ভালোবাসা দিবস নিয়ে ছন্দ ও কবিতা
হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভাল আছেন। আজকে আমি আমার পোষ্টের মাধ্যমে ভালোবাসা দিবস নিয়ে ছন্দ ও কবিতা তুলে ধরব। মানুষের জীবনে প্রত্যেকটি দিন হওয়া উচিত ভালবাসা দিবস। কারণ ভালোবাসা ছাড়া এক মুহূর্ত চলে অসম্ভব। যেখানে ভালোবাসা নেই সেখানে সুখ নেই। পৃথিবীটাই চলছে ভালবাসার বন্ধনে। যেখানে ভালোবাসা নেই সেখানে অশান্তি বেশি। তবে সারা বিশ্বে ভালোবাসা দিবস নামে একটি দিন পালন করা হয়।
পালন করা হয় ১৪ই ফেব্রুয়ারিতে। আর বিশেষ করে প্রেমিক প্রেমিকারাই এই দিবসটির জন্য অপেক্ষা করে থাকে। কারণ তারা এই দিবসটি উপলক্ষে তাদের প্রেমিকার কাছ থেকে নানা ধরনের সুযোগ-সুবিধা ভোগ করে থাকে। তাইতো বিশেষ করে প্রেমিকরা এই দিবসটির ধান্দা করে নানা ধরনের কবিতাও ছন্দ খুঁজে থাকে। যেন তারা তাদের প্রেমিকাকে আরো বেশি ইমপ্রেস করতে পারে। এবং তাদের কথা অনুযায়ী পরিচালনা করতে পারে।
তাই আজকে আমি আমার পোষ্টের মাধ্যমে সুন্দর সুন্দর কিছু কবিতা এবং ছন্দ তুলে ধরব। আপনারা যারা ভালোবাসা দিবস নিয়ে সুন্দর সুন্দর কবিতা এবং ছন্দ খুঁজে বেড়াচ্ছেন আশা করছি তারা খুব সহজেই আমাদের পোস্টের মাধ্যমে ভালোবাসা দিবস নিয়ে কবিতাও ছন্দ পেয়ে যাবেন। তাই এখন জেনে নেয়া যাক ভালোবাসা দিবস নিয়ে কবিতা ও ছন্দ সম্পর্কে।
ভালোবাসা দিবস নিয়ে ছন্দ
আজকে আমি আমার পোস্টের মাধ্যমে ভালোবাসা দিবস নিয়ে কিছু ছন্দ তুলে ধরব। আপনারা যারা ভালোবাসা দিবস নিয়ে ছন্দ সম্পর্কে জানার জন্য আগ্রহী আশা করছি তারা আমাদের আজকের এই পোষ্টের মাধ্যমে ভালোবাসা দিবস নিয়ে সুন্দর সুন্দর ছন্দ সমূহ পেয়ে যাবেন। এই ছন্দ গুলো আপনারা আপনাদের ভালবাসার মানুষকে ভালোবাসা দিবসে এসএমএস অথবা ফেসবুক স্ট্যাটাস এর মাধ্যমে উপহার দিতে পারবেন।
এতে করে তাদের মন আরো ভালো হবে। তাদেরকে যদি আপনাদের প্রতি আরো আকৃষ্ট করতে চান তাহলে ভালোবাসা দিবসের এই ছন্দ গুলো খুবই কার্যকর হবে। তাই আসুন জেনে নেয়া যাক ভালোবাসা দিবস নিয়ে সুন্দর সুন্দর সকল ছন্দ সমূহ সম্পর্কে।
তুমি আমার চাঁদের আলো,
তুমি জোসনা রাতের আলো,
তোমায় আমি পাবো বলে;
আমার যৌবন গেল ওই কালে।
ভালোবাসা দিবসের শুভেচ্ছা
প্রেমে যে এতই মধু,
প্রেমে না পড়লে তা বোঝা যায় না।
যে ডুবেছে প্রেমের জলে,
সেই বুঝেছে এ কালের স্বাদ।
ভালোবাসা দিবসের শুভেচ্ছা
চোখে আছে কাজল, কানে আসে দুল,
কপালে লাল টিপ, পরেছো লাল শাড়ি;
চোখ দুটো টানা টানা, মুখে মিষ্টি হাসি,
তাই দেখে আমি হয়েছি উদাসিনী।
ভালোবাসা দিবসের শুভেচ্ছা
টিপ টিপ বৃষ্টি পরে, তোমার কথা মনে পড়ে,
এ মন না থাকে ঘরে, জানিনা তুমি আসবে কবে,
এ প্রান শুধু তোমায় ডাকে , আমায় ভালবাসবে বলে,
ফুল হাতে থাকবো দাঁড়িয়ে বলবো আমি তোমায় পেয়ে,
সাত সমুদ্র পাড়ি দিয়ে পেয়েছি তোমায় খুজে।
হ্যাপি ভ্যালেন্টাইন ডে ।
আমি চাইনা তুমি আমাকে বার বার বলো
আমি তোমাকে ভালোবাসি, কিন্তু
আমি চাচ্ছি তুমি আমার জন্য একটু অপেক্ষা করো ,
আমি বলছি না তুমি আমাকে অনেক ভালবাসবে
কিন্তু আমি বলছি তুমি আমাকে একটু সুযোগ দিও
তোমাকে মন উজার করে ভালবাসতে ।
তোমায় ভালোবাসা ছিলো আমার জীবনের ২য় শ্রেষ্ঠ কাজ ,
আর প্রথমটি ছিলো তোমায় খুজে বের করা ।
ভালোবাসি তোমায় এবং সবসময় বাসবো ,
আজ বললাম ও সারা জীবন বলবো ।
হ্যাপি ভ্যালেনটাইন ডে
আমি তোমাকে চাই কল্পনাতে নয় বাস্তবে,
আমি তোমাকে চাই চলনাতে নয় ভালোবাসায় ,
আমি তোমাকে চাই তোমার মত করে নয় আমার মত করে ,
আমি তোমাকে চাই ক্ষনিকের জন্য নয় চিরদিনের জন্য ।
হ্যাপি ভ্যালেন্টাইন ডে
ভালোবাসা দিবস নিয়ে কবিতা
ভালোবাসা দিবস নিয়ে নানা ধরনের কবিতা রয়েছে। অনেক কবি আছেন যারা ভালোবাসা দিবস নিয়ে নানা ধরনের কবিতা লিখেছেন। তাদের লেখা কয়েকটা কবিতা আজকে আমি আমার পোষ্টের মাধ্যমে তুলে ধরব। আপনারা যারা ভালোবাসা দিবস নিয়ে কবিতা গুলো সম্পর্কে জানার জন্য আগ্রহী আশা করছি তারা আমাদের পোস্টের মাধ্যমে খুব সহজেই ভালোবাসা দিবস নিয়ে কবিতা গুলো সম্পর্কে জানতে পারবেন। তাই আসুন জেনে নেয়া যাক ভালোবাসা দিবস নিয়ে কবিতা সম্পর্কে।
একটু দাড়াবে কি?
——আলফাত্তাহ ফাহাদ
একটু দাড়াবে কি ?
সুখের পরশমাখা এক ঘটি জল নিয়ে,
কোন মোহ ছাড়াই একখানি বিমুগ্ধ প্রতিদানের আশায় ,
আমার জন্য, শুধুই আমার জন্য থাকবে অপেক্ষায়,
করবে কি রাত্রি যাপন নির্ঘুম ঐ দু’চোখে,
জোস্না রাতে নুপুরের ঝড়-তোলা সুরে কি ডাকবে তুমি আমায় ?
একটু দাড়াবে কি?
একখানি স্বপ্ন ছোঁয়ার ইচ্ছে নিয়ে,
অবাক চোখে চেয়ে থাকা স্বপ্নবাজের কাছে,
দেবে কি কিছু স্বপ্ন উপহার আমায় ?
স্বপ্নের মায়ায় যতনে জড়িয়ে রেখে,
স্বপ্নচূড়ার স্বপ্নকে খুজে নেবে আমার মাঝে …
একটু দাড়াবে কি ?
ধরবে কি হাত আমার ,
দেবে কি তোমার ভেঁজা অধরের মিষ্টি হাসি ,
কিছু কথা কি কইবে সখী মোর সনে,
কবিতার ছন্দ মার খাবে যে কথায়,
গাইবে কি একখানি গান আমায় নিয়ে?
হোক না বেসুরো অযথাই …
একটু দাড়াবে কি?
শুনবে কি আমার মনের ব্যথা ,
নিভিয়ে দেবে জ্বালাময় তপ্ত অগ্নিশিখা ?
ভালবাসার বর্ষণের ঢলে ভিজবে মোর সাথে,
দেখবে কি নগ্ন পায়ে শিশিরভেজা ঘাসের মিলন,
আর, মুছে দেবে নীল রঙ্গা দু:খটাকে ?
একটু দাড়াবে কি?
দাড়াও না একটু ,
শোনই না আমার কথা ,
বাসো না একটু ভাল অযথাই,
ছড়িয়ে দাও ভালবাসার রংধনু আকাশের ঐ নীলিমায়।
সর্বশেষ কথা
আমি আমার পোষ্টের মাধ্যমে ভালোবাসা দিবস নিয়ে কবিতা ও ছন্দ তুলে ধরেছি। আপনারা যারা ভালোবাসা দিবস নিয়ে কবিতা ও ছন্দ গুলো পেতে চান তারা আমাদের সম্পূর্ণ পোস্টটি পড়ুন। আশা করছি তাহলে আপনারা আমাদের পোস্টের মাধ্যমে ভালোবাসা দিবস নিয়ে কবিতা ও ছন্দ গুলো পেয়ে যাবেন। ধরনের আরো পোস্ট পেতে আমাদের ওয়েবসাইটের সাথেই থাকুন। আমাদের ওয়েবসাইটে পরিদর্শন করার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ।