মৃত মা বাবার জন্য ১৭ টি কুরান সুন্নাহ সম্মত আমল
হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভাল আছেন। আজকে আমি আমার পোষ্টের মাধ্যমে মৃত মা-বাবার জন্য কোরআন সুন্নাহ সম্মত কিছু আমল তুলে ধরবো। মা বাবা হচ্ছে একটি ছোট শব্দ। কিন্তু এই শব্দটির বিশালতা অনেক। ছোটবেলা থেকেই তারা আমাদের অনেক যত্ন করে লালন-পালন করেন। নিজে না খাইয়ে আমাদেরকে খাওয়ান। আমাদের জন্য রাতের ঘুম নষ্ট করে আমাদেরকে ঘুম পাড়ান। আমাদের অসুখ বিসুখ হলে দুশ্চিন্তায় কাটে তাদের রাত। কত না কষ্ট সহ্য করে তারা আমাদেরকে লালন-পালন করেন। মা আবার দশ মাস দশ দিন তার গর্ভে নানা যন্ত্রণা সহ্য করেন। বাবা আমাদের জন্য রাত দিন পরিশ্রম করেন। যেন আমরা ভালো থাকি। কিন্তু পৃথিবীর নিয়ম অনুযায়ী একদিন আমাদের এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। তেমনি করে সবারই মা বাবা একদিন এই পৃথিবী ছেড়ে চলে যাবে। যাদের মা-বাবা নেই তারা জানে মা বাবা হারানো কি যন্ত্রনা।
সকলেই চাই তাদের মা-বাবার আত্মার মাগফেরাতের কামনা করতে। কিন্তু কিভাবে করবে অনেকেই তা জানে না এই আমলগুলো সম্পর্কে। তাই আজকে আমি আমার পোষ্টের মাধ্যমে মৃত মা-বাবার জন্য ১৭টি কুরআন সুন্নাহ সম্মত আমল তুলে ধরবো। আপনারা যারা আপনাদের মৃত মা-বাবার জন্য কুরআন সুন্নাহর আলোকে আমলগুলো করতে চান আশা করছি তারা আমাদের আজকের এই পোষ্টের মাধ্যমে উপকৃত হতে পারবেন।
মা-বাবার মৃত্যুর পর তাদের জন্য করণীয় আমলসূমহ
আপনি কি মৃত মা-বাবার জন্য করনীয় আমলগুলো সম্পর্কে জানার জন্য এসেছেন। তাহলে আমাদের আজকের এই পোস্টে আপনাকে স্বাগতম। আজকে আমি আমার পোষ্টের মাধ্যমে মৃত মা-বাবাকে নিয়ে করনীয় আমলগুলো সম্পর্কে বিস্তারিত সকল তথ্য তুলে ধরব। আশা করছি আপনারা যারা এ বিষয়গুলো সম্পর্কে জানতে চান তারা আমাদের আজকের এই পোস্টটির মাধ্যমে তা পেয়ে যাবেন। আর আপনার মায়ের জন্য বা বাবার জন্য দোয়া বা আমলগুলো করতে পারবেন। তাই আসুন জেনে নেয়া যাক মৃত মা-বাবাকে নিয়ে বা তাদের আত্মার মাগফেরাতের জন্য আমলগুলো সম্পর্কে।
- কবর যিয়ারত করা
- ক্ষমা প্রার্থনা করা
- কাফফারা আদায় করা
- ঋণ পরিশোধ করা
- মা-বাবার আত্নীয়দের সাথে সম্পর্ক রাখা
- মা-বাবার বন্ধুদের সম্মান করা
- মা-বাবার ওসিয়ত পূর্ণ করা
- মা-বাবার পক্ষ থেকে কুরবানী করা
- হজ্জ বা উমরাহ করা
- মা-বাবার পক্ষ থেকে সিয়াম পালন
- বেশী বেশী দু‘আ করা
- দান-ছাদকাহ করা, বিশেষ করে সাদাকায়ে জারিয়াহ প্রদান করা
- মান্নত পূরণ করা
- মা-বাবার ভাল কাজসমূহ জারী রাখা
- ওয়াদা করে গেলে তা বাস্তবায়ন করা
- কোন গুনাহের কাজ করে গেলে তা বন্ধ করা
- মা-বাবার পক্ষ থেকে মাফ চাওয়া
মৃত মা বাবার জন্য কুরান সুন্নাহ সম্মত আমল
এখন আমি আমার পোষ্টের মাধ্যমে মা বাবার জন্য কুরআন সুন্নাহ সম্মত কিছু আমল তুলে ধরব। আশা করছি এই আমল গুলো করলে তাদের অনেক গুনাহ মাফ হবে। আল্লাহ তাআলা এই আমলগুলোর জন্য তাদেরকে জান্নাতবাসী করতে পারেন। আল্লাহতালা কাকে কোন উসিলায় জান্নাত দান করবেন সেটা তিনিই ভাল জানেন। কিন্তু আমাদের ভালো কাজগুলো করে যেতে হবে। তাই আসুন জেনে নেয়া যাক মৃত মা-বাবার জন্য কুরআন সুন্নাহ সম্মত কিছু আমল।
এক হাদিসে আল্লাহর রাসুল (সা.) বলেন, মানুষ মৃত্যু বরণ করলে তার যাবতীয় আমল বন্ধ হয়ে যায়,তবে তিনটি আমল কখনো বন্ধ হয় না। সাদকায়ে জারিয়া, এমন জ্ঞান যার দ্বারা মানুষ উপকৃত হয় এবং নেক সন্তান যে তার মৃত বাবা মায়ের জন্য সবসময় দোয়া এবং আমল করে। (মুসলিম, হাদিস : ৪৩১০)
মা-বাবার জন্য শান্তির দোয়া করা সন্তানের কর্তব্য। মা-বাবার অবদান ও ভূমিকার বদলা সন্তান জীবনেও আদায় করতে পারবে না। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন-
رَبِّ ٱرۡحَمۡهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيرٗا ٢٤ ﴾ [الاسراء: ٢٤]
উচ্চারণ : রাব্বির হামহুমা, কামা রাব্বায়ানি সাগিরা।
অর্থ: হে আমার প্রতিপালক, তাদের উভয়ের প্রতি রহম করো; যেমন তারা আমাকে শৈশবকালে লালন-পালন করেছেন। (সুরা বনি ইসরাইল : ২৪)
আল্লাহ তাআলা বাবা-মায়ের জন্য ক্ষমা প্রার্থনার দোয়াও শিখিয়ে দিয়েছেন। তিনি পবিত্র কোরআনে বলেন-
رَبَّنَا ٱغۡفِرۡ لِي وَلِوَٰلِدَيَّ وَلِلۡمُؤۡمِنِينَ يَوۡمَ يَقُومُ ٱلۡحِسَابُ ٤١﴾ [ابراهيم: ٤١]
উচ্চারণ : রাব্বানাগ ফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া, ওয়ালিল মু’মিনিনা ইয়াওমা ইয়াক্বুমুল হিসাব।
অর্থ : হে আমাদের প্রতিপালক! রোজ কিয়ামতে আমাকে, আমার পিতা-মাতা ও সকল মুমিনকে ক্ষমা করুন। (সুরা ইবরাহিম, আয়াত : ৪১)
উপরেল্লিখিত দোয়া দুইটি ছাড়াও আরও একটা বিশেষ দোয়া রয়েছে। আল্লাহ তাআলা বান্দাদের শিখিয়েছেন, যেন মৃত বাবা-মায়ের জন্য বিশেষভাবে তারা এই দোয়া করে-
رَّبِّ ٱغۡفِرۡ لِي وَلِوَٰلِدَيَّ وَلِمَن دَخَلَ بَيۡتِيَ مُؤۡمِنٗا وَلِلۡمُؤۡمِنِينَ وَٱلۡمُؤۡمِنَٰتِۖ وَلَا تَزِدِ ٱلظَّٰلِمِينَ إِلَّا تَبَارَۢا ٢٨ ﴾ [نوح: ٢٨
উচ্চারণ : রাব্বিগ ফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া, ওয়া লিমান দাখালা বাইতিয়া মু’মিনা; ওয়ালিল মু’মিনিনা ওয়াল মু’মিনাত। ওয়ালা তাজিদিজ জা-লিমিনা ইল্লা তাবারা।
অর্থ : হে আমার রব! আমাকে, আমার পিতা-মাতাকে, যে আমার ঘরে ঈমানদার হয়ে প্রবেশ করবে তাকে এবং মুমিন নারী-পুরুষদের ক্ষমা করুন এবং আপনি জালিমদের ধ্বংস ছাড়া আর কিছুই বাড়িয়ে বাড়িয়ে দেবেন না। (সুরা নুহ, আয়াত : ২৮)
সর্বশেষ কথা
আমি আমার পোষ্টের মাধ্যমে ১৭ টি কুরআন সম্মত আমল কিভাবে করবেন সে বিষয়টি তুলে ধরেছি। এবং মা বাবার মৃত্যুর পর তাদের জন্য করণীয় আমল সমূহ কিভাবে করবেন সে বিষয়গুলো জানতে পারবেন। আরো জানতে পারবেন কি কি দোয়া তাদের জন্য করতে পারবেন সে বিষয়গুলো সম্পর্কে। এ ধরনের আরো পোস্ট পেতে আমাদের ওয়েবসাইটের সাথেই থাকুন। আমাদের ওয়েবসাইটে পরিদর্শন করার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ।
আরো দেখুন