রোমান্টিক প্রেমের কবিতা | রোমান্টিক প্রেমের ছন্দ

হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভাল আছেন। আজকে আমি আমার পোষ্টের মাধ্যমে রোমান্টিক প্রেমের কবিতা রোমান্টিক প্রেমের ছন্দ তুলে ধরব। সবারই জীবনে প্রেম আসে। কেউ তার মনের মানুষকে কাছে পায় আবার কেউ পায় না। যারা সত্যি কারের ভালোবাসে তারা ঠিকই তার মনের মানুষকে কাছে পাবেই। যাকে ভালবাসবেন তাকে শক্ত করে ধরে রাখবেন। দেখবেন আপনার প্রেম সার্থক হয়ে গেছে। তাইতো প্রেমিকাকে সুন্দর সুন্দর প্রেমের কবিতা প্রেমের গল্প শুনিয়ে মন ভরিয়ে রাখতে হবে। কারণ টাকা দিয়ে সব ভালোবাসা হয় না। যেটা সত্যিকারের ভালবাসা সেটা মন থেকে হয়।

সে আপনার কথা শুনলেই বা ভয়েস শুনলেই খুশি হয়। তাই সেই ভয়েস তে যদি আপনি তাকে মিষ্টি মিষ্টি প্রেমের কবিতা শোনান তাহলে দেখবেন আপনাদের প্রেম আরও বেশি গভীর হয়ে গেছে। তাই আজকে আমি আমার পোষ্টের মাধ্যমে রোমান্টিক কিছু প্রেমের কবিতা রোমান্টিক কিছু প্রেমের ছন্দ তুলে ধরবো। আপনারা যারা রোমান্টিক প্রেমের কবিতা এবং রোমান্টিক প্রেমের ছন্দ পেতে চান তারা আমাদের সম্পূর্ণ পোস্টটি পড়ুন। আশা করছি আপনারা আমাদের পোষ্টের মাধ্যমে রোমান্টিক প্রেমের কবিতা পেয়ে যাবেন।

রোমান্টিক প্রেমের কবিতা

আপনি কি রোমান্টিক প্রেমের কবিতা সম্পর্কে জানার জন্য এসেছেন। তাহলে আমাদের আজকের এই পোস্টে আপনাকে স্বাগতম। কারণ আজকে আমি আমার পোষ্টের মাধ্যমে রোমান্টিক প্রেমের কবিতা তুলে ধরব। যেন আপনারা আপনাদের প্রেমিকাকে রোমান্টিক প্রেমের কবিতাগুলো শুনিয়ে আরো আপন করে নিতে পারেন। যদি সে আপনার উপর রাগ করে থাকে তাহলে এই কবিতাগুলো শুনলে সকল রাগ ভুলে গিয়ে আপনাকে আরও বেশি আপন করে নেবে। তাই আসুন জেনে নেয়া যাক সুন্দর সুন্দর রোমান্টিক প্রেমের কবিতা গুলো সম্পর্কে।

একদিন দেখেছিলাম সুন্দর এক স্বপ্ন
নদীর তীরে আমরা বসেছিলাম মগ্ন !
যখন তুমি ধরেছিলে আমার হাত
পুষ্পসম প্রস্ফুটিত হয়েছিল প্রভাত !
কানে কানে বলেছিলে চুপি চুপি
মৃদু বাতাস করেনি কোন কারচুপি !
আমার হৃদয়ে লেগেছিল এক সাড়া
তুমিই আমার অন্তরে দিয়েছিলে নাড়া !
তোমার জন্য ফুল তুলতে চাইলাম একটি
তখন শুরু হয়ে গেল মুশল ধারে বৃষ্টি !
আমি তোমাকে বলেছিলাম, এস প্রিয়তম !
লজ্জা পেয়ে তুমি হয়েছিলে অবনত !
আমার জীবনে তুমি দিয়ে দিয়েছো দোলা
আমার জীবনে যদিও ছিল কত ঝামেলা !
তোমাকে কত ভালবাসি, এটা রেখ স্মরণ
তোমার তরে হাসিমুখে মৃত্যু করবো বরণ।

আমাদের ভূবনে থাকবে না কোন বেদনা
থাকবে না কোন বিরহ আর দেনা-পাওনা !
তোমাকে ছেড়ে আমি কখনও দূরে যাবোনা
তোমার ব্যাপারে আমি পিছপাও হবোনা !
ঢেকে রাখবো তোমায় দিয়ে সব ভালবাসা
প্রমাণ করতে পারি, তুমিই আমার আশা !
আমার জীবনে তুমি এনে দিলে পরিবর্তন
তোমার জন্য আমার সব! এটা রেখ স্মরণ !
তোমার হৃদয়ের মাঝে আমায় দিও আসন
তুমিই আমার ভালবাসা, তুমিই আমার ভুবন

ভালোবাসা মানে দুজনের পাগলামি
পরস্পরকে হৃদয়ের কাছে টানা
ভালোবাসা মানে জীবনের ঝুঁকি নেয়া
বিরহ-বালুতে খালিপায়ে হাঁটাহাঁটি
ভালোবাসা মানে একে অপরের প্রতি খুব করে ঝুঁকে থাকা
ভালোবাসা মানে ব্যাপক বৃষ্টি
বৃষ্টির একটানা ভিতরে-বাহিরে দুজনের হেঁটে যাওয়া
ভালোবাসা মানে ঠাণ্ডা কফির পেয়ালা সামনে অবিরল কথা বলা
ভালোবাসা মানে শেষ হয়ে-যাওয়া কথার পরেও মুখোমুখি বসে থাকা।

রোমান্টিক প্রেমের ছন্দ

সুন্দর সুন্দর রোমান্টিক প্রেমের ছন্দ শোনাতে কে না চায় তার মনের মানুষটাকে। অনেকেই আছে সুন্দর সুন্দর রোমান্টিক ছন্দগুলো মুহূর্তের মধ্যে বানিয়ে ফেলতে পারে তার প্রেমিকার মুখ দেখে। আবার অনেকেই গুগলের সাহায্য নিতে চায় কারণ সবাই তো আর কবি হতে পারে না। তাই আপনারা যারা আপনাদের প্রেমিকাকে সুন্দর সুন্দর রোমান্টিক প্রেমের ছন্দ শোনাতে চান তারা আমাদের সম্পূর্ণ পোস্টটি পড়ুন। আশা করছি আমাদের পোস্টের মাধ্যমে আপনি সুন্দর সুন্দর প্রেমের ছন্দ গুলো পেয়ে যাবেন আর এ সকল ছন্দ আপনার প্রেমিকাকে শোনাতেও পারবেন আবার মেসেজের মাধ্যমে তার মোবাইল ফোনে পাঠাতে পারবেন। তাই এখন জেনে নেয়া যাক সুন্দর সুন্দর রোমান্টিক প্রেমের ছন্দ সম্পর্কে।

রোমান্টিক ভালোবাসা ছন্দ
ডালটি হলো সবুজ
ফুলটি হলো লাল
তোমার আমার ভালোবাসা
থাকবে চিরকাল।

দিন ফুরাবে রাত ফুরাবে
ফুরাবে ফুলের প্রাণ
সময় ফুরাবে জীবন ফুরাবে
ফুরিয়ে যাবে জান
বাট তোমার জন্য ফুরাবে না
আমার ভালবাসার টান।

চিনির মতো মিষ্টি তুমি
মধুর মত হাসি তাইতো
তোমায় আমি ভীষণ ভালোবাসি।

নীল আকাশে তারার মেলা
মধ্যরাতে চাঁদের খেলা
মিষ্টি সকাল শেষের ভেজা
শুধু দেখো
আমার প্রেমে কত মজা।

ভালোবাসার স্বপ্ন নীল
আকাশের মতো সত্য
শিশির ভেজা ফুলের মত
তেমনি পবিত্র।

রাতের আকাশে অনেক তারা
একলা লাগে তোমায় ছাড়া
ভাবি শুধু তোমার কথা
কেমন আছো আমাকে ছাড়া?

নদীতে আছে মাছ
মাটিতে আছে ঘাস
লজ্জা আমি বলতে পারি না।
তুমি আমর ক্রাস

রাগ করোনা টুন টুনি এনে দেব ঝুনঝুনি
আমার সাথে খেলবে খেলা সেজেগুজে
রাত্রি বেলা থেকো না আর গাল
ফুলিয়ে kiss দেবো মনে ভুলিয়ে

গোলাপের পাপড়ি দিয়ে লিখবো
তোমার নাম হাজার
পাখির সুর দিয়ে গাইবো
তোমার গান তুমি আমার জান
তুমি আমার আশা
তোমার জন্য রইলো
আমার অফুরন্ত ভালোবাসা

যত্ন করে রাখতে চাই
জোর করে নয়.
তোমায় ধরে বাঁচতে চাই
তোমায় ছেড়ে নয়.
ফুল দিয়ে সাজাতে চাই
পাতা দিয়ে নয়.
সত্যি যদি ভালো বাসো
একদিন হবেই জয়.!

নদীর মতো শান্ত তুমি
ফুলের মতো হাসো,
চাঁদের মতো সুন্দর তুমি
কোন আকাশে ভাসো

কোকিলের মতো কন্ঠ তোমার
মধুর মতো হাসি
হৃদয় থেকে বলছি তোমায় অনেক ভালোবাসি

ঘুমাবো সময় ঘুম না আসে
দেখি তোমার ছবি
এখন চোখ বন্ধ করলে
সেই দেখি আমার রাজ্যের
দেখি এক সপ্ন পরী সেই হলাই
তুমি সাফা তোমার কে
এখন অনেক ভালোবাসি

কল্পনা করো না কষ্ট পাবে
সপ্ন দেখো না ভেঙে যাবে
ভালোবাসা না আঘাত পাবে
তার চেয়ে পাঁচ ওয়াক্ত নামাজ
পড়ো জান্নাত পাবে
ইনশাআল্লাহ

নিল আকাসে তারাত মেলে
মধ্যে রাতে চাদের খেলা মিষ্টি
সকাল সিসির ভেজা সুধু দেখো
আমার প্রেমে কত মজা

সর্বশেষ কথা

আমি আমার পোষ্টের মাধ্যমে রোমান্টিক প্রেমের ছন্দ রোমান্টিক প্রেমের কবিতা তুলে ধরেছি। অনেকেই আছেন যারা রোমান্টিক প্রেমের ছন্দ এবং কবিতা খুঁজে বেড়াচ্ছেন। আপনাদের প্রিয় মানুষটিকে এ সকল ছন্দ এবং কবিতা উপহার দেওয়ার জন্য। আশা করছি তারা আমাদের আজকের এই পোষ্টের মাধ্যমে পেয়ে যাবেন। এ ধরনের আরো পোস্ট পেতে আমাদের ওয়েবসাইটের সাথেই থাকুন। আমাদের ওয়েবসাইটে পরিদর্শন করার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।