পহেলা বৈশাখ নিয়ে রোমান্টিক ছন্দ ও কবিতা
হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভাল আছেন। আজকে আমি আমার পোস্টের মাধ্যমে পহেলা বৈশাখ নিয়ে রোমান্টিক ছন্দ ও কবিতা তুলে ধরবো। পহেলা বৈশাখ হচ্ছে বাংলা প্রথম মাস এর প্রথম দিন। এই দিনটি বাংলার ঐতিহ্যকে ধারণ করে। যেহেতু বাঙালিদের উৎসবের প্রথম দিন এটি তাই বাঙালিরা এই দিনটিকে নানাভাবে উদযাপন করে থাকে। সারা বাংলাদেশে এই দিনটিতে নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আবার অনেকেই রাস্তায় রাস্তায় স্টোল দিয়ে মানুষকে ডেকে নিয়ে খাবার খাওয়ায়। তার বিনিময়ে মোটা অংকের টাকা দিতে হয়। সবাই নানাভাবে এই দিনটিকে উদযাপন করার চেষ্টা করে।
আর এই দিনটি আসলেই পান্তা এবং ইলিশের ধুম পড়ে যায় বাঙালি পরিবারগুলোতে। এখনো পহেলা বৈশাখে সকলেই নানা ধরনের রংবেরঙের শাড়ি এবং পাঞ্জাবি পড়ে বের হয়। কতইনা আনন্দ করে এই দিন দিতে। বিশেষ করে প্রেমিক-প্রেমিকারা এই দিনটি আসলে নানা ধরনের রোমান্টিক ছন্দ এবং কবিতা জন্য গুগলে সার্চ করে থাকে। কারণ তারা চায় তাদের প্রিয় মানুষটিকে পহেলা বৈশাখের রোমান্টিক ছন্দ গুলো এবং কবিতাগুলো পাঠাতে। আশা করছি আপনারা আমাদের পোস্টের মাধ্যমে পহেলা বৈশাখ নিয়ে রোমান্টিক ছন্দ এবং কবিতাগুলো পেয়ে যাবেন। আসুন জেনে নেয়া যাক পহেলা বৈশাখ নিয়ে রোমান্টিক কবিতা এবং ছন্দ সম্পর্কে।
পহেলা বৈশাখ নিয়ে রোমান্টিক কবিতা
আপনি কি পহেলা বৈশাখ নিয়ে রোমান্টিক কবিতা সম্পর্কে জানার জন্য এসেছেন। তাহলে আমাদের আজকের এই পোস্টে আপনাকে স্বাগতম। কারণ আজকে আমি আমার পোষ্টের মাধ্যমে পহেলা বৈশাখ নিয়ে রোমান্টিক কিছু কবিতা তুলে ধরব। আপনারা যারা আপনাদের প্রিয় মানুষটিকে পহেলা বৈশাখের রোমান্টিক কবিতা গুলো পাঠাতে চান এবং সেই কবিতার মাধ্যমে তাদের রাগ ভাঙ্গাতে চান। আশা করছি তারা আমাদের আজকের এই পোষ্টের মাধ্যমে পহেলা বৈশাখ নিয়ে রোমান্টিক কবিতা গুলো পেয়ে যাবেন।
বৈশাখী প্রেম
খালেদ বিন জয়েনুদ্দিন
বৈশাখী মেয়ে এলো আমাদের গাঁয়েতে,
কপালে টিপ পরা রং মাখা পায়েতে।
ধান-কুলা হাতে তার বাজে ঢাক-ঢোল,
হাসিখুশি মুখ খানা দোলে নাকে নোলক।
বৈশাখী মেয়ে এলো মেলা বসে মাঠেতে,
খোকা খুকুর মন নেই একা একা মাঠেতে;
বাড়ি বাড়ি গান গায় মতে নববর্ষে।
বরণের ডালাখানি হাতে নিয়ে হষে,
তাই দেখে বৈশাখী হাসে বুড়ো মুচকি।
দই,চিরে, সন্দেশ আরো খায় ফুচকা!
