কোটা আন্দোলন নিয়ে স্লোগান ও কবিতা
হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম । আজকে আমি আমার পোস্টের মাধ্যমে কোটা আন্দোলন নিয়ে কিছু স্লোগান আপনাদের মাঝে তুলে ধরব । ২০২৪ সালের ৫ই জুলাই থেকে শুরু হয় কোটা আন্দোলন । সেই কোটা আন্দোলন ১৫ জুলাই ভয়াবহ আন্দোলনে রূপ নেয় । যা কখনো কেউ ভাবতেও পারিনি । সাঈদের মৃত্যু মুগ্ধর মৃত্যু সবার হৃদয়কে নাড়িয়ে দেয় এ আন্দোলন রূপ নেয় ভয়াবহ । যা এখনো চলছে । বাঙ্গালীদের কাছে এই দিনটি ভাষা আন্দোলনের দিনের মতোই স্মরণীয় হয়ে থাকবে ।
সরকার মোট ৫৬ পার্সেন্ট ওটা দেওয়ায় সাধারণ শিক্ষার্থীরা ক্ষিপ্ত হয়ে এই আন্দোলন শুরু করে । এই ৫৬% কোটার মধ্যে রয়েছে মুক্তিযোদ্ধা কোটা ৩০% ১০ শতাংশ নারী 10 শতাংশ জেলা পাঁচ শতাংশ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী এবং এক শতাংশ প্রতিবন্ধী কোঠা । তাই এখানে মেধার গুরুত্ব কম থাকায় মেধাবী ছাত্ররা সকলি কোটা আন্দোলনের ডাক দেয় । বর্তমান সরকার এ বিষয়টি মেনে নিয়েছে এবং ওটা সংস্কার করে ৭% কোটা করার নির্দেশ দিয়েছে তার মধ্যে ৫ পার্সেন্ট মুক্তিযোদ্ধা কোঠা এক পারসেন্ট ক্ষুদ্র নিগোষ্ঠী এবং ১% প্রতিবন্ধী কোটা ।
কিন্তু অনেক সাধারন শিক্ষার্থীদের রক্ত ঝরায় শিক্ষার্থীরা ক্ষিপ্ত হয়ে এই আন্দোলন এখনো চালিয়ে যাচ্ছে ।তারা নানা ধরনের স্লোগানে মেতে উঠেছে সেই স্লোগানগুলো আজকে আমি আমার পোস্টের মাধ্যমে তুলে ধরব। আশা করছি আপনারা যারা কোটা আন্দোলন নিয়ে স্লোগান গুলো পেতে চান তারা আমাদের সম্পূর্ণ পোস্টটি পড়বেন এবং আমাদের আজকের এই পোস্টটি থেকে উপকৃত হতে পারবেন ।
কোটা আন্দোলন নিয়ে স্লোগান
আপনি কি কোটা আন্দোলন নিয়ে স্লোগানগুলো পেতে চান । তাহলে আমাদের আজকের এই পোস্টে আপনাকে স্বাগতম । কারণ আজকে আমি আমার পোষ্টের মাধ্যমে কোটা আন্দোলন নিয়ে কিছু স্লোগান তুলে ধরবো । আশা করছি আপনারা আমাদের পোস্টের মাধ্যমে কোটা আন্দোলন নিয়ে এই স্লোগানগুলো পেয়ে যাবেন। এ বিষয়ে যারা জানার জন্য আগ্রহী আশা করছি তারা আমাদের আজকের এই পোস্টটি থেকে উপকৃত হতে পারবেন ।
চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার
তুমি কে আমি কে, রাজাকার রাজাকার
কে বলেছে রাজাকার, সরকার সরকার।
যদি চাও অধিকার, হটাও আগে স্বৈরাচার।
মুজিব থেকে হাসিনা, ফ্যাসিবাদ মানিনা।
পুলিশ ঢুকেছে ক্যাম্পাসে, আমরা ঢুকবো সংসদে।
পুলিশ ছাড়া মাঠে নাম, ভুলিয়ে দেবো তোর বাপের নাম।
ছাত্রদের হাতে উঠলে বাঁশ, বদলে যাবে ইতিহাস।
কে এসেছে কে এসেছে পুলিশ এসেছে পুলিশ এসেছে
কি করছে কি করছে স্বৈরাচারের পা চাটছে।
আমার টাকায় খায় পড়ে আমার বুকে গুলি করে
ধিক্কার ধিক্কার প্রশাসন ধিক্কার।
মুজিব গেছে যেই পথে, হাসিনা যাবে সেই পথে।
আমার ভাইয়ের রক্তে লাল
পুলিশ কোন চ্যাটের বাল।
পুলিশ তুমি পোশাক খোলো, মুজিব কোর্ট গায়ে তুল
আমার ভাই কবরে খুনি কেন বাহিরে
আমার মানচিত্র কান্দে আজকে দেইখ্যা দেশের হাল রে
লাল সবুজের পতাকা মা
পুরাটাই দেখি লাল রে।
তোর কোটা তুই নে, আমার ভাইদের ফিরিয়ে দে।
খুনি হাসিনা স্বৈরাচার, সারা বাংলা কারাগার।
আমার ভাই শহীদ কেন, স্বৈরাচার জবাব দে।
আমার টাকায় কেনা বুলেট, আমার বুকে লাগে কেন।
বুকের ভিতর দারুন ঝড়, বুক পেতেছি গুলি কর।
দিয়েছি তোর রক্ত, আরো দেবো রক্ত।
এই মুহূর্তে দরকার, সেনাবাহিনী সরকার।
জনগণ রে খবর দে স্বৈরাচারীর কবর দে
জেগেছে ড়ে জেগেছে ছাত্র সমাজ জেগেছে লেগেছে লেগেছে রক্তে আগুন লেগেছে
রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়।
এক দফা এক দাবি, হাসিনা তুই এখন যাবি
দফা এক দাবি এক, খুনি হাসিনার পদত্যাগ।
খুন হয়েছে আমার ভাই, খুনি তোদের রক্ষা নাই।
কোটা আন্দোলন নিয়ে কবিতা
কোটা আন্দোলন নিয়ে অনেক কবি অনেক কবিতা লিখে গেছেন । আর সকলেই কোটা আন্দোলনের পক্ষে । আর কোটা আন্দোলনে ঝরে যাওয়া কিছু প্রাণীও অনেকে কবিতা লিখেছেন পার্শ্ববর্তী দেশ ভারতে কোটা আন্দোলনকে সাপোর্ট দিচ্ছে । অনেকেই আছেন কোটা আন্দোলন নিয়ে এই কবিতাগুলো অনলাইনে খোঁজাখুঁজি করে থাকেন । তাদের জন্য আজকে আমি আমার পোষ্টের মাধ্যমে একটি কবিতা তুলে ধরব । যে কবিতাটি তুলে ধরব সেই কবিতার নাম উল্লেখ করে সে কবিতাটি তুলে ধরব । তাই আসুন জেনে নেয়া যাক কোটা আন্দোলন নিয়ে একটি কবিতা সম্পর্কে ।
নাম: রুদ্র নাগ
স্কুল : কুমিল্লা জিলা স্কুল
হায় রে মাতৃভূমি
আমার ভাইয়ের রক্তে অর্জিত সপ্নের দেশ তুমি।
তোর জন্য হারিয়েছি আমরা মা বাবার আদর
তোর জন্য ঘোষিত আমরা রাজাকার,আল-বদর।
আমরা যদি রাজাকার হই,তোর কি পরিচয়?
আমাদের মৃত্যুতে উল্লাসিত তুই এইকি তোর বিজয়?
মুর্খের দেশ,অজ্ঞের দেশ,অজ্ঞানের দেশ তুই।
জ্ঞানীর দেশ,সপ্নের দেশ সোনার বাংলা কই।
তোর বক্ষে পা ফেলে আজ অজ্ঞরা নেয় শ্বাস
সারা বিশ্ববাসী দেখবে এবার জয় বাংলার বিনাশ।
সর্বশেষ কথা,
আমি আমার পোষ্টের মাধ্যমে কোটা আন্দোলন নিয়ে স্লোগান এবং কবিতা তুলে ধরেছি । আপনারা যারা কোটা আন্দোলন নিয়ে এ সকল স্লোগান এবং কবিতা পেতে চান তারা আমাদের সম্পূর্ণ পোস্টটি পড়ুন আর এই পোস্টগুলো পেতে হলে অবশ্যই গুগলে আপনাদের অনুসন্ধান করতে হবে । এ ধরনের আরো পোস্ট পেতে আমাদের ওয়েবসাইটের সাথেই থাকুন । সকলের সুস্থতা কামনা করছি মহান রাব্বুল আলামিন যেন সকলকে হেফাজত করেন । আমাদের ওয়েবসাইটে পরিদর্শন করার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ ।