মাগো তোর বুকের মানিক আর আসবেনা গজল লিরিক্স

হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম । আশা করি আপনারা সবাই ভাল আছেন । আজকে আমি আমার পোস্টের মাধ্যমে  মাগো তোর বুকের মানিক আর আসবেনা গজলটির লিরিক্স তুলে ধরবো । এই গজলটি হচ্ছে মা এবং ছেলেকে নিয়ে অসাধারণ একটি গজল । এই গজলটি হচ্ছে একজন ইসলামিক আন্দোলনকারী ছেলের মনের কথা । একজন ছেলে তার মাকে বলা শেষ কথা সেজন্য ইসলামের পথে গিয়ে শহীদ হতে পারে । তারপর টেবিল জায়নামাজ গুলো সুন্দরভাবে তার মাকে রেখে দেওয়ার কথা । এই গজলটি হচ্ছে একটি ছেলে হারানো মায়ের কথা । মাকে আর কখনো মা বলে ডাকা হবে না সে কথাটি মায়ের ছেলে এই গজলটির মাধ্যমে তুলে ধরেছেন ।

অসাধারণ একটি গজল । যা প্রত্যেক মুমিনের  প্রাণ শুয়ে গেছে । মাগো তোর বুকের মানিক আর আসবে না এই অসাধারণ গজলটি আজকে আমি আমার পোস্টের মাধ্যমে তুলে ধরব । অনেকেই আছেন যারা এই গজলটি লিরিক সম্পর্কে জানার জন্য গুগলে সার্চ করে থাকেন । তারা খুব সহজেই আমাদের পোষ্টের মাধ্যমে এই গজলটি লিরিক পেয়ে যাবেন । তাহলে আসুন জেনে নেয়া যাক মাগো তোর বুকের মানিক আর আসবে না গজলটি লিরিক্স সম্পর্কে ।

মাগো তোর মুখের মানিক আর আসবে না গজলটির গায়ক কে

মাগো তোর বুকের মানিক আর আসবে না গজলটির গায়ক হচ্ছেন রেজাউল হক লেনিন । এই গজলটি মিউজিক করেছেন আবুল কালাম আজাদ ।মাগো তোর বুকের মানিক আর আসবে না এই গজলটির অ্যালবাম হচ্ছে  আলোকিত পৃথিবীর গান । লেভেল হচ্ছে মোশন মিডিয়া । এই গজলটি প্রায় সকলেরই মন জয় করেছেন । প্রায় সকলেরই মুখোমুখি এই গজলটি শোনা যায় । সকলের মনকে  শিহরিত করে এই গজলটি। তাইতো অনেকেই এই গজলটি লিরিক সম্পর্কে জানার জন্য গুগলে সার্চ করে থাকেন । তাদের সুবিধার্থে আমাদের আজকের এই গজলটির লিরিক্স তুলে ধরা ।

মাগো তোর বুকের মানিক আর আসবেনা গজল লিরিক্স

 মাগো তোর বুকের মানিক আর আসবেনা আপনি কি  এই গজলটি লিরিক্স সম্পর্কে জানার জন্য এসেছেন । তাহলে আমাদের আজকের এই পোস্টে আপনাকে স্বাগতম । কারণ আজকে আমি আমার পোস্টের মাধ্যমে মাগো তোর বুকের মানিক আর আসবে না গজলটি লিরিক তুলে ধরবো। আপনারা যারা এই গজলটি লিরিক পেতে চান তারা আমাদের সম্পূর্ণ পোস্টটি পড়ুন । আশা করছি তাহলে আপনারা আমাদের পোস্টের মাধ্যমে উপকৃত হতে পারবেন । তাহলে আসুন জেনে নেয়া যাক মাগো তোর বুকের মানিক আর আসবেনা গজলটি লিরিক্স ।

মাগো তোর বুকের মানিক আর আসবেনা,
বাহির দুয়ারে এসে মা ডাকবেনা।
মায়ারই বাঁধন ছাড়ি
দিয়েছে সে পাড়ি
এমন ভূবনে মা
আর ফিরবেনা।।

পড়ার টেবিলটা দেখে রাখিস মা
সাথে তার জায়নামাজটা।
যে খাতাটাতে দারসে কোরআন ছিলো
প্রিয় সে ডায়রিটা।
খোকার কথা মাগো পড়লে মনে তোর
চোখের পানিতে মা বুক ভিজাস না।।

ফজর নামাজ পড়ে বসতো কোরআন নিয়ে
করতো সূরের তেলাওয়াত।
শত বাধার পরেও দিত দ্বীনের দাওয়াত
তার বিনিময়ে কি এই শাহাদাত।
ধন্য মাগো তুমি
ধন্য তোমার জীবন
এমন খোকার মা আছে কয়জনা।

হায়নারা তার জীবন নিয়েছে,
নিতে পারেনি মান।
কবর জীবনে যাওয়ার পরে মা,
আল্লাহ দিবে প্রতিদান।
কাঁদিস না মা আর
দুঃখ করিস না
ওই জীবনে তোর খোকার কষ্ট হবে না।।

চোখের পানিতে মা বুক ভিজাস না।
এমন খোকার মা আছে কয়জনা।
ওই জীবনে তোর খোকার কষ্ট হবে না।

সর্বশেষ কথা,

 আমি আমার  পোস্টের মাধ্যমে মাগো তোর বুকের মানিক আর আসবেনা গজলটির লিরিক্স তুলে  ধরেছি । আপনারা যারা এই অসাধারণ গজল টি লিরিক্স পেতে চান তারা আমাদের  সম্পূর্ণ পোস্টটি পড়ুন । আশা করছি তাহলে আপনারা আমাদের পোস্টের মাধ্যমে এই গজলটি লিরিক পেয়ে যাবেন । তাহলে আসুন জেনে নেয়া যাক  মাগো তোর বুকের মানিক আর আসবেনা গজলটি লিরিক সম্পর্কে । এ ধরনের আরো পোস্ট পেতে আমাদের ওয়েবসাইটে সাথেই থাকুন । আমাদের ওয়েবসাইটে পরিদর্শন করার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।