সার্কাসের হাতি ঘোড়া ভাল্লুকের মায়াতে,
এবছর থেকে যায় পল্লীর ছায়াতে।
বৈশাখ
রবীন্দ্রনাথ ঠাকুর
হে ভৈরব, হে রুদ্র বৈশাখ!
ধুলায় ধূসর রুক্ষ উড্ডীন পিঙ্গল জটাজাল,
তপঃক্লিষ্ট তপ্ত তনু, মুখে তুলি বিষাণ ভয়াল
কারে দাও ডাক
হে ভৈরব, হে রুদ্র বৈশাখ!
ছায়ামূর্তি যত অনুচর
দগ্ধতাম্র দিগন্তের কোন্ ছিদ্র হতে ছুটে আসে!
কী ভীষ্ম অদৃশ্য নৃত্যে মাতি উঠে মধ্যাহ্ন-আকাশে
নিঃশব্দ প্রখর
ছায়ামূর্তি তব অনুচর!
মত্তশ্রমে শ্বসিছে হুতাশ।
রহি রহি দহি দহি উগ্রবেগে উঠিছে ঘুরিয়া,
আবর্তিয়া তৃণপর্ণ, ঘূর্ণচ্ছন্দে শূন্যে আলোড়িয়া
চূর্ণরেণুরাশ
মত্তশ্রমে শ্বসিছে হুতাশ।
দীপ্তচক্ষু হে শীর্ণ সন্ন্যাসী,
পদ্মাসনে বস আসি রক্তনেত্র তুলিয়া ললাটে,
শুষ্কজল নদীতীরে শস্যশূন্য তৃষাদীর্ণ মাঠে
উদাসী প্রবাসী—
দীপ্তচক্ষু হে শীর্ণ সন্ন্যাসী!
জ্বলিতেছে সম্মুখে তোমার
লোলুপ চিতাগ্নিশিখা, লেহি লেহি বিরাট অম্বর,
নিখিলের পরিত্যক্ত মৃতস্তূপ বিগত বৎসর
করি ভস্মসার।
চিতা জ্বলে সম্মুখে তোমার।
হে বৈরাগী, করো শান্তিপাঠ।
উদার উদাস কণ্ঠ যাক ছুটে দক্ষিণে ও বামে,
যাক নদী পার হয়ে, যাক চলি গ্রাম হতে গ্রামে,
পূর্ণ করি মাঠ।
হে বৈরাগী, করো শান্তিপাঠ।
সকরুণ তব মন্ত্রসাথে
মর্মভেদী যত দুঃখ বিস্তারিয়া যাক বিশ্ব- ’পরে,
ক্লান্ত কপোতের কণ্ঠে, ক্ষীণ জাহ্নবীর শ্রান্তস্বরে,
অশ্বত্থছায়াতে
সকরুণ তব মন্ত্রসাথে।
দুঃখ সুখ আশা ও নৈরাশ
তোমার ফুৎকারলুব্ধ ধুলা-সম উড়ুক গগনে,
ভ’রে দিক নিকুঞ্জের স্খলিত ফুলের গন্ধসনে
আকুল আকাশ
দুঃখ সুখ আশা ও নৈরাশ।
তোমার গেরুয়া বস্ত্রাঞ্চল
দাও পাতি নভস্তলে, বিশাল বৈরাগ্যে আবরিয়া
জরা মৃত্যু ক্ষুধা তৃষ্ণা, লক্ষকোটি নরনারী-হিয়া
চিন্তায় বিকল।
দাও পাতি গেরুয়া অঞ্চল।
ছাড়ো ডাক, হে রুদ্র বৈশাখ!
