আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি গানের লিরিক্স

হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভাল আছেন। আজকে আমি আমার পোস্টের মাধ্যমে আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি গানটির লিরিক্স তুলে ধরব। বলতো এই গানটি ভাষা শহীদদের জন্য গাওয়া হয়েছিল। ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারিতে ভাষার জন্য যুদ্ধ করে শহীদ হয়েছিলেন রফিক জব্বার ছালাম বরকত সহ আরো অনেকে। পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানকে অর্থাৎ বাংলাদেশকে উর্দু ভাষার জন্য প্রস্তাবনা জানা এবং তারা বাংলাকে উর্দু ভাষা করার দাবী জানায়। কিন্তু বাঙালিরা এই দাবি মেনে নেয়নি।

তাই তারা ভাষার জন্য আন্দোলন শুরু করে। সেই আন্দোলনে শহীদ হয় রফিক জব্বার সালাম বরকতসহ আরো অনেকে। সেই সময় ভাষা শহীদদের স্মরণে এই গানটি গাওয়া হয়। তাই প্রত্যেক বছর শহীদের স্মরণে একুশে ফেব্রুয়ারি আসলেই সকলেই এই গানটি স্কুলে গাওয়ার জন্য চেষ্টা করে। তাই আপনারা যারা এই গানটি লিরিক্স খুঁজতেছেন আশা করছি তারা আমাদের আজকের এই পোষ্টের মাধ্যমে পেয়ে যাবেন। তাই আসুন জেনে নেয়া যাক আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি গানের লিরিক সম্পর্কে।

আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি গানের লেখক কে

একুশে ফেব্রুয়ারি আসলেই আপনার ভাইয়ের রক্তে রাঙানো এই গানটি গাওয়া হয়। কিন্তু এই গানটির লেখক কে এই সম্বন্ধে অনেকেই জানেন না। এই গানটির লেখক সম্পর্কে পরীক্ষার প্রশ্নে আসলে আপনারা খুব সহজেই উত্তর দিতে পারবেন। আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি এই গানটি প্রথমে কবিতা হিসেবে লিখেছিলেন আব্দুল গাফফার চৌধুরী। পরে এই গানটি সংগীতকার ছিলেন আব্দুল লতিফ তিনি প্রথম সুরারব করেন।

তারপর আরো এই গানটিকে সুন্দরভাবে শুরু করেন সুরকার আলতাফ মাহমুদ। এই গানটি তিনি যখন লিখেছিলেন তার বয়স ছিল ১৭ বছর। ২২ শে ফেব্রুয়ারি পুলিশের লাঠিচার্জ এ আহত হয়ে তিনি হাসপাতালে বিছানায় শুয়ে এই কবিতাটি লিখা শেষ করেন। এই গানটি বর্তমান বাংলাদেশের সকল মানুষের কাছে প্রিয় হয়ে উঠেছে। তাই আজকে আমি আমার পোস্টের মাধ্যমে আমার ভাইয়ের রক্তে রাঙানোর কিছু ফেব্রুয়ারি গানটির লিরিক্স তুলে ধরব।

আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি গানের লিরিক্স

আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি
আমি কি ভুলিতে পারি

ছেলেহারা শত মায়ের অশ্রু-গড়া এ ফেব্রুয়ারি
আমি কি ভুলিতে পারি

আমার সোনার দেশের রক্তে রাঙানো ফেব্রুয়ারি
আমি কি ভুলিতে পারি।

জাগো নাগিনীরা জাগো নাগিনীরা জাগো কালবোশেখীরা
শিশুহত্যার বিক্ষোভে আজ কাঁপুক বসুন্ধরা,

দেশের সোনার ছেলে খুন করে রোখে মানুষের দাবী
দিন বদলের ক্রান্তি লগনে তবু তোরা পার পারি ?

না, না, না, না খুন রাঙা ইতিহাসে শেষ রায় দেওয়া তারই
একুশে ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি।

সেদিনো এমনি নীল গগনের বসনে শীতের শেষে
রাত জাগা চাঁদ চুমো খেয়েছিলো হেসে;

পথে পথে ফোটে রজনীগন্ধা অলকানন্দা যেনো,
এমন সময ঝড় এলো এক, ঝড় এলো ক্ষ্যাপা বুনো।

সেই আঁধারে পশুদের মুখ চেনা
তাহাদের তরে মায়ের, বোনের, ভায়ের চরম ঘৃণা

ওরা গুলি ছোঁড়ে এদেশের প্রাণে দেশের দাবীকে রোখে
ওদের ঘৃণ্য পদাঘাত এই বাংলার বুকে।

ওরা এদেশের নয়,
দেশের ভাগ্য ওরা করে বিক্রয়

ওরা মানুষের অন্ন, বস্ত্র, শান্তি নিয়েছে কাড়ি
একুশে ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি।

তুমি আজ জাগো তুমি আজ জাগো একুশে ফেব্রুয়ারি
আজো জালিমের কারাগারে মরে বীর ছেলে বীর নারী

আমার শহীদ ভাইয়ের আত্মা ডাকে
জাগে মানুষের সুপ্ত শক্তি হাটে মাঠে ঘাটে বাঁকে

দারুণ ক্রোধের আগুনে জ্বালবো ফেব্রুয়ারি
একুশে ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি।

সর্বশেষ কথা

আমি আমার পোষ্টের মাধ্যমে আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি গানটির লিরিক্স তুলে ধরেছি। আপনারা যারা আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি গানটি লিরিক সম্পর্কে জানার জন্য গুগল এ সার্চ করছেন আশা করছি তারা খুব সহজে আমাদের পোস্টের মাধ্যমে এই গানটি লিরিক্স পেয়ে যাবেন। তাই আসুন জেনে নেয়া যাক আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি গানটি লিরিক সম্পর্কে। এ ধরনের আরো পোস্ট পেতে আমাদের ওয়েবসাইটের সাথেই থাকুন। আমাদের ওয়েব সাইটে পরিদর্শন করার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।