সন্দেহ নিয়ে স্ট্যাটাস, উক্তি, ক্যাপশন ও ইসলামিক হাদিস
হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভাল আছেন। আজকে আমি আমার পোষ্টের মাধ্যমে সন্দেহ নিয়ে স্ট্যাটাস, উক্তি, ক্যাপশন ও ইসলামিক হাদিস তুলে ধরব। মানুষের মধ্যে ভালো খারাপ দুটি গুণী রয়েছে। সন্দেহ করা এটি একটি খারাপ গুণের মধ্যেই পড়ে। কারণ মহান রব্বুল আলামিন কোরআনে বলেছেন হে মুমিনগণ তোমরা কাউকে অহেতুক সন্দেহ করিও না । অহেতুক সন্দেহ করা এবং নির্বোধ গাওয়া খুব খারাপ একটি গুণ। গীবত করলে মরা ভাইয়ের গোশত খাওয়ার মত পাপ হয়। তাহলে বুঝেন অযথা মানুষকে সন্দেহ করবেন না। অযথা সন্দেহের কারণে অনেক সম্পর্ক নষ্ট হয়ে যায়। কোন কিছু যাচাই-বাছাই না করে কারো উপর দোষ চাপানো ঠিক নয়।
যদি কোন বিষয়ে আপনার কাউকে সন্দেহ হয় তাহলে আগে সেই বিষয়ে যাচাই-বাছাই করবেন তারপর সে বিষয়ে কথা বলবেন। তা না হলে আপনাকে ঠকতে হবে। কারো কথার উপর ভর করে কাউকে দোষারোপ করবেন না। মহান আল্লাহতালা আপনাকে বিবেক দিয়েছেন সে বিবেক অনুযায়ী আপনারা কাজ করবেন তাহলে কোন কাজেই থাকবেন না। তাই আমরা যেন অযথা কাউকে সন্দেহ না করি। তাইতো অনেকেই আছেন যারা সন্দেহ নিয়ে উক্তি স্ট্যাটাস ক্যাপশন ও ইসলামিক হাদিসগুলো পাওয়ার জন্য গুগলে সার্চ করে থাকেন। আশা করছি তারা আমাদের পোস্টের মাধ্যমে এ বিষয়গুলো সম্পর্কে জানতে পারবেন।
সন্দেহ নিয়ে স্ট্যাটাস
আপনারা কাউকে অযথা সন্দেহ করবেন না। সন্দেহের কারণে অনেক কিছুই নষ্ট হয়ে যায়। যেমন কোন ভালো সম্পর্ক হওয়ার পিছনে সন্দেহই যথেষ্ট। বর্তমান সমাজে সন্দেহের কারণে বিবাহ বিচ্ছেদের মত ঘটনা ঘটে থাকে। তাই যদি আপনার কোন বিষয় সন্দেহ হয়ে থাকে তাহলে সে বিষয়ে যাচাই-বাছাই করবেন। আবার অতিরিক্ত বিশ্বাস করাও ঠিক নয়। কারণ বর্তমান মানুষ বিশ্বাসের সুযোগ নিয়ে পিছন দিকে আপনার পিঠে বসিয়ে দিবে। তাই অতিরিক্ত কাউকে বিশ্বাস করবেন না।
কারণ আপনার ক্ষতি হয়ে গেলে তার কখনোই ফেরত পাবেন না তাই অতিরিক্ত বিশ্বাস এবং অতিরিক্ত সন্দেহ দুটোই খারাপ। অতিরিক্ত বিশ্বাসের কারণে নিজেকে ঠকতে হয় আবার অতিরিক্ত সন্দেহের কারণে অনেক সুন্দর সম্পর্ক নষ্ট হয়ে যায়। তাই আজকে আমি আমার পোষ্টের মাধ্যমে সন্দেহ নিয়ে স্ট্যাটাস তুলে ধরবো। আশা করছি আপনারা আমাদের পোস্টের মাধ্যমে সন্দেহ নিয়ে স্ট্যাটাসগুলো পেয়ে যাবেন।
সন্দেহ,অভিযোগ,অভিমান, তুমি বিনা আর কিছু চাই না।
সংগৃহীত
সন্দেহ যখন সম্পর্কের মাঝে বাসা বাঁধে, সব সত্যি গুলোও তখন অযথা বোঝা লাগে ।
সংগৃহীত
আন্তরিকতায় যখন স্বার্থের আঁশটে গন্ধ লাগে, তখন বড় বেশি ভালোবাসায় সন্দেহ জাগে।।
সংগৃহীত
সন্দেহ টা যখন মনের বিশ্বাসে পৌঁছায়, ভালোবাসাটা তখন অনিচ্ছাতেই হারিয়ে যায়!
সংগৃহীত
তোমার আমার ভালোবাসার মাঝে, কেউ সন্দেহের তীর ছুঁড়ে ছিলো। আর তুমি আমার ভালোবাসার প্রতি বিশ্বাস হারিয়ে সেই তীরের আঘাতে আহত, আর ছেড়ে চলে গেলে আমাকে।
সংগৃহীত
কি করছো? কোথায় যাচ্ছ ?কেন যাচ্ছ.? কার সাথে যাচ্ছ..? তোমার ফোন ওয়েটিং এ ছিল কেন? কে ফোন করেছিল? না এটা সন্দেহ নয় এটাই ভালোবাসা ৷
সংগৃহীত
প্রিয় মানুষটির প্রতি সন্দেহ করা মন্দ নয় । কিন্তু, অতিরিক্ত সন্দেহ সম্পর্কে ফাটল ধরানোর জন্য যথেষ্ট।
সংগৃহীত
সর্বনাশী ঝড় কি আর, ওঠে অকারণ, সন্দেহে যায় হারিয়ে আস্থা, সত্য চিরন্তন ।
সংগৃহীত
কঠিন অসুখে জর্জরিত পৃথিবী একদিন রোগমুক্ত হবে । ফিরবে আবার স্বাভাবিক ছন্দে ৷ তুমি কি আগের মতো হতে পারবে? গুনগুনিয়ে উঠবে কি আনন্দে? দুহাতে তুমি সুখ কিনে আনো ৷ কিন্তু, শান্তির বড়ই অভাব! ওষুধে তোমার সারবে না রোগ কারণ, সন্দেহ করা তোমার স্বভাব ৷
সংগৃহীত
এমন উদার নাই বা হলে, যেখানে আত্মসম্মান কে বলি দিতে হয়। এমন ভালো নাই বা বাসলে, যেখানে সন্দেহ নিয়ে বেঁচে থাকতে হয় ॥
সংগৃহীত
সন্দেহ করা মানে এ নয় যে তাকে বিশ্বাস করি না। সন্দেহ করা যানে এই যে তাকে কিছুতেই হারাতে চাই না।
সংগৃহীত
সন্দেহ নিয়ে উক্তি
আপনি কি সন্দেহ নিয়ে উক্তি সম্পর্কে জানার জন্য এসেছেন। তাহলে আমাদের আজকের এই পোস্টে আপনাকে স্বাগতম। কারণ আজকে আমি আমার পোষ্টের মাধ্যমে সন্দেহ নিয়ে কিছু উক্তি তুলে ধরব। আশা করছি আপনারা আমাদের পোস্টের মাধ্যমে সন্দেহ নিয়ে এই উক্তিগুলো পেয়ে যাবেন। তাই আসুন জেনে নিয়ে যাক সন্দেহ নিয়ে উক্তিগুলো সম্পর্কে।
হঠাৎ করে কালবৈশাখী বাঁধল বাসা মনে…কিছু বিশ্বাস ছন্নছাড়া, হালকা ঝড় আর বাকিটা তুফানে
সংগৃহীত
তোমার বেলায় সবই ভালো, আমি করলেই মন্দ, তোমার সব সম্পর্ক বন্ধুত্ব, আমি করলেই সন্দেহ!
সংগৃহীত
প্রিয় মানুষটিকে, হারিয়ে ফেলার ভয়ই, জন্ম দেয় তীব্র সন্দেহ।
সংগৃহীত
তোমার বিশ্বাসহীন ভালোবাসায় আজ আমি রক্তাক্ত, ক্ষত-বিক্ষত প্রিয়, তোমার সন্দেহের তীব্র বিষে আজ আমি বিষবৃক্ষে পরিনত ।
সংগৃহীত
ভালো আমিও একজনকে বেসেছিলাম ভেবেছিলাম চিনে নেবো অচেনা শহরটাকে ভুলটা আমারই ছিল গুরুত্ব দেইনি তার সন্দেহটাকে।
সংগৃহীত
সন্দেহের বীজ করলে রোপণ, ভালোবাসা করে আত্মগোপন
সংগৃহীত
জীবনে চলার পথে কত লোক কত কথা বলে, কত লোক কত সন্দেহ করে, কিন্তু তাদের কথাগুলো বা সন্দেহ ততটা ব্যথা দেয় না যতটা ব্যথা প্রিয় মানুষটার মনের সন্দেহ দেয়।
সংগৃহীত
সন্দেহের তীর ছুঁড়ছো তুমি কাকে? ভালোবাসোনি কখনোই তুমি যাকে ।
সংগৃহীত
ভালোবাসায় এত ভালোবাসার প্রয়োজন নেই, যেখানে ভালোবাসাটাই সন্দেহে পরিণত হয়।
সংগৃহীত
সন্দেহ নিয়ে ক্যাপশন
অনেকেই আছেন যারা কাউকে যখন অতিরিক্ত সন্দেহ করেন তখন তাদের বিষয়ে ফেসবুকে অথবা টুইটারে সন্দেহ মূলক ক্যাপশন তুলে ধরতে চান। কিন্তু কি ক্যাপশন লিখবেন সে বিষয়ে তারা অবগত নন। তাই তারা এই বিষয়ে গুগলের সাহায্য নেন। আশা করছি আপনারা আমাদের পোস্টের মাধ্যমে সন্দেহ নিয়ে কিছু ক্যাপশন পেয়ে যাবেন।
সন্দেহের তীর ছুঁড়ছো তুমি কাকে? ভালোবাসোনি কখনোই তুমি যাকে
সংগৃহীত
ভালোবেসেছি বলেই সন্দেহ করেছি তাকে অন্যকে পেয়ে যদি ভুলতে বসে আমাকে ! সন্দেহ টাই যে সত্যি হয় অবশেষে।
সংগৃহীত
সব সন্দেহ দূর করে ফিরে এসো তুমি, ফিরে এসো আরোও একবার ভালোবেসে।
সংগৃহীত
বিশ্বাস থাকিলে তুমি পেতে পারো সব, থাকিলে সন্দেহ কিঞ্চিৎ তোমার বৃথা কলরব।
সংগৃহীত
যে সম্পর্কের মধ্যে বিশ্বাসের মাহাত্ম্যতা, ক্রমশ গ্রাস করে চলেছে সন্দেহভাজন কাতরতা.. সেই সম্পর্কে মিলবে না কোনদিন সমাজের মধ্যাহ্ণে নিজেদের সম্পূর্ণতার স্বার্থকতা।
সংগৃহীত
মুষলধারে বৃষ্টি পড়ছে । অ্যাক্সিডেন্টে অজ্ঞান হয়ে রাস্তায় পড়ে অনিল । বাড়িতে তিথি কাঁদছে অনিলের পরকীয়ার সন্দেহে
সংগৃহীত
সন্দেহটাই দেখলে বড়ো, কষ্ট খানা দেখলে না…যন্ত্রণাময় জীবন আমার, পুরুষ তুমি বুঝলে না।
সংগৃহীত
অধিকার বোধ যখন মাত্রা ছাড়ায়,বিশ্বাস পুড়ে মরে সন্দেহের আগুনে।
সংগৃহীত
গল্পে হঠাৎ তৃতীয় ব্যক্তির আগমন, হাওয়ায় বইছে সন্দেহের রেশ / তবে ভালোবাসাটা যদি সত্যি হয়, বিশ্বাসের জোরে হবে না সম্পর্কের শেষ।
সংগৃহীত
প্রতিদিন কতো শতো ইচ্ছের হত্যা হয়,অযত্নের তরবারে, আমরাই বুঝি নাকো ভালোবাসা হেরে যায়, সন্দেহের কারবারে।
সংগৃহীত
খামখেয়ালী মনের কিছু কথা ধোঁয়াশা জড়িয়েই বাঁচে হয়তো তাকে নিজেই তুমি জ্বালাও তোমার সন্দেহের আঁচে!