ভাঙিয়া মধ্যাহ্নতন্দ্রা জাগি উঠি বাহিরিব দ্বারে,
চেয়ে রব প্রাণীশূন্য দগ্ধতৃণ দিগন্তের পারে
নিস্তব্ধ নির্বাক।
হে ভৈরব, হে রুদ্র বৈশাখ!
পহেলা বৈশাখ নিয়ে রোমান্টিক ছন্দ
এখন আমি আমার পোষ্টের মাধ্যমে পহেলা বৈশাখ নিয়ে রোমান্টিক কিছু ছন্দ তুলে ধরবো। এই ছন্দ গুলোর মাধ্যমে আপনি আপনার প্রিয়জনদের রাগ অভিমান ভাঙাতে পারবেন। এবং তাদেরকে খুশি করতে পারবেন। আপনারা যারা পহেলা বৈশাখ নিয়ে রোমান্টিক সব ছন্দ খুঁজতেছেন আশা করছি তারা আমাদের পোষ্টের মাধ্যমে পহেলা বৈশাখ নিয়ে রোমান্টিক সব ছন্দ পেয়ে যাবেন। তা এখন জেনে নিয়ে যাক পহেলা বৈশাখে রোমান্টিক ছন্দ গুলো সম্পর্কে।
বৈশাখী বাঙালির নাচে মন প্রাণ
মন নাচে প্রাণ নাচে
হাসে কবি গুরু
ঝড় এলে বুক কাঁপে
ভয়ে দুরু দুরু।।
বৈশাখ এলো ক্ষিপ্ত বেগে
সিঁদুর মেঘের গায়ে
বৈশাখ এলো উগ্রতা নিয়ে
কৃষ্ণ মেঘের নায়।।
বাজে ঢোল বাজে ঢাক
ওই এলো বৈশাখ
মেলা হবে খেলা হবে
হবে কবিগান।।
বৈশাখ এলো বৈশাখ এলো
এলো পহেলা বৈশাখ
তাইতো খুশিতে মন নাচে
ধিনাক ধিনাক ধিনাক।।
বৈশাখ এলো কালবৈশাখীর
হাওয়ায় হাওয়ায় ধেয়ে
বৈশাখী লোক বাউলের
বেশি বৈশাখী গান গেয়ে।।
বৈশাখের দিনে পান্তা ইলিশ
খেতে ভারি মজা
সেই সাথে ভর্তাগুলি
বাড়ায় খাওয়ার মজা।।
বৈশাখীর দিনে তোমার চুলের গন্ধ আমাকে পাগল করে দেয়।
তাইতো বারবার পহেলা বৈশাখ মিস করি।
পুরনো যত হতাশা দুঃখ অবসাদ
নতুন বছর সেগুলোকে করুক ধুলিস্যাৎ।
সুখ আনন্দে মুছে যাক সকল যাতনা
শুভ হোক পহেলা বৈশাখ।।
পুরনো হৃদয়ের সকল গ্লানি
মুছে ফেলো আজি
চারিদিকে আছে আওয়াজ
পহেলা বৈশাখের বাজি
সর্বশেষ কথা
আমি আমার পোষ্টের মাধ্যমে পহেলা বৈশাখ নিয়ে রোমান্টিক কবিতা এবং ছন্দ তুলে ধরেছি। আপনারা যারা পহেলা বৈশাখ নিয়ে রোমান্টিক ছন্দ এবং কবিতাগুলো পেতে চান তারা আমাদের সম্পূর্ণ পোস্টটি পড়ুন। আশা করছি তাহলেই আপনারা আমাদের পোষ্টের মাধ্যমে পহেলা বৈশাখ নিয়ে রোমান্টিক সব ছন্দ এবং কবিতা পেয়ে যাবেন। এ ধরনের আরো পোস্ট পেতে আমাদের ওয়েবসাইটের সাথেই থাকুন । আমাদের ওয়েবসাইটে পরিদর্শন করার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ।