বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে গজল লিরিক্স

হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভাল আছেন। আজকে আমি আমার পোষ্টের মাধ্যমে বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে গজল লিরিক তুলে ধরব। বর্তমান সময়ের অসাধারণ একটি গজল হচ্ছে এই গজলটি। এই গজলটি প্রায় সকলের মুখে শোনা যায়। বাবাকে ভালবাসেনা এমন মানুষ পৃথিবীতেই খুঁজে পাওয়া দুষ্কর। কারণ একজন বাবা সারা জীবন তার সন্তানদের বটবৃক্ষের মতো ছায়া দিয়ে থাকে। যার বাবা নেই সেই বুঝে বাবার ভালোবাসা না পাওয়া কতটা যন্ত্রণাদায়ক। কারণ আপনি যতই বিপদে পড়েন না কেন কেউ আপনার পাশে না আসলে আপনার বাবা আপনার পাশে থাকবেই। যেকোনো অর্থ সম্পদের বিনিময়ে আপনার বাবা আপনার সকল বিপদ থেকে মুক্ত করার চেষ্টা করবেন। কারণ বাবা মায়ের ভালোবাসা হয় নিঃস্বার্থ।

তারা তাদের ভালোবাসায় কখনো স্বার্থ রাখে না। নিজে সারাদিন পরিশ্রম করে পরিবারের সকলের মুখে হাসি কোথায় একজন বাবা। তাইতো বাবা মায়ের ঋন কখনোই শোধ করা সম্ভব নয়। যারা বাবা-মায়ের সাথে খারাপ আচরণ করেন দয়া করে এই খারাপ আচরণ থেকে বিরত থাকবেন। কারণ বাবা না থাকাটা কতটা কষ্টদায়ক সেটা যখন বাবা হবে তখন উপলব্ধি করতে পারবেন। নিজের সর্বস্ব দিয়ে হলেও আপনার বাবা মাকে খুশি রাখার চেষ্টা করবেন। তাই আপনারা যারা বাবা প্রেমী বাবাকে প্রচন্ড রকমের ভালবাসেন তারা অবশ্যই বাবাকে নিয়ে এই অসাধারণ গজলটি শুনেছেন।

আর আপনারা যারা বাবা তুমি কেমন আছো তোমার ঘরে গজলটি লিরিক্স সম্পর্কে জানার জন্য আগ্রহী তারা আমাদের সম্পূন্ন পোস্ট পরুন। আশা করছি তাহলে আপনারা আমাদের আজকের এই পোস্টটির মাধ্যমে বাবা তুমি কেমন আছো ছোট্ট মাঝির ঘরে গজলটি লিরিক জানতে পারবেন।

বাবা তুমি কেমন আছো গজলটির লেখক

অনেকেই আছেন জানেন না যে বাবা তুমি কেমন আছো গজলটি লেখক কে বা এই গজলটি কে শুরু করেছেন এ বিষয়টি সম্পর্কে। তাই তারা এই গজলটি সুরকারের নাম জানার জন্য গুগলে সার্চ করে থাকেন। আশা করছি তারা খুব সহজেই আমাদের পোস্টের মাধ্যমে বাবা তুমি কেমন আছো গজলটি কে সুরকার করেছেন সে বিষয়টি সম্পর্কে জানতে পারবেন।

বাবা তুমি কেমন আছো গজলটির গীতিকার হচ্ছে শেখ নজরুল

আর এই গজলটি সুরকার করেছেন স্বনামধন্য কন্ঠ শিল্পী ওবায়দুল্লাহ তারেক

বাবা তুমি কেমন আছো গজলটির লিরিক্স

আপনি কি বাবা তুমি কেমন আছো গজলটি লিরিক সম্পর্কে জানার জন্য এসেছেন। তাহলে আমাদের আজকের এই পোস্টে আপনাকে স্বাগতম। আপনারা যারা বাবা তুমি কেমন আছো গজলটির লিরিক খুঁজে বেড়াচ্ছেন আশা করছি তারা আমাদের আজকের এই পোস্টের মাধ্যমে খুব সহজেই এই গানটি সম্পর্কে জানতে পারবেন। তাই আসল যেটা নিয়ে যাক বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে এই গজলটির লিরিক্স সম্পর্কে

বাবা তুমি কেমন আছো – ছোট্ট মাটির ঘরে
তোমার কথা হৃদয় মাঝে-পড়ছে বারে বারে।
বাবা তুমি কেমন আছো- ছোট্ট মাটির ঘরে
তোমার কথা হৃদয় মাঝে-পড়ছে বারে বারে।
বাবা গো ও ও বাবা । ।

কত আদর কত স্নেহ, তোমার কাছে পেলাম
সব কিছু হারিয়ে আজকে,নিঃস্ব হয়ে গেলাম।
কত আদর কত স্নেহ– তোমার কাছে পেলাম
সব কিছু হারিয়ে আজকে..নিঃস্ব হয়ে গেলাম।
ভালোবাসি তোমায় বাবা,বুকটা যে যায় ছিঁড়ে
তোমার কথা হৃদয় মাঝে-পড়ছে বারে বারে।
বাবা গো ও ও বাবা।।

তোমার মত আপন কেহ,পাই না তো আর খুঁজে
তাইতো আজই ঘুমের ঘোরে,অশ্রুতে যায় ভিজে
তোমার মত আপন কেহ,পাই না তো আর খুঁজে
তাইতো আজই ঘুমের ঘোরে,অশ্রুতে যায় ভিজে
সুখে থেকো পরম সুখে জান্নাতের ভিতরে।
তোমার কথা হৃদয় মাঝে, পড়ছে বারে বারে।
বাবা গো ও ও বাবা।।

বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে
তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে।
বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে
তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে।
বাবা গো ও ও বাবা।।

সর্বশেষ কথা

আমি আমার পোষ্টের মাধ্যমে বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে গজল টির লিরিক্স তুলে ধরব। আপনারা যারা ওবায়দুল্লাহ তারেকের কন্ঠে অসাধারণ এই গজলটি উপভোগ করতে চান বা তার সুরের সাথে সুর মিলিয়ে এই গানটি গাইতে চান তারা আমাদের আস্তির পোষ্টের মাধ্যমে এই গজলটি লিরিক পেয়ে যাবেন। এ ধরনের আরো পোস্ট পেতে আমাদের ওয়েবসাইটে সাথেই থাকুন। আর সুন্দর সুন্দর গজল গুলো উপভোগ করুন। আমাদের ওয়েবসাইটে পরিদর্শন করার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ।

কবর জায়গা ভালো নয় নাশিদ লিরিক্স

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।