সংগৃহীত
সন্দেহ নিয়ে ইসলামিক হাদিস
সন্দেহ নিয়ে অনেক হাদিস রয়েছে। আমরা সন্দেহ নিয়ে কিছু হাদিস তুলে ধরার চেষ্টা করব। আপনারা যারা সন্দেহ নিয়ে ইসলামিক হাদিসগুলো পেতে চান তারা আমাদের সম্পূর্ণ পোস্টটি পড়ুন। আশা করছি তাহলে আপনারা আমাদের পোস্টের মাধ্যমে সন্দেহ নিয়ে ইসলামিক হাদিসগুলো পেয়ে যাবেন।
গোনাহ হল তোমার মনে যা খটকা ও সংশয় সৃষ্টি করে।
মুসনাদে আহমাদ, হাদীস ১৮০০১
যে সংশয়পূর্ণ গোনাহ বর্জন করবে সে স্পষ্ট গোনাহ বর্জনে আরো যত্নবান হবে। আর যে সংশয়পূর্ণ গোনাহে লিপ্ত হওয়ার দুঃসাহস দেখাবে, সে অচিরেই স্পষ্ট গোনাহে জড়িয়ে পড়বে।
সহীহ বুখারী, হাদীস ১৯৪৬
যে সন্দেহ করে, তাকে অধিকার দিও না, আর যাকে অধিকার দিয়েছো, তাকে সন্দেহ কোরো না।
সংগৃহীত
সন্দেহ আর আগুনের শিখার মধ্যে মিল কোথায় জানো??এরা দুজনেই, একটি ক্ষুদ্রাংশ থেকে বৃহৎ আকার ধারণ করতে খুব একটা সময় নেয় না ৷
সংগৃহীত
সম্পর্ক গুলি নিস্তব্ধে ভাঙ্গে বিশ্বাস অবিশ্বাস আর সন্দেহে।
সংগৃহীত
মানছি, তখন সন্দেহ করাটা ভুল ছিল, সে যাহোক সন্দেহটা কিন্তু ঠিকই ছিল।
সংগৃহীত
মানুষের অর্ধেক দুঃখ হয় খারাপ, মানুষের উপর আশা করার জন্য! আর বাকি অর্ধেক দুঃখ হয় , ভালো মানুষের উপর সন্দেহ করার জন্য ।
সংগৃহীত
অবিশ্বাস আর সন্দেহ নিয়ে বন্ধুদের সাথে চলতে চাইনা। আমি চাইনা আমার প্রিয় বন্ধুরা আমাকে অবিশ্বাস আর সন্দেহ করুক। আমি চাই প্রিয় বন্ধুদের কাছে সবসময় প্রিয় থাকতে।
সংগৃহীত
কষ্ট তার হয় না যাকে সন্দেহ করা হয়, কষ্ট তার ই হয় যে সন্দেহ করে।
সংগৃহীত
ভালোবাসা আর সন্দেহ – আলো আর ছায়ার মতন : দুজনে একসাথে থাকতে পারে না
সংগৃহীত
হ্যাঁ, আমি তোকে সন্দেহ করি, তবে এর মানে এই নয় যে আমি তোকে বিশ্বাস করি না। তোকে সন্দেহ করি কারণ; মনে একটা ভয় হয়, তুই যেন অন্য কারো না হয়ে যাস।
সংগৃহীত
সর্বশেষ কথা
আমি আমার পোষ্টের মাধ্যমে সন্দেহ নিয়ে ইসলামিক স্ট্যাটাস, উক্তি, ক্যাপশন ও হাদিস তুলে ধরেছি। আপনারা যারা সন্দেহ নিয়ে এ বিষয়গুলো সম্পর্কে জানতে চান তারা আমাদের সম্পূর্ণ পোস্টটি পড়ুন। আশা করছি তাহলেই আপনারা আমাদের পোস্টের মাধ্যমে উপকৃত হতে পারবেন। এ ধরনের পোস্ট পেতে আমাদের ওয়েবসাইটের সাথেই থাকুন। আমাদের ওয়েবসাইটে পরিদর্শন করার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ।