কাজী নজরুল ইসলামের বিখ্যাত কবিতা
হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম । আশা করি আপনারা সবাই ভাল আছেন । আজকে আমি আমার পোস্টের মাধ্যমে কবিগুরু কাজী নজরুল ইসলামের কয়েকটি বিখ্যাত কবিতা তুলে ধরব । কাজী নজরুল ইসলাম যার আরেকটি নাম হচ্ছে দুখুমিয়া । তিনি ছোটবেলা থেকেই অনেক কষ্ট করে মানুষ হয়েছেন । কবি কাজী নজরুল ইসলাম ১৮৯৯ সালের ২৪ শে মে পশ্চিমবঙ্গের চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। খুব ছোটবেলায় তার বাবা-মা মারা যায় । তাইতো ছোটবেলা থেকেই তাকে দারিদ্র্যের মোকাবেলা করতে হয় কখনো চায়ের দোকানে কখনো বা কুলির কাজ করে কখনো দিনমজুর করে তার জীবন চালাতে হয় । তাইতো তার নাম ছিল দুখুমিয়া ।
গ্রামের মক্তব থেকে প্রাথমিক শিক্ষা শেষ করেন কবিগুরু কাজী নজরুল ইসলাম । কাজী নজরুল ইসলামের প্রথম কবিতা ছিল মুক্তি । তিনি অনেক বিদ্রোহী কবিতা লিখে গেছেন । তার কবিতাগুলি মুক্তিযুদ্ধের অনুপ্রেরণা জাগিয়েছে । তিনি ব্রিটিশ শাসকদের নিয়ে ব্যঙ্গ করেছিলেন তাই তো তাকে জেলে কারাবন্দী করা হয় । তারপরও তিনি বিদ্রোহী কবিতা লেখা বাদ দেননি । একের পর এক কালজয়ী সব কবিতা উপন্যাস তিনি উপহার দিয়েছেন মানুষের মাঝে । তাইতো কবিগুরু কাজী নজরুল ইসলামকে জাতীয় কবি হিসেবে উপাধি দেওয়া হয় ।
১৯৭৬ সালের ২৯শে আগস্ট কবিগুরু কাজী নজরুল ইসলাম মৃত্যুবরণ করেন । তাই আজকে আমি কবি কাজী নজরুল ইসলামের কয়েকটি বিখ্যাত কবিতা তুলে ধরবো। আপনারা যারা কাজী নজরুল ইসলামের বিখ্যাত সব কবিতা পেতে চান তারা আমাদের সম্পূর্ণ পোস্টটি পড়ুন । আশা করছি তাহলে আপনারা আমাদের পোষ্টের মাধ্যমে উপকৃত হতে পারবেন।
কাজী নজরুল ইসলামের বিখ্যাত কবিতা
আপনি কি কবি কবি কাজী নজরুল ইসলামের বিখ্যাত সব কবিতা পেতে চান। তাহলে আমাদের আজকের এই পোস্টে আপনাকে স্বাগতম । আজকে আমি আমার পোষ্টের মাধ্যমে কবি কাজী নজরুল ইসলামের বিখ্যাত সব কবিতা তুলে ধরব । আপনারা যারা কবি কাজী নজরুল ইসলামের বিখ্যাত সব কবিতা পেতে চান তারা আমাদের সম্পূর্ণ পোস্টটি পড়ুন । আশা করছি তাহলেই আপনারা আমাদের পোস্টের মাধ্যমে কবি কাজী নজরুল ইসলামের বিখ্যাত সব কবিতা পেয়ে যাবেন । তাহলে আসুন জেনে নেয়া যাক কবি কাজী নজরুল ইসলামের বিখ্যাত সব কবিতা সম্পর্কে ।
অভিযান
——কাজী নজরুল ইসলাম
নতুন পথের যাত্রা-পথিক
চালাও অভিযান !
উচ্চ কণ্ঠে উচ্চার আজ
মানুষ মহীয়ান !
চারদিকে আজ ভীরুর মেলা
খেলবি কে আর নতুন খেলা ?
জোয়ার জলে ভাসিয়ে ভেলা
বাইবি কি উজান ?
পাতাল ফেড়ে চলবি মাতাল
স্বর্গে দিবি টান্ ।।
সরল সাজের নাইরে সময়
বেরিয়ে তোরা আয়
আজ বিপদের পরশ নেব
নাঙ্গা আদুল গায় ।
আসবে রণ-সজ্জা কবে
সেই আশায়ই রইলি সবে !
রাত পোহাবে প্রভাত হবে
গাইবে পাখি গান ।
আয় বেরিয়ে, সেই প্রভাতে
ধরবি যারা তান ।।
আঁধার ঘোরে আত্নঘাতী
যাত্রা-পথিক সব
এ উহারে হানছে আঘাত
করছে কলরব !
অভিযানে বীর সেনাদল !
জ্বালাও মশাল, চল্ আগে চল্ ।
কুচকাওয়াজের বাজাও মাদল
গাও প্রভাতের গান !
ঊষার দ্বারে পৌছে গাবি
জয় নব উত্থান
আমার কালো মেয়ে
——–কাজী নজরুল ইসলাম
আমার কালো মেয়ে রাগ করেছে
কে দিয়েছে গালি
তারে কে দিয়েছে গালি
রাগ করে সে সারা গায়ে
মেখেছে তাই কালি।
যখন রাগ করে মোর অভিমানী মেয়ে
আরো মধুর লাগে তাহার হাসিমুখের চেয়ে
কে কালো দেউল করে আলো
অনুরাগের প্রদীপ জ্বালি।
পরেনি সে বসনভূষণ, বাঁধেনি সে কেশ
তারি কাছে হার মানে রে ভুবনমোহন বেশ।
রাগিয়ে তারে কাঁদি যখন দুখে
দয়াময়ী মেয়ে আমার ঝাঁপিয়ে পড়ে বুকে
আমার রাগী মেয়ে, তাই তারে দিই
জবা ফুলের ডালি।
আত্মশক্তি
——–কাজী নজরুল ইসলাম
এসো বিদ্রোহী মিথ্যা-সূদন আত্মশক্তি বুদ্ধ বীর!
আনো উলঙ্গ সত্যকৃপাণ, বিজলি-ঝলক ন্যায়-অসির।
তূরীয়ানন্দে ঘোষো সে আজ
আমি আছি বাণী বিশ্ব-মাঝ,
পুরুষ-রাজ
সেই স্বরাজ!
জাগ্রত করো নারায়ণ-নর নিদ্রিত বুকে মর-বাসীর
আত্ম-ভীতু এ অচেতন-চিতে জাগো আমি-স্বামী নাঙ্গা-শির
এসো প্রবুদ্ধ, এসো মহান
শিশু-ভগবান জ্যোতিষ্মান।
আত্মজ্ঞান
দৃপ্ত-প্রাণ!
জানাও জানাও, ক্ষুদ্রেরও মাঝে রাজিছে রুদ্র তেজ রবির !
উদয়-তোরণে উড়ুক আত্ম-চেতন-কেতন ‘আমি-আছি-র
করহ শক্তি-সুপ্ত-মন
রুদ্র বেদনে উদ্বোধন
হীন রোদন
খিন্ন-জন
দেখুক আত্মা-সবিতার তেজ বক্ষে বিপুলা ক্রন্দসীর
বলো, নাস্তিক হউক আপন মহিমা নেহারি শুদ্ধ ধীর
কে করে কাহারে নির্যাতন
আত্ম-চেতন স্থির যখন?
ঈর্ষা-রণ
ভীম-মাতন
পদাঘাত হানে পঞ্জরে শুধু আত্ম-বল-অবিশ্বাসীর,
মহাপাপী সেই, সত্য যাহার পর-পদানত আনত শির।
জাগাও আদিম স্বাধীন প্রাণ
আত্মা জাগিলে বিধাতা চান।
কে ভগবান?
আত্ম-জ্ঞান!
গাহে উদ্গাতা ঋত্বিক গান অগ্নি-মন্ত্র শক্তি-শ্রীর।
না জাগিলে প্রাণে সত্য চেতনা, মানি না আদেশ কারও বাণীর
এসো বিদ্রোহী তরুণ তাপস আত্মশক্তিবুদ্ধ বীর
আনো উলঙ্গ সত্য-কৃপাণ বিজলি-ঝলক ন্যায়-অসির॥
সর্বশেষ কথা,
আমি আমার পোস্টের মাধ্যমে কবি কাজী নজরুল ইসলামের বিখ্যাত সব কবিতা তুলে ধরেছি । আপনারা যারা কবি কাজী নজরুল ইসলামের বিখ্যাত সব কবিতা পেতে চান তারা আমাদের সম্পূর্ণ পোস্টটি পড়ুন । আশা করছি তাহলেই আপনারা আমাদের পোস্টের মাধ্যমে কবিগুরু কাজী নজরুল ইসলামের বিখ্যাত সব কবিতা গুলো পেয়ে যাবেন। এ ধরনের আরো পোস্ট পেতে আমাদের ওয়েবসাইটের সাথেই থাকুন । আমাদের ওয়েবসাইটে পরিদর্শন করার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ।