
আজ ছুটে যায় ছেলে-মেয়ে
ইশকুলে- ইশকুলে ।
বাংলা ভাষার গান শোনা যায়
ভাটিয়ালি টান শোনা যায়
ভালো লাগে খুব,
চারপাশে হয় ঝলমলানো রূপ ।
ফেব্রুয়ারীর একুশ তারিখ
ভাষা দিবস আজ
রফিক সালাম বরকতেরা
সবার মাথার তাজ ।
একুশে ফেব্রুয়ারি নিয়ে ছোটদের কবিতা
একুশ, একুশ শত একুশ
অনেক একুশ পাই
ফেব্রুয়ারীর একুশের মত
কোনো একুশ নাই
রাষ্ট্রভাষা; বাংলা চাই,
একুশের মিছি’লে খুঁজে যে পাই
বুকের ভেতর কোনো ভ’য় নাই,
শহী’দ হলেন হাজারো ভাই ।
মিছি’লে মিছি’লে ভরেছে ঢাকা
শহী’দ ভাষা ভাইয়ের র’ক্তে আঁকা।
ভাষা যে সোনার হরিণে লেখা
এই ভাষাতে জীবন দিতে শেখা
লালে লাল’ রাজ পথ
বুলে’ট বৃদ্ধ ভাই পরে আছে।
তাদের জীবন অমর হোক’
যেনো, তারা এই মনেতে সারা জনম বাঁচে।
একুশের কবিতা – আল মাহমুদ
ফেব্রুয়ারির একুশ তারিখ
দুপুর বেলার অক্ত
বৃষ্টি নামে, বৃষ্টি কোথায় ?
বরকতের রক্ত।
হাজার যুগের সূর্যতাপে
জ্বলবে এমন লাল যে,
সেই লোহিতেই লাল হয়েছে
কৃষ্ণচূড়ার ডাল যে !
প্রভাতফেরীর মিছিল যাবে
ছড়াও ফুলের বন্যা
বিষাদগীতি গাইছে পথে
তিতুমীরের কন্যা।
চিনতে না কি সোনার ছেলে
ক্ষুদিরামকে চিনতে ?
রুদ্ধশ্বাসে প্রাণ দিলো যে
মুক্ত বাতাস কিনতে ?
পাহাড়তলীর মরণ চূড়ায়
ঝাঁপ দিল যে অগ্নি,
ফেব্রুয়ারির শোকের বসন
পরলো তারই ভগ্নী।
প্রভাতফেরী, প্রভাতফেরী
আমায় নেবে সঙ্গে,
বাংলা আমার বচন, আমি
জন্মেছি এই বঙ্গে।
একুশের কবিতা খুরশীদ আলমের
কুশ আমার মাতৃভূমি
লাল সবুজের স্বাধীন পতাকা,
একুশ আমার বীর-বাঙালির
বাংলা ভাষার মুক্ত কবিতা।
একুশ আমার মায়ের মুখে-
শেখা বুলি; প্রথম বর্ণস্বর,
একুশ আমার মায়ের বুকে
ফিরে যাওয়া আনন্দমুখর।
একুশ আমার ন্যায় অধিকার
নীতি কথার মুক্ত বিচরণ,
একুশ আমার সবুজ ব্যানার
রক্তে রাঙা শহিদী-স্মরণ।
একুশ আমার প্রিয়ার খোঁপায়
গুজিয়ে দেওয়া রাঙা কুসুম,
একুশ আমার মায়ের দু-পা’য়
বুঝিয়ে দেওয়া শক্তি বিষম।
একুশ এলে বিভীষিকাময় রাজপথ
নিত্য নতুন আন্দোলনের স্বপ্ন দেখা,
একুশ এলে রফিক সালাম বরকত
এদের নামে নিত্য নতুন কাব্য লেখা।
সর্বশেষ কথা
আমি আমার পোষ্টের মাধ্যমে একুশে ফেব্রুয়ারি নিয়ে ছোটদের কবিতা তুলে ধরেছি। আপনারা যারা একুশে ফেব্রুয়ারিতে এই কবিতাগুলো আবৃত্তি করতে চান তারা আমাদের সম্পূর্ণ পোস্টটি পড়ুন। আশা করছি তাহলে আপনারা আমাদের পোস্টের মাধ্যমে এ ধরনের তথ্য পেয়ে যাবেন। এ ধরনের আরো পোস্ট পেতে আমাদের ওয়েবসাইটে সাথেই থাকুন। আমাদের ওয়েবসাইটে পরিদর্শন করার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ।