ঢাকা থেকে কক্সবাজার ট্রেনের সময়সূচী ভাড়া 2024
কক্সবাজার বাংলাদেশের পর্যটন এলাকার সবথেকে জনপ্রিয় একটি জায়গা | এটি বিশ্বের সবথেকে বড় সমুদ্র সৈকত,প্রতিবছর দেশ বিদেশ থেকে হাজার হাজার পর্যটক ভিড় জমায় কক্সবাজারে|
ট্রেনের নাম ও সময়সূচী:
1> [ কক্সবাজার এক্সপ্রেস ]|এই ট্রেনটি ঢাকা থেকে রাত 10:30 মিনিটে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দেয় এবং সকাল 6টা ৪০ মিনিটের কক্সবাজার পৌঁছাবে | এবং পরবর্তী একই ট্রেন কক্সবাজার থেকে দুপুর ১২:৩০ এ রওনা দিবে ঢাকার উদ্দেশ্যে এবং ঢাকা পৌঁছাবে আনুমানিক সময় রাত 9টা 40 মিনিট |
{ সাপ্তাহিক ছুটি সোমবার }
2>[ পর্যটক এক্সপ্রেস ] পর্যটকদের কথা চিন্তা রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত 10ই জানুয়ারি ২০২৪ সালে এই ট্রেনটি উদ্বোধন করেন | ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিবে সকাল 6 :15 মিনিট এ এবং কক্সবাজারে পৌঁছাবে বিকেল 3:00 টায় পরবর্তী একই ট্রেন কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিবে রাত ৮ টায় এবং ঢাকায় পৌঁছাবে ভোর 5টা |
{ সাপ্তাহিক ছুটি রবিবার }
3>[ মহানগর প্রভাতী এক্সপ্রেস ] ঢাকা থেকে সকাল 7:45মিনিটে রওনা দিবে কক্সবাজারের উদ্দেশ্যে এবং পৌঁছাবে বিকেল 4টা| পরবর্তী একই ট্রেন কক্সবাজার থেকে রওনা দিবে ঢাকার উদ্দেশ্যে রাত ৮:৩০ মিনিটে এবং পৌঁছাবে সকাল 6 টায় |
4> [তূর্ণা এক্সপ্রেস ] ঢাকা থেকে কক্সবাজার রওনা দিবে রাত 11:30 মিনিটে এবং কক্সবাজার পৌছবে সকাল 8:30 মিনিট | আবার কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিবে দুপুর 12 |আর ঢাকায় পৌঁছবে রাত ৯ টায় |
ঢাকা থেকে কক্সবাজার যাওয়ার মেইল ট্রেনের সময়সূচী:
ট্রেনের নাম | ট্রেন ছাড়ার সময় | ট্রেন পৌঁছানোর সময় | ছুটির দিন |
চট্টলা এক্সপ্রেস | 01:00 PM | 08:50 PM | মঙ্গলবার |
কর্ণফুলী এক্সপ্রেস | 08:30 AM | 08:00 PM | নাই |
কক্সবাজার মেইল | 10:30 PM | 07:25 AM | নাই |
এক্সপ্রেস ট্রেনের ভাড়া:
আসন বিভাগ | ট্রেনের ভাড়া |
---|---|
শোভন | ৪২০ টাকা |
শোভন চেয়ার | ৫০৫ টাকা |
প্রথম সিট | ৬৭০ টাকা |
প্রথম ব্যর্থ | ১,০০০ টাকা |
স্নিগ্ধা | ৯৬১ টাকা |
এসি সিট | ১,১৫০ টাকা |
এসি ব্যর্থ | ১,৭২৫ টাকা |
ঢাকা থেকে কক্সবাজার মেইল ট্রেনের ভাড়া:
আসন বিভাগ | ট্রেনের ভাড়া |
২য় (সাধারণ) শ্রেণি | ১২৫ টাকা |
২য় (মেইল/এক্সপ্রেস) | ১৭০ টাকা |
কমিউটার ট্রেন | ২১০ টাকা |
সুলভ শ্রেণি | ২৫০ টাকা |
শোভন শ্রেণি | ৪২০ টাকা |
শোভন চেয়ার | ৫০৫ টাকা |
Thank you for the good writeup. It in fact was a amusement account it. Look advanced to far added agreeable from you! However, how could we communicate?
Thank you …